পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፄ\» মংবাদপত্রে মেনকালের কথা হইয়া আমরাও ইত্যবসরে তাহার এই কীৰ্ত্তির অত্যন্ত প্রশংসা করি। গবর্ণমেণ্ট গেজেটে লেখেন যে ঐ বাবু আপন পরিচারকদ্বারা যাত্রাকালে এবং ইংল্পগুদেশে বাসকরণ সময়েতেও স্বীয় জাতীয় রীত্যকুসারেতে ব্যবহার করিতে পারিবেন। অপর পত্রে লেখেন যে বাবু রামমোহন রায় যে ব্রাহ্মণ হইয়া প্রথমতঃ ইংল্পগুদেশে যাত্র করিতেছেন এমত নহে যেহেতুক ইহার চল্লিশ বৎসর পূৰ্ব্বে দুই জন ব্রাহ্মণ শ্ৰীশ্ৰীযুত বাদশাহের হজুর কৌন্সেলে এক দরখাস্ত দেওনের নিমিত্ত বোম্বেহইতে বিলায়তে গমন করিয়াছিলেন অনন্তর তাহার এতদ্দেশে প্রত্যাগত হইলে তাহারদের প্রতি কোন দোষ অৰ্পিত হয় নাই । ( ২৭ নবেম্বর ১৮৩০ । ১৩ অগ্রহায়ণ ১২৩৭ ) বাবু রামমোহন রায় —ইণ্ডিয়া গেজেটে লেখে যে বাবু রামমোহন রায় সতীবিষয়ক এক দরখাস্ত পার্লিমেণ্টে দেওনার্থ সমভিব্যাহারে লইয়। বিলায়তে গিয়াছেন । উক্ত বাবু 'a. জাহাজে গমন করিয়াছেন তাহ এইক্ষণে গঙ্গাসাগর ছাড়িয়া সমুদ্রগত হইয়াছে । ( ১৫ জানুয়ারি ১৮৩১ । ৩ মাঘ ১২৩৭ ) ১৮৩০, ২২ নভেম্বর –আলবিয়ননামক জাহাজ গঙ্গাসাগরহইতে সমুদ্রপথে যায় সেই জাহাজে শ্ৰীযুত বাবু রামমোহন রায় ইংল্পগুদেশে গমন করেন এবং তাহার কএক জন মিত্র র্তাহার সহিত গঙ্গাসাগর পর্য্যন্ত যান । f ( ৭ জানুয়ারি ১৮৩২ ৷ ২৪ পৌষ ১২৩৮) ১৮৩১ সালের বর্ষফল।. ১৮ জানুঅারি —আলবিয়ননামক জাহাজে আরোহণপূর্বক শ্ৰীযুত বাবু রামমোহন রায় কেপে পহুছেন । ( ১২ ফেব্রুয়ারি ১৮৩১ । ২ ফাল্গুন ১২৩৭ ) শ্ৰীযুত বাবু রামমোহন রায় —শ্ৰীযুত বাবু রামমোহন রায়ের সঙ্গে যে২ চাকর গিয়াছে চন্দ্রিকণসম্পাদক তাহারদের নাম ধাম আমারদের স্থানে জিজ্ঞাসা করেন তাহাতে আমরা স্পষ্ট উত্তর দি যে তদ্বিষয় আমরা কিছুই জানি না তাহারদের জন্ম কি পিতা মাতার নাম কি বিদ্যাভ্যাস বিষয়ে আমরা কিঞ্চিষ্মাত্র অবগত নহি বাবুর বিলায়তে গমনের সম্বাদ আমরা কলিকাতার ইঙ্গরেজী সম্বাদ পত্রে পাইলাম এবং তাহা আমরা দর্পণের দ্বারা প্রকাশ করিলাম। পরের চাকরের বিষয়ের অনুসন্ধান করা শিষ্টবিশিষ্ট লোকের কৰ্ম্ম নয় অতএব তৎপত্র সম্পাদক মহাশয়কে আমরা পরামর্শ দি যে তিনি সে বিষয়ের সুরথালকরা মেীকুপ করেন । গত এক সপ্তাহের প্রকাশিত চঞ্জিকাপত্রে সম্পাদক মহাশয় ব্যঙ্গোক্তি করিয়া কহেন যে শ্ৰীযুত রামমোহন রায় জাহাজারোহণ করিয়া সমুদ্রপথে বিলায়ত গমনে জাতিভ্রষ্ট হইয়াছেন।