পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8¢९ মংবাদপত্রে মেনকালের কথা হইয়াছিলেন ১৫ বৎসর পর্য্যস্ত ধন জন পরিবার স্বখৈশ্বৰ্য্যাদি পরিত্যাগপূৰ্ব্বক নিয়ত ইষ্ট দেবতা প্রত্যর্থে নাম জপ যাগযজ্ঞ করত কালযাপন করিয়াছেন মায়া মোহ শোক সন্তাপাদি গহনকানন জ্ঞান কুঠার দ্বারা ছেদন করিয়াছিলেন এতাবৎ মৃত্যুকালে সপ্রমাণ হইল । চন্দ্রিকা । ( ১৫ আগষ্ট ১৮৩৫ । ৩১ শ্রাবণ ১২৪২ ) কৃষ্ণনগরনিবাসি শ্ৰীযুত গোকুলচন্দ্র বস্থজের কন্যার সহিত স্থগন্ধ্যাবাসি হাল সাকিন কলিকাতা শ্ৰীযুত রামচন্দ্র মিত্রজের পুত্রের সন হাল ২৫ শ্রাবণ রবিবারে শুভবিবাহ হইয়াছে। উক্ত বস্থজ / প্রাপ্ত দেওয়ান রামমোহন রায় মহাশয়ের শিষ্য । ‘কস্যচিৎ হোগলকুড়িয়ানিবাসিনঃ । ১২৪২ সাল তারিখ ২৬ শ্রাবণ ।

  • ( ২৬ ডিসেম্বর ১৮৩৫ । ১২ পৌষ ১২৪২ ) ইশতেহার –খড়দহর শ্ৰীপ্রাণকৃষ্ণ বিশ্বাসের শালিখায় ঘুসড়ির বাগানের ভিতর এক দোতালা কুঠী ও পুষ্করিণী এবং ঐ কুঠার রেয়ালের পশ্চিম গঙ্গাতীরের জায়গা ও ঘাট খালি আছে । যদি কাহার কুঠী ও জায়গাসকল ক্রেয় লওনের আবশ্বক থাকে তবে খড়দহ কিম্বা কলিকাতার দরমাহাটায় ঐ বাবুর বাটতে গেলে ভাড়ার ধাৰ্য্য হইবেক । এবং চাণকের পূর্ব নীলগঞ্জের নীলের কুঠী মায় ১৬ ঘোড়া হোঁজ ও জলের হোজ ৪ যোড়া ও পাকা বড় গুদাম মায় বৃহৎ এক পুষ্করিণী ও কমবেশ ২৫/২৬ হাজার টাকার লহনাসমেত ভাড়া দেওয়া যাইবেক • • • ।

( ৫ মার্চ ১৮৩৬ । ২৩ ফান্ধন ১২৪২ ) আমরা অতিখেদপূর্বক প্রকাশ করিতেছি খড়দহনিবাসি ৬প্রাণকৃষ্ণ বিশ্বাস বাবুজী মহাশয় নুনাধিক ৭০।৭৫ বৎসর বয়সে গত ১ ফালগুণ শুক্রবারে জাহ্নবীতীরনীরে জ্ঞান পুরঃসরে দেহ ত্যাগ করিয়াছেন। এই সম্বাদ শ্রবণে পাঠকগণে বিষাদিত হইবেন যেহেতু ইদানীন্তন এতাদৃশ ধনি ধাৰ্ম্মিক বিচক্ষণ মহন্ত অত্যন্ত্র সম্ভব। যদিও তাহার গুণগ্রাম দিগদিগন্তর প্রকাশমান তথাপি রীত্যনুসারে সংক্ষেপে কিঞ্চিৎ প্রকাশ করিলাম । বিশ্বাস বাবুজী সত্যব্রত সদাব্রত পরোপকারত্ৰত ধাৰ্ম্মিকতাব্রত এই ব্রতচতুষ্টয়ে বিশেষ খ্যাত তদ্বিশেষ এই যে আজন্মাবধি সত্যবাদী পরিমিত ভাষী মিথ্যাম্বেষী যথার্থালাপী । দ্বিতীয় অসংখ্যাত অতিথি অভ্যাগতবর্গের মহাসম্মান পুরঃসর স্বচারু বচন রচন সেবার পরিপাটী আহার প্রদান শয়নস্থানদান। তৃতীয় এবং চতুর্থ উপকারিতা শক্তি ও ধৰ্ম্মনিষ্ঠার কথা কি লিখিব বহুতর ধনব্যয়পূর্বক পণ্ডিতগণের সাহায্যে বিবিধ নিজরচিত সংস্কৃত গ্রন্থ মুদ্রাঙ্কিত করিয়া বিনামূল্যে পাত্র বিশেষে নানাস্থানে বিতরণ করিয়াছেন বিশেষতঃ