পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদপত্রে মেকালের কথা سماوا 8 যেমন দেশ এবং ব্যক্তি আর ষে প্রকার সংসর্গ ইহা বিবেচনা করিয়া সাবধানে আচরণ করিবে । [ জ্ঞানান্বেষণ । - ( ৯ ফেব্রুয়ারি ১৮৩৯ । ২৮ মাঘ ১২৪৫ ) মৌজে গড়পার স্রজাপুরের মধ্যে বাহির রাস্তার ধার মাণিক তলার দক্ষিণ v শান্তিরাম সিংহের বাগানের সম্মুখ ও সরকিউলর বোর্ডের নিজ পূৰ্ব্বধার ৮ গোবিন্দ প্রসাদ বসুর একবাগান অত্যুত্তম একতাল বৈঠক খান ও অন্তঃপুর ও গুদাম ও পাকের স্থান ইত্যাদি অনেক ঘর আছে এবং নিচু পিচ প্রভৃতি ফলের বৃক্ষ ও উত্তম চান্দনীযুক্ত বান্দাঘাট ও উত্তম পুষ্করিণী আছে ঐ বাগান ভাড়া দেওয়া যাইবেক র্যাহারদিগের লওনেচ্ছা হয় ইহার বৃত্তান্ত শিমুল্য। সাকিনের শ্ৰীযুত বৈদ্যনাথ বস্থর নিকট জানিতে পরিবেন ইতি । # ( ৯ ফেব্রুয়ারি ১৮৩৯ । ২৮ মাঘ ১২৪৫) রায় পরশুনাথ বস্থ –জিলা বৰ্দ্ধমানের প্রধান সদর আমীন শ্ৰীযুত রায় পরশুনাথ বস্থ স্বীয় কৰ্ম্মে ইস্তফা দিয়াছেন রায়জী গবর্ণমেণ্টকতৃক অতি সন্ত্রাস্ত ব্যক্তি । শ্রত হওয়া গিয়াছে যে তিনি মুরশিদাবাদের অপ্রাপ্ত ব্যবহার নওয়াবের তত্ত্বাবধারকতা কৰ্ম্মে নিযুক্ত হইয়৷ এই কৰ্ম্ম ত্যাগ করিয়াছেন । ইহার পূর্বে তিনি ঐ নওয়াব সরকারে অতি বিশ্বাস্য এক পদে নিযুক্ত ছিলেন। তাহার নূতন পদের বেতন মাসে ১৫০০ নির্দিষ্ট হইয়াছে। ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) শ্ৰীযুত রায় পরশুনাথ বাহাদুরের পদ বৃদ্ধি হইবার সংবাদাবলোকনে আহলাদার্ণবে মগ্ন হইলাম যতোধৰ্ম্মস্ততোজয়ঃ রায় বাহাদুর যেমন ইষ্ট নিষ্ট শিষ্ট পোষক পরোপকারক তেমনি পরমেশ্বর তাহার উত্তরোত্তর উন্নতি করিতেছেন কিন্তু আশ্চৰ্য্য এই যে ইনি অল্পকাল যাবৎ বৰ্দ্ধমান জিলাতে আগমনপূর্বক প্রথমে এডিসনল প্রধান সদর আমীন পরে ৪০০ শত টাকা মাসিক বেতনে প্রধান সদর আমীন তৎপরে ঐ কৰ্ম্মে ৬০০ শত টাকা বেতন বৃদ্ধি পুরঃসর সংপ্রতি সহস্র মুদ্রা মাসিক বেতনে মুরশিদাবাদের নবাব নাজিমের দেওয়ানী পদে নিযুক্ত হইলেন... । কস্যচিৎ প্রধান সদর আমীন গুণাহুবাদিন । 金對 ( २ भांÉ s४७० । २१ कांस्तुन २२8¢ ) * শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ গুপ্ত কাকরেল কোম্পানির হাউসে ডাক্তরি কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন অপর তিনি কলিকাতার মধ্যে প্রধান এক সওদাগরের হাউসে ঐ কৰ্ম্মে অতি ত্বরায় নিযুক্ত হইবেন এতদ্বিষয় আমরা আহলাদপূর্বক প্রকাশ করিতেছি । [ জ্ঞানান্বেষণ ]