পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8ፋ লগুননগরে পছছিলে দুই শত অতিশিষ্ট মান্য জন তাহার নিকটাগত হইয়া তাহার সঙ্গে সাক্ষাত করিলেন কিন্তু কেপে তাহার পদদেশে যে আঘাত হইয়াছিল তাহার বেদনাতে প্তাহারদের প্রতিসাক্ষাদর্থ গমন করিতে তিনি ক্ষম হইলেন না। সর এড়বার্ড হৈড ইষ্ট সাহেব কোন এক দিবস তাহার সহিত সাক্ষাৎ করিলে ঐ সাহেব যে পার্লিমেণ্টের ক্ষুধারার বিপক্ষ তদ্বিষয়ে রামমোহন রায় তাহাকে কিঞ্চিৎ উপহাস করিলেন। ঐ সাহেব তাহার যুক্তিসিদ্ধ কথাসকল খণ্ডন করণার্থ যত্ন করিলেন । পরিশেষে তাহার গৃহে ষে মহোৎসব হইবে তাহাতে বাবু রামমোহন রায়কে আহবান করিলেন । অপর রামমোহন রায়ের সহচর যুব রাজচন্দ্র এক দিবস নগরোস্তানে ভ্রমণকরত: শ্ৰীমতী রাণীকে দেখিলেন তাহাতে শ্রীমতী তৎক্ষণাৎ তাহাকে ডাকিয়া অনেক কথোপকথনীনস্তর রামমোহন রায় ও ভারতবর্ষপ্রভৃতিবিষয়ে অনেক প্রশ্ন করিলেন ।. অকিঞ্চনের বোধে এই হয় যে র্তাহার বিলায়ত গমনে ভারতবর্ষের অত্যন্ত হিতের সম্ভাবনা তাহার কারণ এই২ প্রথমতঃ যে সময়ে ভারতবর্ষের উত্তরকালীন বন্দোবস্তের আন্দোলন হইতেছে এবং যে সময়ে রাজমন্ত্রী ও পালিমেণ্ট এতদ্দেশের তাবদ্বিষয়ক সম্বাদের অমুসন্ধান করিতেছেন এমত সময়ে তিনি তথায় উপস্থিত হইয়াছেন । দ্বিতীয়তঃ রামমোহন রায় এতদ্দেশের তাবদ্বিষয় স্থজ্ঞাত এতদ্দেশে যাহার২ আবশুক তাহা ও তৎপ্রাপণের উপায় তিনি অভিজ্ঞ গবর্ণমেণ্টের কিরূপ চাইল তাহ অবগত আছেন । এবং সংপ্রতিকার রাজকৰ্ম্ম নিৰ্ব্বাহকরণেতে যে কলঙ্ক থাকে তাহাতেও তাহার বিজ্ঞতা আছে এবং যে২রূপ মতাস্তর করিলে ভারতবর্ষের উন্নতি হইবে তাহাও তিনি জ্ঞাপন করিতে ক্ষম বটেন । তৃতীয়তঃ রামমোহন রায় স্বদেশীয় লোকেরদের সর্বপ্রকারে হিতৈষী এবং যাহাতে র্তাহার বোধে ভারতবর্ষের অমঙ্গল হয় এমত তিনি কোন পরামর্শ দিবেন না এমত কোন প্রস্তাব করিবেন না এই প্রযুক্ত র্তাহার পরামর্শ অনেকেরি অতিগ্রাহ হইবে । এবং বিশেষতঃ তিনি যে এতৎসময়ে ইঙ্গলগুদেশে গমন করিয়াছেন ইহা ভারতবর্ষের অতিশুভসূচক অনুমান করিলাম । সতীর বিষয় রামমোহন রায়ের কোন উক্তিদ্বারা যে নিম্পন্ন হইবে এমত আমারদের বোধ নয় তদ্বিষয় শ্ৰীযুত রাজমন্ত্রিরা আপনারদের ভদ্রাভদ্র জ্ঞানানুসারেই সম্পন্ন করিবেন । ( ২৪ সেপ্টেম্বর ১৮৩১ । ৯ আশ্বিন ১২৩৮ ) - বাবু রামমোহন রায় –সংপ্রতি প্রকাশিত কস্যচিদ্বিশ্বাসস্য ইতি স্বাক্ষরিত পত্রে লেখক জিজ্ঞাসা করেন যে শ্ৰীযুত বাবু রামমোহন রায়ের বিলায়ত গমনে ভারতবর্ষের মঙ্গল কি অমঙ্গল হইবে এই প্রশ্নে উত্তরঘটিত অতিদীর্ঘ এক পত্র আমরা প্রাপ্ত হইয়াছি তাহাতে লেখক লেখেন যে এই পত্র অবিকল আমরা প্রকাশ করি । তাহা করিতে আমরা ক্ষম নহি যেহেতুক তাহাতে রামমোহন রায়ের ঘরের কথাসম্বলিত অনেক প্লানি আছে অতএব ঐ পত্র প্রকাশ করা আমারদের উপযুক্ত বোধ হয় না । ইহার পূর্বে আমরা অনেকবার চন্দ্রিকাগ্রকাশক