পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৯২ মাংবাচক •रय रञ्मखाएङ्ख्य 歌敏前 ( ১২ এপ্রিল ১৮৩৪ । ১ বৈশাখ ১২৪১ ) রামমোহন রায়ের শ্রাদ্ধবিষয়ক – “রাধাপ্রসাদ রায় প্রায়শ্চিত্ত করিয়া পর্ণ নর দাহ করিয়া ত্রিরাত্র অশৌচ ব্যবহারপূর্বক অর্থাৎ যথাকর্তব্য হবিষ্যান্ন ভোজন উত্তরীয় বসন ধারণ কুশাসনে শয়ন আমিষ বর্জন দ্বারে২ ভ্রমণ হিন্দুর স্যায় তাবৎ আচরণ করিয়াছেন ইহা সপ্রমাণ কারণ শ্ৰীযুত দেওয়ান দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু মথুরানাথ মল্লিক ও শ্ৰীযুত বাবু কালীনাথ মুন্সীপ্রভৃতি রায় সাহেবের দলভূক্ত ভক্ত প্রধান শিষ্য বিশেষ বিখ্যাত সাহেবলোকের নিকট সম্মানিত ব্যক্তিদিগকেই সাক্ষি মানিলাম যদি হরকরাসম্পাদক অনুগ্রহ করিয়া উক্ত বাৰু তাবৎকে কিম্বা তাহারদিগের মধ্যে দুই এক জনকে পত্র লেখেন র্তাহারা ষে উত্তর প্রদান করিবেন তাহাতে আমারদিগের কথা সপ্রমাণ হইবেক. এইক্ষণে গবর্ণমেণ্টের সংস্কৃত কলেজের এক জন অধ্যাপক শ্ৰীযুত রামচন্দ্র বিদ্যাবাগীশ ভট্টাচাৰ্য্য এখানে বর্তমান আছেন তিনি ঐ শ্রান্ধের প্রায়শ্চিভ এবং যথাকর্তব্য তাবৎ কর্থের ব্যবস্থাপকু বিশেষ রায়জীর প্রিয় শিষ্য অবশু পোষ্য বহু এবং ব্রহ্মসভার বেদপাঠক তাহাকে জিজ্ঞাসা করিলেও জানিতে পারিবেন। --রাধাপ্রসাদ রায় এইক্ষণে শ্রাদ্ধ করিয়া বাটীহইতে কলিকাতার বাসায় আসিয়াছেন তাহাকে হরকরাসম্পাদক মহাশয় এক চিঠ লিখুন যে তুমি হিন্দুর মতে তোমার পিতার শ্রাদ্ধ করিয়াছ কি না তিনি এই পত্রের যে উত্তর লিখিবেন হরকরা মহাশয় আপন পত্রে তাহাই অবিকল প্রকাশ করিলে সৰ্ব্বসাধারণের নিকট কে মিথ্যাবাদী তাহা সপ্রমাণ হইবেক । —চন্দ্রিকা । ( ২৩ এপ্রিল ১৮৩৪ । ১২ বৈশাখ ১২৪১ ) ইঙ্গলিসমেন সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে রাজা রামমোহন রায়ের চিরস্মরণার্থ চাদায় যে টাকা সংগ্ৰহ হইয়াছে তাহার সংখ্যা ৮০ ০০ । ( ৩০ এপ্রিল ১৮৩৪ । ১৯ বৈশাখ ১২৪১ ) রাজা রামমোহন রায় – প্রাপ্ত রাজা রামমোহন রায়ের চিরস্মরণার্থ এতদেশীয় যে মহাশয়ের চাদায় স্বাক্ষর করিয়াছেন তাহারদের নাম পশ্চাল্লিখিত হইল । দ্বারকানাথ ঠাকুর 概 哪 鲇 ૬ જ જ > a o a মথুরানাথ মল্পিক 峻 曾 * 經 @ 橡 У o o o রষ্টমজি কওয়াসজি, * * * 食 多雕 ૨ઉ ૦ প্রসন্নকুমার ঠাকুর શ જ ક્ર 曼 攀 多 * У о о о রায় কালীনাথ চৌধুরী 总 经受 , * * * 5 e o o রামলোচন ঘোষ 登 射 曾 叠 缘 馨 У о о