পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमiछ। 8ᏬᎸ গ্রন্থরচক ছিলেন তিনি অনেক কালাবধি গবর্ণমেণ্টের কৰ্ম্মকারক ছিলেন মৃত্যুর কিঞ্চিৎ পূৰ্ব্বে নবদ্বীপের ডেপুটি কালেকটরী কৰ্ম্মে নিযুক্ত হইয়াছিলেন । * ( ২৬ জানুয়ারি ১৮৩৯ । ১৪ মাঘ ১২৪৫ ) আমরা শ্রবণ করিয়াছি যে মাধব দত্ত মুচ্ছন্দি পদ প্রাপ্তার্থ আর সি জ্যানকিন কোম্পানিকে ৩ লক্ষ টাকা দিয়াছেন । তিনি যে এই কৰ্ম্ম লভোর জন্য করিয়াছেন এমত নহে কেবল দস্তুরি লাভমাত্র এই আচরণ অতি কুৎসিত এবং এই ব্যবহার অতি নিন্দনীয় এইরূপ কুব্যবহার ও কুৎসিতাচরণ কেবল ইহাদিগের দৃঢ়তাভাবে ও নূতন লাভের উপায় অজ্ঞানেই হয়। যেমন যবন রাজাধিকারে কোন কার্য্যে অস্তঃকরণ নিবিষ্ট হইত না কেবল জড়ের ন্যায় সৰ্ব্বদা অন্তঃকরণ আর্দ্র থাকিত তাহার হ্যায় ইহারদিগেরে জানিব। আমরা এতৎ বিষয় বহুদর্শি বিজ্ঞ সমীপে শ্রবণ করিয়াছি যে স্থবিবেচনায় বিজ্ঞ ব্যক্তি উত্তম২ দ্রব্য বিষয়ের বাণিজ্য দ্বারা মাহ উতপন্ন করিতেন তাহার অৰ্দ্ধ লভ্য ইহাতে হয় না । যদ্যপি এতব্যয় দ্বারা তাদৃশ লভ্য হয় তথাপি আমরা প্রকাশিতরূপে বলিতে পারি না কেননা তাদৃশ লভ্য হইলেও তথাপি কিনিমিত্ত তাহারদিগের হানি হয় অতএব সেই অংশিগণের মধ্যে এক জন বিজ্ঞ তবিলদার হইলেই ভাল হইতে পারে। এমত সকল বৃহতই ধনী কিন্তু বাণিজ্যদ্বারা কিরূপে অর্থ লাভ হয় কিপ্রকারে বাণিজ্য করিতে হয় তাহা জ্ঞাত নহেন আর বাণিজ্যে যে স্বাধীনতা তাহা ইহারদিগের অন্তঃকরণে এক বারও উদয় হয় না ইহার করেন কি কেবল অর্থ প্রদান পূর্বক দাসত্ব স্বীকার করিয়া আত্মাকে গৌরবান্বিত করিয়া মানেন । যেমন ইংলণ্ডীয়ের স্বীয় ধনদ্বারা সুখ উৎপন্ন করেন সেইরূপ এতদেশীয়দিগের উচিৎ যে বস্তৃদশী ঐ কৰ্ম্মচার ব্যক্তিদিগেরা রীতি সন্দর্শন ও শ্রবণ করিয়া বিশেষ জ্ঞাত হইয়া দেশস্থ লোকদিগের আশীৰ্ব্বাদ জনক সুখ উৎপন্ন করাইয়া আপনার স্বর্থী হয়েন । অতএব এতদেশীয়দিগের উচিত যে ব্যয় ও বাণিজ্য এবং দানদ্বারা সকলে স্বর্থী হয়েন আর অতি তুচ্ছ নিন্দনীয় কিঞ্চিদস্তুরি প্রাপ্তার্থ আপনার টাকা লইয়া মণিব ইংলণ্ডীয়ের অনুমতি পাইবামাত্র তাহাকে প্রদান করেন ইহা কি উচিত হয়। অতএব এতদেশীয়দিগের কৰ্ত্তব্য এই যে তুচ্ছ পদ আকাঙ্ক্ষা না করিয়া উক্ত উত্তম২ পদ প্রাপ্তার্থ যত্ন করেন এবং কেবল অত্যন্ত্র পরিবার ও কুটুম্ব লইয়া আহলাদ করেন উচিত যে অধিক ব্যক্তিকে আমোদিত করেন সকল মনুম্ভের কৰ্ম্মেই দোষ আছে ইহা সত্য বটে কিন্তু যাহারদিগকে অর্থ প্রদান করিতেছেন তাহারদিগের নিমিত্ত সাবধান থাকিতে হয়। এই সকল দোষ ব্যতিরিক্ত দেষান্তর আছে দেখ যেমন মিলিত পঞ্চজন মধ্যে একজন আগামি ভয় ভাবিয়া শঙ্কায় পলায়ন করে কিন্তু সেই ভয় আপাতত অনিষ্ট জনক ফলত ভয়জনক নহে তাহার ন্যায় ইহাতে ও আপাতত ভয়দায়ক চরমে ইষ্টদায়ক । এই সকল বিবেচনা দ্বারা আমরা অকুমান করি যে এতদেশীয় ধনি বন্ধুগণ বিলক্ষণ বিবেচনা করিবেন যে এই রূপ অর্থ ব্যয় কেবল নিন্দনীয় অতি কুৎসিত এবং অত্যস্ত কাৰ্য্যাক্ষম ভীতের স্বভাব জানিবে। অতএব এইক্ষণে যেমত কাল ও