পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ இஒs ( ৯ এপ্রিল ১৮৩৪ ৷ ২৮ চৈত্র ১২৪০ ) রাজা রামমোহন রায় –৮ প্রাপ্ত রাজা রামমোহন রায়ের স্বজন পরজনগণ গুণকারি গুণগণ যাহাতে উপযুক্তমতে চিরস্মরণীয় হইতে পারে তদ্বিবেচনাকরণার্থ গত শনিবারে তাহার বন্ধুগণ টেনহালে এক সভা করিলেন । তাহাতে শ্ৰীযুত সার জন গ্রান্ট সাহেব সভাপতি হইয়া অত্যন্ত বাকপটুতাপূৰ্ব্বক কাৰ্য্যারম্ভ করিলেন। আমারদের খেদ হয় যে তদ্বিবরণসকল স্থানাভাবপ্রযুক্ত দর্পণে অর্পণ করিতে পারিলাম না। তিনি স্বয়োক্তির শেষে কহিলেন এইক্ষণে আমি যৎকার্য্যে নিযুক্ত আছি ইহাঅপেক্ষা অধিক অনুরাগ বা সন্ত্রমের কার্য্যে কখন নিযুক্ত হই নাই। তৎপরে শ্ৰীযুত পাটল সাহেব এই প্রস্তাব করিলেন রামমোহন রায়ের পাণ্ডিত্য ও পরহিতৈষিতা গুণের বিষয়ে এবং নীতি ও বিদ্যা বিষয়ে স্বদেশীয় লোকেরদের অবস্থার সৌষ্ঠবকরণার্থ এবং সামান্ততঃ স্বদেশীয় লোকের মঙ্গল বৃদ্ধিকরণার্থ যে বহুতর উদ্যোগ করিয়াছিলেন তদ্বিষয়ে এই সভাগত মহাশয়েরা যে মহানুভব করেন সেই অনুভব যে উপায়েতে উত্তমরূপে প্রকাশ পায় এমত উপায়ের দ্বারা রাজা রামমোহন রায়কে চিরস্মরণীয় করা উচিত এমত আমারদের বোধ হয় । এই প্রস্তাবে শ্ৰীযুত বাবু রসিকলাল মল্লিক অত্যুত্তম বক্তৃতাপূৰ্ব্বক পৌষ্টিকতা করিলেন এবং সকলই তাহাতে সম্মত হইলেন । পরে শ্ৰীযুত পার্কর সাহেব যে প্রস্তাব করিলেন তাহাতে শ্ৰীযুত টর্টন সাহেব সর্বসম্মত পোষকতা করিলেন তাহ এই যে । এই বৈঠকের অভিপ্রেত সিদ্ধকরণার্থ এক চাদ করা যায় এবং উত্তরকালে ধনদাতৃবর্গের নিকটে যে নিয়মের প্রস্তাব হইবে তাহার ছয় সপ্তাহের পরে তাহারা স্বয়ং বা অন্যের দ্বারা যেমত জ্ঞাপন করিবেন তদনুসারে কার্য্য হইবে । তৎপরে শ্ৰীযুত সদলণ্ড সাহেব যে প্রস্তাব করিলেন তাহাতে শ্ৰীযুত ব্রামলি সাহেব সৰ্ব্বসম্মত পোষকতা করিলেন । তাহা এই যে নীচে লিখিতব্য সাহেবলোকের কমিটিস্বরূপ নিযুক্ত হইয়া টাকা সংগ্ৰহ করিবেন এবং তাবৎ ভারতবর্ষহইতে চাদার টাকা সংগ্রহের উপযুক্ত সময় গত হইলে তাহারা স্বাক্ষরকারিরদের এক বৈঠক করিয়া তাহার শেষ করিবেন। সার জন গ্রান্ট । জন পামর । জেমস পাটল । টি প্লেীড়ন । এচ এম পার্কর । ডি মাকফার্লন । টি ই এম টর্টন । রষ্টমজি কওয়াসজি । মথুরানাথ মল্লিক। জেম্স সদলণ্ড ৷ কর্ণল ইয়ং। জি জে গর্ডন । এ রাজস। জেমস কিড। ডবলিউ এচ স্মৌণ্ট । ডি হের । কর্ণল বিচর । দ্বারকানাথ ঠাকুর । রসিকলাল মল্লিক। বিশ্বনাথ মতিলাল । শুনিয়া অত্যন্তাপ্যায়িত হইলাম ঐ বৈঠকের সময়েই পাঁচ ছয় হাজার টাকা পৰ্য্যন্ত চাদায় স্বাক্ষর হইয়াছিল ।