পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जघाiछ 8%-4 ৯ জুলাই । সতী নিবারণের বিপরীতে ভারতবর্ষস্থ হিন্দুপ্রজাদিগের আপীল শুনিবার কারণ শনিবারে এগার ঘণ্টার সময় হোয়াইট হালে কৌন্সেল চেম্বরে শ্ৰীশ্ৰীযুত বাদশাহের প্রিবি কৌন্সেলের বৈঠক হইল. । রাজা রামমোহন রায়ও উপস্থিত ছিলেন... । চন্দ্রিকা । ( ১২ জানুয়ারি ১৮৩৩ । ১ মাঘ ১২৩৯ ) ১৮৩২ সালের বর্ষফল ।.জুলাই, ১১ —শ্ৰীলশ্ৰীযুত বাদশাহ হজর কৌন্সেলে এই হুকুমত্রুমে সতীধৰ্ম্মপক্ষীয় আবেদনপত্রের ডিসমিস হয় । ( ২ ফেব্রুয়ারি ১৮৩৩ । ২২ মাঘ ১২৩৯ ) রাজা রামমোহন রায় –ভারতবর্ষীয় লোককতৃক খ্ৰীষ্টীয়ান লোকের মোকদ্দমার বিচারকর এবং তিন রাজধানীতে জুষ্টিস অফ পীসের কৰ্ম্ম করা এবং গ্রান্দজুরীতে নিযুক্তহওনের ক্ষমতা অপণার্থ অল্প দিন হইল ইঙ্গলগু দেশে যে ব্যবস্থা নিৰ্দ্ধাৰ্য্য হয় তদ্বিষয়ক রাজা রামমোহন রায়ের এক পত্র গত রবিবারের রিফার্মরপত্রে [২৭ জানুয়ারি ] প্রকাশিত হয় । ঐ পত্রের উপকারকত এই ষে রাজা রামমোহন রায়ের বিলায়তে গমনেতে ভারতবর্ষের কিপৰ্য্যন্ত মঙ্গল । ঐপত্র অতিবাহুল্যপ্রযুক্ত দর্পণে অর্পণ সম্ভবে না। এবং ঐ ব্যবস্থা নিৰ্দ্ধাৰ্য্য হইয়াছেপ্রযুক্ত রাজা রামমোহন রায়ের পত্রের উক্তি প্রকাশকরণের তাদৃশ আবগুকতা নাই । ( ৯ মার্চ ১৮৩৩ । ২৭ ফাঙ্কন ১২৩৯ ) রাজা রামমোহন রায় —ইঙ্গলগু দেশহইতে শেষাগত সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে উক্ত রাজা এইক্ষণে ফ্রান্স দেশে গমন করিয়াছেন পরে ইউরোপের অন্যান্য দেশ পরিভ্রমণ করিবেন। ( ১৬ মার্চ ১৮৩৩ । ৪ চৈত্র ১২৩৯ ) রাজা রামমোহন রায়ের নূতন গ্রন্থ —রাজাজী ইঙ্গলও দেশে অবস্থিতকরণসময়ে বেদের প্রধান পুস্তকাদির এক তর্জমা পুনর্বার মুদ্রাঙ্কিত করিয়া প্রকাশ করিয়াছেন। ( ১১ ডিসেম্বর ১৮৩৩ । ২৭ আগ্রহায়ণ ১২৪° ) রাজা রামমোহন রায় —রাজ রামমোহন রায়ের তাবদ্বাৰ্ত্তাবিষয়ক তাহার স্বদেশীয় লোকেরদের শুশ্ৰুষা বোধে লগুননগরস্থ রাজকীয় আসিয়াটিক সোসৈটির বৈঠকে শ্ৰীযুত কোলক্ৰক সাহেবের প্রতি সোসৈটির বাধ্যতা স্বীকারকরণ বিষয়ে তিনি যে প্রস্তাব করিলেন তাহা আমরা অত্যাহ্নাদপূৰ্ব্বক জ্ঞাপন করিতেছি। লগুননগরস্থ ভারতবর্ষীয় বিদ্যাবিষয়ে