পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ । 8Ն{t হইয়াছেন ভারতবর্ষের আদালতসম্পৰ্কীয় নিয়মের যে প্রশ্ন হয় তাহার উত্তর সেপ্তেম্বর মাসের প্রথমেই প্রায় সম্পন্ন হইয়াছিল এবং তিনি যখন এই সকল বিষয়ের উত্তর বিস্তারিতরূপে প্রস্তুত করিবেন তখন দেওয়ানী ও ফৌজদারী জমীদার প্রভৃতির তাবরিয়ম তন্মধ্যে স্থপ্রকাশিত হইবে । উক্ত আছে যে জুরীর দ্বারা মোকদম নিষ্পন্নকর ও আদালতসম্পৰ্কীয় এতদ্দেশীয় ব্যক্তিরদিগকে নিযুক্তকর ও ইউরোপীয় সাহেবেরদের সহকারি এতদেশীয় জজ নিযুক্তকরা ও তাবদ্বিষয়ের প্রকৃত রেজিষ্টরী রাখা ও তাবৎ দেওয়ানী ফৌজদারী আইনের সংহিতাকর ও পারস্তের পরিবর্তে ইঙ্গরেজী ভাষা ব্যবহার হওনপ্রভৃতি এতদ্দেশের নানা সৌষ্ঠবস্থচক প্রস্তাব তিনি করিয়াছেন । শ্ৰীযুত দিল্লীর বাদশাহের স্থানে শ্ৰীযুত রামমোহন রায় যে রাজা খ্যাতি প্রাপ্ত হন তাহাতে শ্ৰীযুত ইঙ্গলণ্ডের বাদশাহের মন্ত্রিগণ স্বীকৃত হইয়াছেন এবং তৈমুরবংশের বংশধরের উকীলস্বরূপে তিনি শ্ৰীযুত ইঙ্গলগুধিপকতৃক সংগৃহীত হইয়াছেন অতএব শ্ৰীযুত বাদশাহের মুকুটধারণ মহোৎসবসময়ে ইউরোপের নানা রাজার প্রতিনিধিরদের নিমিত্ত যে আসন নির্দিষ্ট হইয়াছিল তাহাতে শ্ৰীযুত রাজা রামমোহন রায়কে স্থান দেওয়া গেল । অতএব উক্ত রাজাজীউর বিলায়ত গমনেতে ভারতবর্ষের মঙ্গল সম্ভাবনা যে পূর্বে আমরা লিথিয়াছিলাম এইক্ষণে তাহার স্বফলের লক্ষণ হইতেছে পাঠক মহাশয়েরদের ইহাতে স্পষ্ট বোধ হইবে। এবং রামমোহন রায়ের ধৰ্ম্মাবলম্বনবিষয়ে যদ্যপি এতদ্দেশীয় লোকেরদের সম্মতির অনৈক্য থাকে তথাপি রায়জী যে এতদেশীয় অতিবিজ্ঞ ব্যক্তিরদের মধ্যে শ্রেষ্ঠ এবং ভারতবর্ষের হিতার্থ যে উত্তম পরামর্শ দিতে ক্ষমতাপন্ন ইহাতে কাহারে বিপ্রতিপত্তি নাই । অতএব যে সময়ে ইঙ্গলগু দেশে ভারতবর্ষের উত্তরকালীন বন্দোবস্তস্বরূপ মহাব্যাপারবিষয়ক আন্দোলন হইতেছে এবং যে সময়ে রামমোহন রায়ের সদ্বিবেচনা ও বহুদৰ্শিতার প্রকৃত ফলের সম্ভাবনা এমত সময়ে তাহার বিলায়তে গমনহওয়াতে আমরা এতদ্দেশের সৌভাগ্য জ্ঞান করিলাম।‘’ ( ১২ জাকুয়ারি ১৮৩৩ । ১ মাঘ ১২৩৯ ) ১৮৩২ সালের বর্ষফল ।.জুন, ২০ —ভারতবর্ষীয় বিষয়সম্পৰ্কীয় হোস অফ কমন্সের প্রতি শ্ৰীযুত রামমোহন রায় যে প্রশ্নোত্তর লিখিয়াছেন তাহ কলিকাতার সম্বাদপত্র ও দর্পণে প্রকাশহওয়াতে এতদ্দেশীয় অনেক সম্বাদপত্রমধ্যে অবিকল অর্পণ হইয়া তাহার উক্তিবিষয়ক অনেক বাদাকুবাদ হয় । ( ৩ নবেম্বর ১৮৩২ । ১৯ কাৰ্ত্তিক ১২৩৯ ) শ্ৰীযুত রামমোহন রায় —আমারদের দৃষ্ট হইতেছে যে অনেকেই উন্মত্ততাপূর্বক লিখিয়াছেন যে শ্ৰীযুত রামমোহন রায় ইঙ্গলওঁীয় এক বিবিসাহেবকে বিবাহকরণার্থ উষ্ঠত হইয়াছেন। কলিকাতায় রায়জীর এক স্ত্রী আছে এবং তিনি প্রকাশরুপে হিন্দুশাস্ত্রের কোন বিধি