পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՏ HBDD BBD BBBDD DB KL হইলাম ষে তাহ আপোসে নিম্পত্তি হওনের সম্ভাবনা হইয়াছে। গত সপ্তাহে সুপ্রিমকোর্টে এই মোকদ্দমা হইল এবং যুবরাজের পক্ষে শ্ৰীযুত টর্টন সাহেব কহিলেন যে আমি নিশ্চয় বোধ করি যে এই মোকদম উভয় পক্ষে আপোসে নিষ্পত্তি হইতে পারে । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) আমরা নিশ্চিত সম্বাদ জানিয়া প্রকাশ করিতেছি যে কোচবেহারের মহারাজ হরেন্দ্রনারায়ণ ভূপ ৩০ মে তারিখে কালপ্রাপ্ত হইয়াছেন । রাজবংশীয় নামে এক প্রসিদ্ধ জাতী আছে এই রাজা সেই জাতীয় মনুষ্য ইনি শিবোপাসক ছিলেন ধৰ্ম্ম কৰ্ম্ম সকল তন্ত্রের মতে করিতেন কেবল শিব পূজা শিবস্থাপনেতেই বোধ হয় রাজা হিন্দু নতুবা আহার বিষয়ে তাহার হিন্দুর ব্যবহার কিছুই ছিল না এবং বিবাহ করণেতেও জাতীয়বিচার করিতেন না যে কোন জাতির কন্যা সুন্দরী জানিলেই তাহাকে বিবাহ করিতেন বিশেষতঃ ঐ বিবাহ পাগল রাজার এর্মত বিবাহ রোগ ছিল যে বিধবা সধবা স্ত্রীলোককেও বলপূর্বক বিবাহু করিয়া রাণীপালের মধ্যে রাথিতেন এই সকল প্রকারে লোক শ্রীতি এইরূপ যে র্তাহার ১২০০ রাণী এইক্ষণেও বৰ্ত্তমান আছেন । অৰ্দ্ধ ক্রোশ ব্যাপ্ত এক দুর্গ মধ্যে ভিন্ন২ স্থানে রাণীরা বাস করেন ঐ দুর্গের মধ্যে অনেক বিচারস্থল নির্দিষ্ট আছে তাহাতে আদালত, ফৌজদারী রাণীরাই করেন ১২০০ শত রাণীর মধ্যে পট মহিষী রাণী রাজার অতি মান্ত স্ত্রী মহারাজ সিংহাসনারূঢ় কালীন রাজ মহিষী আগত হইলে রাজা তৎক্ষণাৎ সিংহাসন পরিত্যাগ করিয়া দণ্ডায়মান থাকিতেন কিন্তু রাজাকে দেখিয়া মহিষী গাত্ৰোখান করিতেন না কোচবিহারী রাজ বংশের মধ্যে এই রীতি পুরুষানুক্রমেই চলিতেছে হরেন্দ্রনারায়ণ ভূপের এই মাত্র বিশেষ যে ৭০ বৎসর বয়ঃক্রমেতেও বিবাহ বিষয়ে বৈরক্তি হয় নাই এই রোগেতেই তাহার সহিত প্রজাবর্গের প্রায় সাক্ষাৎ ছিল না কেবল নারী বিহারে উন্মত্ত থাকিয়া অন্তঃপুরের মধ্যেই চিরকাল কাল যাপন করিয়াছেন তাহার রাজশাসনের ভার মন্ত্রিরদের হস্তে অর্পণ ছিল অতএব রাজ্য শাসন রাজস্ব গ্রহণদি তাবং কাৰ্য্য মন্ত্রিরাই করেন এই রাজার দুই পুত্র আছেন জ্যেষ্ঠের বয়ঃক্রম ৩০ বৎসর হইবে —ভাস্কর । [ ইংলিশম্যান ] ( ৩১ আগষ্ট ১৮৩৯ । ১৬ ভাদ্র ১২৪৬ ) r ...মহারাজ হরেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর অনূ্যন বর্ষচতুষ্টয় বয়ঃক্রম কালীন শ্ৰীলশ্ৰীযুক্ত কোম্পানি বাহাদুরের সহায়তাতে বাঙ্গালা ১১৯০ সালের অগ্রহায়ণ মাসে এই প্রদেশের মগুলেশ্বরত্ব পদে অভিষিক্তানস্তর বাৰ্দ্ধক্য পৰ্য্যস্ত অবস্থা ত্ৰিতয় সংক্রান্ত সাময়িক অতুল্য সম্মান ও সুখভোগ বিশালে নিক্ষোভ হইয়া ভবদুস্তর নিস্তার তরি শ্ৰীশ্ৰীশ্বরীয় স্মরণ মনন ধ্যান পরায়ণে প্রায় বর্ষত্রেয়াবধি এই মহৈশ্বৰ্য্য পদ তৃণবৎ জ্ঞানে ও অনিত্য ভোগোপহারে পরিহারা নরস্তর বিহার পরিত্যাগ পূর্বক শ্ৰীশ্ৰীy:কাশী ক্ষেত্রে বিরাজ করিয়া বর্তমান বর্ষের ১৬