পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 84-85 জ্যৈষ্ঠ দিবা দেড় প্রহর সময়ে উনষষ্ঠিবর্ষ সাৰ্দ্ধ ত্রিমাস বয়ঃক্রমে মহাশ্মশানে শ্ৰীশ্ৰীশ্বরসদনে যোগাসনে সজ্ঞানে অনিত্য দেহত্যাগ করিয়া সৰ্ব্বশক্তিধর শ্ৰীশ্ৰীপরমেশ্বরে সংলীন হইয়াছেন ।. প্রধান রাজনন্দন মহাবল পরাক্রান্ত সৰ্ব্বরাজলক্ষণে স্কুলক্ষিত যুবরাজ বাহাদুর রাজ্যস্থ সৰ্ব্বসাধারণের আকুঞ্চনে শুভক্ষণে রাজ্যাভিষিক্ত হইয়৷ শ্ৰীশ্ৰীমহারাজা শিবেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর উপাধিতে প্রখ্যাত হইয়াছেন ।...শ্ৰীআনন্দচন্দ্র ঘোযস্ত । কোচবিহার নিবাসিনঃ। ( ১০ আগষ্ট ১৮৩৯ ৷ ২৬ শ্রাবণ ১২৪৬ ) বাবু মথুরানাথ মল্লিকের মৃত্যু —আমরা অতিশয় খেদপূর্বক উক্ত বাবুর মৃত্যু হেতুক দুঃখবাৰ্ত্তা প্রকাশ করিতেছি এবং তাহার বদ্ধমানের রাজবাটীর কৰ্ম্ম কাৰ্য্য নির্বাহে অতি বিশ্বস্ততা প্রযুক্ত তিনি সৰ্ব্বত্র অতিথ্যাতাপন্ন ছিলেন বিশেষতঃ যদ্বারা তাহার শিরোপরি এরূপ গৌরবের মুকুট ধৃত হইয়াছিল তাহা কহি অর্থাৎ তাহার আস্তরিক জ্ঞানযোগ ও যথার্থ পদার্থ জ্ঞান ও শুদ্ধধারা সকল আর সৎপথসদনুষ্ঠান করাইবার কারণ র্তাহার নিশ্চয় মানস ও এতদ্দেশীয়েরদের বিদ্যা বৃদ্ধির নিমিত্তে বহু দানাদি পুরঃসর অশ্রান্ত যত্ন অধিকন্তু এই অত্যাশ্চৰ্য্য ও অসাধারণ প্রশংসার যোগ্য যে তিনি জীবনাবধি দৃঢ়রূপে এই পথে চলিয়াছেন অথচ জাতীয় বাধা ও অপরাধ তাবৎ তুচ্ছ করিয়াছেন । আমারদের পাঠকবর্গের মধ্যে যাহারা তাহাকে দেখিয়াছেন সকলেই তাহ জানেন যে তিনি দৃষ্টিতে অতি স্থদৃশু ছিলেন অর্থাৎ শরীরের কোমলতা ও আকারের লাবণ্য দেখিবার ও গাম্ভীৰ্য্য ছিল ও বয়েসে চল্লিশ বৎসরের উদ্ধ ছিলেন না । প্রায় এক মাসাবধি অতিশয় গ্রহণীরোগে পীড়িত থাকিয়া অতিশয় যাতনা ভোগ করিয়াছিলেন ও ইহাতে র্তাহার শরীর ক্রমেতে দুৰ্ব্বল করাতে র্তাহাকে সকল শোভা ও কৰ্ম্মাদি হইতে স্থগিত রাখিয়াছিল যথার্থ তাহার স্কন্ধদেশে এক সাংঘাতিক স্ফোটক হইল ও ইহাতে র্তাহার অমূল্য জীবন রক্ষণার্থে যদ্যপিও তাহার পরিবারের ডাক্তরের যথা ষ্টিউয়ার্ট ওসানসি ও গ্রীণ সাহেব প্রভৃতি ও অনেকানেক বাঙ্গালি বৈদ্যেরা নানা প্রকার করাতে ও বহুবিধ চেষ্টা পাওয়াতেও সকলে উপায় নিরূপায় হইল —জ্ঞাং নাং । ( ২১ সেপ্টেম্বর ১৮৩৯ । ৬ আশ্বিন ১২৪৬ ) .জিলা মেদিনীপুরের সংক্রান্ত জলামুটী ইত্যাদি পরগনার জমিদার ভরাজা নরনারায়ণ রায় ধনী এবং মানী ছিলেন । তাহার দুই পক্ষের তিন সন্তান জ্যেষ্ঠ রুদ্রনারায়ণ রায় বাকী দুইজনা নাবালগ । রাজা জীবদ্দশাতে ঐ জমিদারী যাহাকে অপর্ণ হইবেক সেই ব্যক্তি নির্ণয়ের ও অংশ হইবার বিষয়ে ওসিয়ং নামা কিম্বা অন্য নিদর্শন পত্র প্রস্তুত অথবা বাচনিক ধাৰ্য্য না করিয়া ২৫ চৈত্র ৫ আপ্রেল শুক্রবার রাত্রে পরলোকগামি হইবাতে ঐ জমিদারি ১৭৯৩ শালের ১১ আইনের ২৩ ধারার লিখিত মতে পাছে বিভাগ হয় ইহাতেই জ্যেষ্ঠ সন্তান ঐ

  • : _