পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఉత সংবাদ পত্রে মোকালের কথা যা হতে প্রকাশ দেশে নানা বেদ বিধি । হরিলেক কালচোর হেন গুণনিধি ॥ বার শত চল্লিশ সনে ইঙ্গলওঁীয় দেশে । কবিবার আশ্বিনের স্বাদশ দিবসে ॥ মান্দ্রাজের যন্ত্রে করে এই মুদ্রাঙ্কিত । তদৃষ্টে প্রকাশ করি হইয়া খেদিত ॥ ( ২৬ মার্চ ১৮৩৪ । ১৪ চৈত্র ১২৪০ ) রাজ রামমোহন রায় —y প্রাপ্ত রাজা রামমোহন রায় মহাশয়ের নীচেলিখিত বিষয় পাঠ করিতে পাঠক মহাশয়েরা অনেকেই উৎসুক হইবেন । - # পশ্চাৎ স্বাক্ষরিত আমরা v প্রাপ্ত রাজা রামমোহন রায়ের অশেষ গুণ যাহাতে চিরস্মরণীয় হয় এমত উপায় বিবেচনাকরণার্থ আগামি ৫ আপ্রিল শনিবার বেল তিন ঘণ্টাসময়ে টেনহালে ৮ প্রাপ্ত রাজার মিত্ৰগণের সমাগমার্থ সমাবেদন করিতেছি । জেমস্ পাটল । দ্বারকানাথ ঠাকুর । জান পামর । টি প্লেীড়ন । রসময় দত্ত। ডবলিউ এস ফার্বস। ডবলিউ আদম । জে কলেন । জে ইয়ং। কালীনাথ রায়। প্রসন্নকুমার ঠাকুর । শ্ৰীকৃষ্ণ সিংহ । হরচন্দ্র লাহিড়ি । লক্ষীনারায়ণ মুখে । লঙ্গইবিল ক্লার্ক। রষ্টমজি কওয়াসজি । আর সি জিনকিন্স । ডি মাকফালন । এ ত্রয়র । এচ এম পার্কর ৷ ডবলিউ আর ইয়ং। তামস ই এম টর্টন। উলিয়ম কব হরি । ডবলিউ কার । সি ই ত্ৰিবিলয়ন । ডেবিড হার । মথুরানাথ মল্লিক। রমানাথ ঠাকুর । রাজচন্দ্র দাস । জি জে গার্ডন। জেম্স সদলণ্ড । সি কে রাবিসন । ডি মাকিণ্টায়র। ডবলিউ এচ স্মৌণ্ট সাহেব । ( ৫ এপ্রিল ১৮৩৪ ৷ ২৪ চৈত্র ১২৪০ ) বাবু রাধাপ্রসাদ রায় —কএক দিবস হইল চন্দ্রিকণসম্পাদক লিখিয়াছিলেন মৃত রামমোহন রায়ের জ্যেষ্ঠ পুত্ৰ শ্ৰীযুত রাধাপ্রসাদ রায় হিন্দুরদিগের শাস্ত্রানুসারে তাহার শ্রাদ্ধাদি করিয়াছেন ইহাতে হরকরা হেরেলর্ড ফিলান্থপিষ্ট সম্পাদক মহাশয়ের তাহ অমূলক বলিয়াছেন কিন্তু আমারদিগের বোধ হয় ঐ সকল ইঙ্গরেজি পত্র সম্পাদক মহাশয়েরা যাহার নিকট শুনিয়াছেন সে ব্যক্তি মুিথ্যা কথা বলিয়াছে চন্দ্রিকাসম্পাদকের অভিপ্রায় যাহাই থাকুক কিন্তু তাহার লিখিত বিষয় অমূলক নহে অতএব আমরা উচিত বোধ করিয়া এবিষয় প্রকাশ করিলাম, —জ্ঞানান্বেষণ ।