পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8షిd ( ১১ জানুয়ারি ১৮৩২ । ২৮ পৌষ ১২৩৮ ) শ্ৰীযুত লার্ড উলিয়ম বেষ্টাঙ্ক ও দিল্লীর বাদশাহ —শ্ৰীযুত বড় সাহেব শ্ৰীযুত দ্বিতীয় আকবর সাহের সহিত সাক্ষাৎ না করিয়া দিল্লী অতিক্রম করেন। ইঙ্গরেজী সম্বাদ পত্রে ইহার নানা কারণ দর্শান গিয়াছে কিন্তু তাহার কোন কারণ বিশ্বসনীয় বোধ হয় না । কিন্তু ঐ সকল কারণের মধ্যে সৰ্ব্বাপেক্ষ যাহা অতিঅবিশ্বসনীয় তাহা এই যে শ্ৰীযুত বাবু রামমোহন রায় এইক্ষণে ইঙ্গলগু দেশে শ্ৰীযুত বাদশাহের পক্ষে গবর্ণমেণ্টের এক ডিক্রীর আপীলের উদ্যোগ করিতেছেন। এই বিষয়ে আমারদিগের ষেপৰ্য্যস্ত বোধ তাহাতে দৃষ্ট হয় যে দিল্লীর চতুর্দিগে বার্ষিক বার লক্ষ টাকা উৎপাদক জায়গীর দিল্লীর রাজপরিজনেরদের ভরণপোষণার্থ নিযুক্ত হইয়াছিল। পরে গবর্ণমেণ্ট ঐ জায়গীরের সরবরাহ কৰ্ম্ম আপন হস্তে গ্রহণ করিয়া রাজবংশুেরদিগকে বার্ষিক নগদ বার লক্ষ টাকা করিয়া দিলেন। এইক্ষণে ঐ ভূমিতে অধিক টাকা উৎপন্ন হয় এবং তাহ ব্রিটিস গবর্ণমেণ্ট স্বহস্তে রাখিয়াছেন । বোধ হয় যে এই নিয়মের বিষয়ে শ্ৰীযুত বাদশাহ ইঙ্গলণ্ড দেশের রাজমন্ত্রিরদের প্রতি অভিযোগ করিয়াছেন । ( ४ खून sv७७ । २8 8छाछै २२8० ) দিল্লীর বাদশাহের দরবার। রাজা রামমোহন রায় –কিঞ্চিৎকাল হইল ক্রযুত বাদশাহের মন্ত্রী রাজা সোহন লাল এবং ঐ দরবারের এক ব্যক্তি খোজা জাকুত আলী খার পরস্পর অত্যন্ত দ্বেষ পৈশুন্য আছে সংপ্রতি এক দিবস তাহারা বাদশাহের সমক্ষেই পরম্পর অনেক কটুকটুব্য করিলেন। ঐ বিবাদে কিছু ক্ষতিবৃদ্ধি হইতে পারে না যেহেতুক বাদশাহ এইক্ষণে ছায়ামাত্রপ্রায় কিন্তু রাজা রামমোহন রায় বাদশাহের উকীল স্বরূপ ইঙ্গলগু দেশে গমন সময়ে ৭০ ০০০ টাকা প্রাপ্ত হন এই কথা ঐ বিবাদকালেই প্রকাশ পায় অতএব কেবল এতদৰ্থই আমরা ঐ বিবাদের প্রসঙ্গ করিলাম। ঐ উভয় ভদ্র ব্যক্তির দ্বারা যে কথা প্রকাশ হয় তাহা নীচে লেখা যাইতেছে। রাজা সোহন লাল অত্যস্ত তুচ্ছ তাছুলারূপেই ঐ খোজাকে কহিলেন আমি তোমাকে সামান্য এক জন চোপদারের ন্যায় জ্ঞান করি তুমি কেবল আপনার কাৰ্য্য দেখ অন্য বিষয়ে হাত দিও না ইহাতে খোজা অত্যন্ত রাগজালিত হইয়া মন্ত্রিকে কহিলেন যে আমিও তোমাকে অতিক্ষুদ্র জ্ঞান করি বাদশাহের তাবৎ হুকুম আমার প্রতি হয় পশ্চাৎ সেই হুকুম আমি তোমার প্রতি করি। তুমি কে তুমি কেবল কালিকার এক ব্যক্তি আধুনিক তুমি নবাব নওয়ারিস শার এক জন চাকর ছিলা পরে ঐ মুনীবকে অপদস্থ করিয়া তাহার কৰ্ম্ম পাইয়াছ তুমি বাদশাহের কি উপকার করিয়াছ তুমি ৭•,••• টাকা ব্যয় করিয়া রামমোহন রায়কে বিলাম্বতে পাঠাইয়াছ বটে কিন্তু তাহাতে কি ফলোদয় হইয়াছে।