পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमीiष्ङ 8نتي سيا মহোৎসবে তাহারদিগের আত্মীয় তাবৎ লোক নিমন্ত্রিত হইয়া আগমন করিবেন অনুমান করি কেবল খ্ৰীযুত রাধাপ্রসাদ রায় ইহাতে বঞ্চিত হইবেন যেহেতু তিনি পিতার নিয়মের অন্যথা করিতে পরিবেন না কেননা আমরা অনেক দিবসাবধি শুনি নাই যে রামমোহন রায় কোন স্থানে প্রতিম দর্শন করিতে গিয়াছিলেন কিন্তু প্রায় বিশ বৎসরের পূৰ্ব্বে দেবপূজা করিতেন এবং অনেক স্থানে দর্শনার্থ গমন করিয়াছিলেন তাহা এতন্নগরেই দেখা শুনা গিয়াছে —চন্দ্রিকা । ( ২৯ অক্টোবর دههٔ ১৪ কাৰ্ত্তিক ১২৩৮) বাবু রামমোহন রায় –সংপ্রতি ইঙ্গলগু দেশহইতে আগত সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে শ্ৰীযুত বাবু রামমোহন রায় শ্ৰীযুত কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদেরকতৃক অতি সমাদরপূর্বক গৃহীত হইয়াছেন এবং সংপ্রতি আডিসকোম স্থানে যুদ্ধ শিক্ষকেরদের পরীক্ষা দর্শনার্থ তাহারদের সঙ্গে তথায় গমন করিয়াছেন । ভারতবর্ষের গবর্ণমেণ্টের বিষয়ে বাবুর অভিপ্রায়বিষয়ক অমূলক কতক প্রস্তাব ইঙ্গলওঁীয় সম্বাদপত্রে প্রকাশিত হওয়াতে বাবু টাইম্সনামক সম্বাদপত্রসম্পাদকের নিকটে এক পত্র প্রেরণ করিয়া এই নিবেদন করিয়াছেন যে এতদ্বিষয়ে আপনার কিঞ্চিৎকাল ক্ষাস্ত থাকুন ভারতবর্ষে স্থাপিত গবৰ্ণমেণ্টের বিষয়ে আমার যাহা বক্তব্য তাহ অল্পকালের মধ্যে এক ক্ষুদ্র পুস্তক প্রকাশ করিয়া ব্যক্ত করিতেছি । ( ১২ নবেম্বর ১৮৩১ । ২৮ কাৰ্ত্তিক ১২৩৮ ) বাবু রামমোহন রায় —অত্যন্তালাদপূৰ্ব্বক জ্ঞাপন করিতেছি যে ঐযুক্ত আনরবিল কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের কতৃক শ্ৰীযুত বাবু রামমোহন রায়ের নিমিত্ত সন্ত্রমস্থচক এক মহাভোজ প্রস্তুত হইয়া তাহাতে আশী জন সাহেব নিমন্ত্রিত হন । অপর কোম্পানি বাহাদুরের সভাপতি ঐ ভোজে অধ্যক্ষস্বরূপ উপবেশন করেন এবং শ্ৰীযুত বাবু রামমোহন রায় তাহার বামপাশ্বে উপবেশিত হন। অপর যথারীতি রাজাপ্রভৃতিরদের মদ্যপানাদি হইলে ঐ সভাপতি গাত্ৰোখানপূর্বক রামমোহন রায়ের সম্মানার্থ পান করিতে সকলকে আহত করিলেন পরে তিনি ঐ অতিশিষ্টবিশিষ্ট বিজ্ঞ ব্রাহ্মণের নানাগুণোংকীৰ্ত্তনানন্তর ভারতবর্ষের হিতার্থে তাহার যে সকল উদ্যোগ তৎপ্রস্তাব করিলেন। তৎপরে কহিলেন যে রামমোহন রায়কে আদর্শক জ্ঞান করিয়া অন্য২ অতিশিষ্টবিশিষ্ট জ্ঞানি মানি মহাশয়েরা যে ইঙ্গলগু দেশে আগমন করিবেন এমত আমারদের দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে। অতএব রামমোহন রায় ইঙ্গলও দেশে কিপর্য্যন্ত মান্ত হইয়াছেন তাহা এতদেশীয় পাঠক মহাশয়েরদের এতদ্বারা স্বগোচর হইবে ।