পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमiउ 8ጫ› আবেদন হইল । এবং তাহার মাত কহিলেন যে অন্তঃপুরে বিদেশীয় স্লেচ্ছ লোকেরদের প্রবেশ করাতে আমার অত্যন্ত অপমান হইয়াছে এবং বলপূর্বক অনেক টাকা লুঠ হইয়াছে যুবরাজের পক্ষে ও তাহার মাতার পক্ষে কএক জন উকীল সাহেবেরা ছিলেন কিন্তু ঐ মোকদ্দমার নিম্পত্তি হইয়াছে কি না আমরা শ্রত হই নাই। সুপ্রিম কোর্টের সাহেবেরদের ইচ্ছা আছে যে ঐ মোকদ্দমা তথায় আনীত হয়। ২০৩০ লক্ষ টাকার এমত ভারি মোকদ্দমা অনেক দিনাবধি ঐ আদালতে দৃষ্ট হয় নাই। আমরা আগামি সপ্তাহের মধ্যে এই বিষয়ের নিশ্চয় সম্বাদ অবগত হইতে পারিব এবং তাহা পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতে ক্রটি করিব না । গত দুই তিন দিবসে রাজকুমার কৃষ্ণনাথ রায়ের মোকদম পুনৰ্ব্বার পোলীসে উপস্থিত হইল। শ্ৰীযুত লিথ সাহেব রাণীর পক্ষে শ্ৰীযুত টর্টন সাহেব যুবরাজের পক্ষে উপস্থিত হইয়া অনেক বাদামুবাদের পর নিদ্ধাৰ্য্য হইল যে কুমার কৃষ্ণনাথ রায় ও শ্ৰীযুত ষ্ট্রেটল সাহেব যুত লামব্ৰেখট সাহেব ও শ্ৰীযুত মেকান সাহেব ও শ্ৰীযুত বাবু দিগম্বর মিত্র ইহঁারদের জামিন দিতে হইবে । শ্ৰীযুত লিথ সাহেব কহিলেন শ্ৰীযুত সদলণ্ড সাহেবেরও জামিন দিতে হইবে কিন্তু র্তাহার নামে কোন অভিযোগ না হওয়াতে র্তাহার তলব হইল না । এইক্ষণে কথিত আছে যে সিন্ধুকের মধ্যে ৩০ লক্ষ টাকা ছিল না কিন্তু ২০ লক্ষের কিঞ্চিদধিক ছিল । ( ৭ ডিসেম্বর ১৮৩৯ । ২৩ অগ্রহায়ণ ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় —এইক্ষণে শ্ৰীযুত কুমার কৃষ্ণনাথ রায় ও তদীয় ধন সম্পত্তি সুপ্রিম কোর্টের মধ্যে পতিত হইলেন। পাঠক মহাশয়রা অবশু স্মরণ করিবেন যে কএক সপ্তাহ হইল তিনি পোলীসের সাহায্য প্রাপ্ত হইয়া কলিকাতাস্থ রাণীরদের প্রাসাদ হইতে বিশ ত্রিশ লক্ষ টাকা স্থানান্তর করত আপনার টাৰ্ণ { "guardian” ] শ্ৰীযুত সদলণ্ড সাহেবের নিকটে অর্পণ করেন। অপর রাণীরা কহেন ঐ সকল টাকা আমারদিগের এবং কুমার কহেন ঐ টাকা আমার । তাহাতে এই বিষয়ক মোকদ্দমা আদালতে উপস্থিত হইয়া উভয় পক্ষে মেলা উকীল ও কেন্সিলী নিযুক্ত হইয়াছেন। তাহাতে এই মোকদম উভয় পক্ষেরই অতি দীর্ঘকাল ও অত্যন্ত ব্যয় সাধ্য যুদ্ধ হইয়া ঐ মূল ত্রিশ লক্ষ টাকার অনেকাংশ ক্ষয় সম্ভাবনা এইক্ষণে এই মোকদ্দমার তজবীজ হইবে । ( ১৪ ডিসেম্বর ১৮৩৯ । ৩০ অগ্রহায়ণ ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় –পচিশ ত্রিশ লক্ষ টাকা রাণীরদের প্রাসাদ হইতে স্থানান্তর হইয়। খ্ৰীযুত সদলও সাহেবের নিকটে অর্পিত হওয়াতে কুমার কৃষ্ণনাথ রায় ও রাণীরদের মধ্যে যে ঘরাও বিবাদ উপস্থিত হইয়াছিল তদ্বিষয়ক বাৰ্ত্তা শুনিয়া আমরা এইক্ষণে পরমালাদিত