পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९३ মংবাদ পত্রে মোকালের কথা আগ্রাতে ইঙ্গরেজী ভাষাশিক্ষার্থ যত ছাত্র নিযুক্ত তদপেক্ষা দ্বিগুণ ছাত্রেরা পারস্যাভ্যাস করিতেছে । আলাহাবাদের বিদ্যালয় দিনই অতিক্ষীণ হইতেছে যেহেতুক সেইস্থানে এমত কথিত হইতেছে যে ইঙ্গরেজী বিদ্যাতে কিছু মাত্র লাভ নাই সন্ত্রম ও উপায়ের বিদ্যাই পারস্য । বরিশাল ও ঢাকা ও রঙ্গপুর প্রভৃতি যে২ স্থানে চাদার দ্বারা ইঙ্গরেজী পাঠশালা স্থাপন হইয়াছে সৰ্ব্বত্রই উক্তরূপ অনর্থক হইতেছে । ( ২৭ জুন ১৮৩৫ । ১৪ আষাঢ় ১২৪২ ) হিন্দু কালেজ —শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু। শ্ৰীযুত ডাক্তর গ্রান্ট [ ? Tybler ] সাহেব এই স্থানহইতে গমনের পর কলিকাতার লিটেরেরি গেজেটসম্পাদক শ্ৰীযুত রিচর্ডসন সাহেব ও টাকশালের অধ্যক্ষ শ্ৰীযুত কনিয়ম | Curnin ] সাহেবের মধ্যে বিভাগ হইয়াছে প্রথমোক্ত সাহেব লিখনের রীতি ও কাব্য ও ইতিহাস বিষয়ের শেষোক্ত সাহেব ক্ষেত্রমাপক বিদ্যার শিক্ষা দিতেছেন এই দুই সাহেব যেরূপ ব্যগ্রতাপূৰ্ব্বক কৰ্ম্ম করিতেছেন তাহাতে স্পষ্ট দৃষ্ট হইতেছে যে এতদেশীয় লোকেরদিগকে বিদ্যা প্রদান করিতে র্তাহারদের কিপর্য্যস্ত আকুরাগ ।. ২০ জুন ১৮৩৫ ৷ এস । ( ২৩ মার্চ ১৮৩৯ । ১১ চৈত্র ১২৪৫ ) আমরা দৃষ্টি করিয়া আহলাদিত হইলাম যে হিন্দু কলেজের শিক্ষক কাপ্তেন ডি এল রিচার্ডসন সাহেব শ্ৰীলশ্ৰীযুক্ত ডেপুটি গবর্ণরের মোসাহেব [ Aid de-cuup ] হইয়াছেন ঐ সম্বাদ অনেকেই শ্রতমাত্র আমোদিত হইবেন তাহার উত্তম গুণ জন্য এতং কৰ্ম্ম হইয়াছে —জ্ঞানান্বেষণ । ( ৪ মে ১৮৩৯ । ২২ বৈশাখ ১২৪৬ ) শ্ৰীযুত কাপ্তান রিচার্ডসন –অবগত হওয়া গেল যে শ্ৰীযুত কাপ্তান রিচার্ডসন সাহেব হিন্দুকালেজের প্রধান শিক্ষকতা পদে নিযুক্ত ছিলেন তিনি ঐ বিদ্যালয়ের এতদ্দেশীয় অধ্যক্ষ মহাশয়েরদের সম্পূর্ণ সম্মতিক্রমে প্রধান তত্ত্বাবধারকতা কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন । ( ১৫ আগষ্ট ১৮৩৫ ৷ ৩১ শ্রাবণ ১২৪২ ) বৰ্দ্ধমানের মৃতমহারাজ যে হিন্দুকলেজের প্রধান গবরনর ছিলেন আমরা শুনিতেছি ত্রযুত যুব মহারাজও তাহার পিতার সেই পদ প্রাপ্ত হইলেন –জ্ঞানান্বেষণ ।