পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

निकों ఉపా মঙ্গলার্থ সংস্কৃত বিদ্যার পুনরুত্থানের বিষয়ে যে সাহায্য এবং হিন্দুরদের সামান্ততঃ মঙ্গলার্থ যে প্রযোজকতা করিয়াছেন তাহা সকলই ব্যাখ্যা করিলেন পরে ইঙ্গলগু দেশে শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবের কিপর্য্যন্ত সন্ত্রম হইবে তদ্বিষয়ে আপনার ও তাবৎ ছাত্রেরদের পরমসন্তোষ জ্ঞাপন করিলেন । তদনন্তর রৌপ্যময় গাডু প্রদানের চাদাতে র্যাহারা স্বাক্ষর করিয়াছিলেন র্তাহারদের আবেদনপত্র তিনি পাঠ করিলেন । ( ১২ অক্টোবর ১৮৩৩ । ২৭ আশ্বিন ১২৪০ ) হিন্দুকালেজ —. কালেজের ছাত্রেরদের বিদ্যাভ্যাসবিষয়ক পারিপাট্য করাতে পরম তুষ্ট হয় যেহেতুক আমার বুদ্ধাতুসারে মাথিমাটিক্স অর্থাৎ ক্ষেত্রপরিমাপক বিদ্যা ও ইতিহাস এবং অন্যান্য বিদ্যাতে অন্যান্য ছাত্র অপেক্ষা তাহারদের অধিক নৈপুণ্য এবং ঐ ছাত্রেরদের অধিক জ্ঞান প্রাপণের সম্ভাবনা বটে যেহেতুক লা ও পেলিটিকাল ইকানোমিনামক বিদ্যাশিক্ষকের পদে মুপ্রিম কোর্টের এক কৌন্সেলী সাহেব শ্ৰীযুত সর জন পিটর গ্রান্ট গবর্ণমেণ্টকতৃক নিযুক্ত হইয়াছেন এবং ছাত্রেরদের শিক্ষার্থ উক্ত সাহেবের উদ্যোগদ্বারা বোধ হয় যে তাহারা অল্পকালের মধ্যে লা অথবা ন্যায় ও ধৰ্ম্মবিষয়ক বিদ্যায় পারগ হইবেন । অপর ক্ষেত্রমাপবিষয়ক কৰ্ম্মোপযোগি জ্ঞান ছাত্রেরদিগকে দেওনার্থ শ্ৰীযুত রো সাহেব নিযুক্ত হইয়াছেন । অতএব কলেজের ছাত্ৰগণ যদি সুস্থিররূপে বিদ্যাভ্যাস করে তবে সৰ্ব্বপ্রকারেই সস্তবে যে সকলের নিকট বিশেষতঃ ইউরোপীয়েরদের নিকটে তাহারা মান প্রাপ্ত হইবেন । • • • কক্স্যচিৎ হিন্দোঃ । কলিকাতা ১৮৩৩ । ৯ অক্তোবর । ( ১২ মার্চ ১৮৩৪ ৩০ ফাস্তুন ১২৪ ) পুরস্কার বিতরণ –গত শুক্রবার [ ৭ মার্চ ] টেনহালে হিন্দুকলেজের ছাত্রেরদিগকে পুরস্কার বিতরণ করা গেল।. কলিকাতাস্থ প্রধান২ ব্যক্তিরা প্রায় অনুপস্থিত ছিলেন না . উত্তম অনেক পুরস্কার দেওয়া গেল । পুরস্কার বিতরণ হইলে কৈলাশ দত্তনামক যুব এক ব্যক্তি গবৰ্ণমেণ্টের বিষয়ে এক প্রস্তাব আবৃত্তি করিলেন তাহাতে লেখকের অত্যন্ত সম্মান হইল। অত্যুত্তম উচ্চারণ পূর্বক তাহ পাঠ করিলেন । ইহার পরে নাট্যবিষমক প্রস্তাৰ আবৃত্তি হইল। তদ্বিবরণ এই । লার্ড রাওলফ ও গ্নিনালবন । লার্ড রাগুলফ । ... to $ & কৈলাসনাথ বস্থ নর্বল । 曾 参 领 * d 8 তারকনাথ ঠাকুর গ্নিনালবন । 隐 爱 哆 * * * রাজনারায়ণ দত্ত ।