পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግe মংবাদপত্রে সেকালের কথা ( ১৬ নবেম্বর ১৮৩৯ ৷ ২ অগ্রস্থায়ণ ১২৪৬ ) ইশতেহার।—ইহার স্বারা বিজ্ঞপ্ত করা যাইতেছে যে নিম্নের স্বাক্ষরকারিগণ আপনারদিগের পূর্বের প্রচলিত মোহর হইতে অব্যবস্থিত রূপে বঞ্চিত হইয়া নূতন মোহর আপনারদিগের নামে বাঙ্গালী সন ১২৪৬ সালের মাহ কাৰ্ত্তিকে প্রস্তুত করিলেন অস্থ্যাবধি সমুদয় রসিদ এবং অন্যান্ত নিদর্শন পত্রী উক্ত নূতন মোহরের দ্বারা মুদ্রাঙ্কিত হইবেক । স্বাক্ষর শ্ৰীমতী রাণী মুসারময়ী / রাজা হরিনাথ রায় বাহাদুর বৈকুণ্ঠ বাসির মাতা এবং তাহার উপেক্ষিত বৈভবের কৰ্ম্মাধ্যক্ষ তথা শ্ৰীমতী রাণী হরমুন্দরী উক্ত বৈকুণ্ঠবাসী রাজা হরিনাথ রায় বাহাদুরের বনিতা এবং তাহার বৈভবের কৰ্ম্মাধ্যক্ষ । মোং কলিকাতা ২৪ অক্তোবর সন ১৮৩৯ সাল মোং ৮ কাৰ্ত্তিক সন ১২৪৬ সাল। * ( ২৩ নবেম্বর ১৮৩৯ ৷ ৯ অগ্রহায়ণ ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় —শ্ৰীমতী রাণী হরস্থদেরীর প্রকোষ্ঠ হইতে ২০২৫ লক্ষ টাকা স্থানান্তর করণ বিষয়ে যে মোকদ্দমায় শ্ৰীমতী রাণী হরক্ষুন্দরী ও অন্তের ফরিয়াদী এবং কুমার কৃষ্ণনাথ রায় আসামী । সেই মোকদ্দমায় গত ১৪ নবেম্বর তারিখে শ্ৰীযুত টর্টন সাহেব স্বপ্রিম কোটে প্রার্থনা করিলেন যে মোকদ্দমার শুননি দুই সপ্তাহপৰ্য্যন্ত মুলতবী থাকে যেহেতুক আসামীর স্ত্রী অত্যন্ত পীড়িত হওয়াতে আসামী এইক্ষণে কৰ্ম্ম করণে অক্ষম। তাহাতে আদালত অনুমতি করিলেন । ( ৫ অক্টোবর ১৮৩৯ । ২০ আশ্বিন ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় —শ্ৰীযুত কুমার কৃষ্ণনাথ রায়ের বিষয়ে অতি গুরুতর এক মোকদম উপস্থিত হইয়াছে । আর চারি পাচ মাসের মধ্যে তিনি প্রাপ্ত ব্যবহার হইয়া স্বীয় পৈতৃক তাবৎ সম্পত্তির অধিকারী হইবেন । - দৃষ্ট হইতেছে যে যুবরাজ ও তদীয় মাতার মধ্যে কোন বিষয়ে বিবাদ উপস্থিত হওয়াতে ২৪ তারিখে শ্ৰীযুত কুমার কৃষ্ণনাথ রায় উকীল শ্ৰীযুত ষ্ট্রেটল সাহেব ও পোলীসের শ্ৰীযুত মেকান সাহেব ও অন্য দুই তিন জন সাহেব সমভিব্যাহারে আপন মাতার প্রকোষ্ঠে প্রবেশ করিলেন এবং তথায় উপস্থিত হইয়া স্ত্রীলোকেরদিগকে স্থানান্তরে যাইতে কহিলেন তাহাতে তাহারা স্থানান্তর হইলে তিনি সাহেবেরদিগকে ঐ স্থানে লইয়া গেলেন এবং তাহারদের সমক্ষে কএকটা সিন্ধুক রজু দ্বারা বন্ধন ও মোহরাঙ্কিত করিয়া আপনার সংসারাধ্যক্ষ শ্ৰীযুত জে সি সি সদলগু সাহেবের নিকটে প্রেরণ করিলেন । কথিত আছে যে ঐ সিন্ধুকের মধ্যে ৩০ লক্ষ টাকা ছিল । এই ব্যপারের দিনেক দুই দিন পরে এই তাবদ্বিষয়ে পোলীসের সম্মুখে