পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮂ8 LBBDD CSBB BBBD DY00L জ্ঞাত হইলাম যে ঐ হুকুম মাজিস্ত্রেট সাহেব করেন নাই কিন্তু ঐ জিলার জজ সাহেব করিয়াছিলেন অতএব সদরদেওয়ানী আদালতের জজ সাহেব যে দুই হুকুম রদ করিয়াছেন তাহা ঐ জজ সাহেবের । কলিকাতা রাজধানীস্থ এই সপ্তাহের এক সম্বাদপত্রে লেথে যে তথাকার জজ সাহেব শসপেগু হইয়াছেন এবং তদ্বিষয় তজবীজ করণার্থ এক কমিস্তন প্রেরিত হইয়াছেন কিন্তু তৎপরে ঐ সাহেবের শসপেগু হওনের লিখন ঐ সম্বাদ পত্রে অন্যথা লেখেন কিন্তু সকলের এমত বোধ হইয়াছে যে গবর্ণমেণ্ট রাণী বসন্তকুমারীর মোকদ্দমা অতিসূক্ষ্মরূপে তজবীজ করিতে নিশ্চয় করিয়াছেন। বোধ হইতেছে যে প্রাণ বাবু ও রাণী কমলকুমারী প্রবোধেতে রাণী বসন্তকুমারীর বিষয়ে অতি বেআইনী ব্যাপার হইয়াছে। (২৩ ডিসেম্বর ১৮৩৭ । ১০ পৌষ ১২৪৪ ) # ইশতেহার –স্থবে বাঙ্গালার ফোর্ট উলিয়মের কলিকাতা নগরের পাতরিয়া ঘাটার ৬/ প্রাপ্ত দেওয়ান দেবনারায়ণ ঘোষ যে উইল করিয়া যান ঐ উইলের প্রোবেট স্থবে বাঙ্গালার ফোর্ট উলিয়মের সুপ্রিম কোর্ট এক্লিজিআষ্টিকল এলাকার সম্পর্কে উক্ত উইলে লিখিত দুই টার্ণ পাতরিয়া ঘাটাস্থ শ্ৰীযুত আনন্দনারায়ণ ঘোষ ও শ্ৰীযুত গিরীন্দ্রচন্দ্র ঘোষকে অদ্য প্রদান করিলেন। ঐ মৃত ব্যক্তির ইষ্টেটের উপর যে কোন ব্যক্তির দাওয়া থাকে তাহ পূৰ্ব্বোক্ত টর্ণিরদিগকে অবিলম্বে জ্ঞাপন করিবেন কিম্বা কাহারে স্থানে ঐ মৃত ব্যক্তির পাওনা থাকে তিনি ঐ টাকা উক্ত টৰ্ণিরদের স্থানে আগেীণে অর্পণ করিবেন।—হেজর ও ইসমালী । কলিকাতা ১২ দিসেম্বর ১৮৩৭ ৷ ( ১৩ জানুয়ারি ১৮৩৮ । ১ মাঘ ১২৪৪ ) বাবু রসময় দত্ত —শ্ৰীযুত বৃজিগ সাহেব অল্প দিনের মধ্যেই স্বীয় কৰ্ম্মস্থানে উপস্থিত হইবেন এবং তৎপরিবৰ্ত্তে যে শ্ৰীযুত বাবু রসময় দত্ত ছোট আদালতের একটিং কমিস্তনররূপে নিযুক্ত আছেন তিনি সংপ্রতি শ্ৰীযুত মেকলোড সাহেবের বিলাত গমন করাতে তৎপদে নিযুক্ত হইয়াছেন । - ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় বরাবরেষু —হরকরা সম্বাদ পত্র পাঠ করিয়া পরমাপ্যায়িত হইলাম যে শ্ৰীযুত জে ডবলিউ আলেকজান্দর সাহেব ছোট আদালতের পদে ইস্তফা দেওয়াতে শ্ৰীযুত বাবু রসময় দত্ত চূড়ান্তরূপে ঐ তৃতীয় কমিস্তনরী পদে নিযুক্ত হইয়াছেন । বোধ হয় যে অল্পকালের মধ্যে অস্মদেশীয় লোকেরা অতি সন্ত্রাস্ত ও বিশ্বাস্য পদে নিযুক্ত হইবেন ।.