পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সgপ্রাদপত্রে সেনকাল্ডেনৰ কথা ولهة8 ( ১২ জুন ১৮৩৩ । ৩১ জ্যৈষ্ঠ ১২৪০ ) শ্ৰীযুত রাজ রামমোহন রায় —গত সপ্তাহের দর্পণে রাজা রামমোহন রায়ের বিষয়ে আমরা যাহা লিখিয়াছিলাম তদ্বিষয়ে আমারদের পরমমিত্র সহযোগি চন্দ্রিকণসম্পাদক মহাশয়ের ভ্ৰমাত্মক বোধ হইয়াছে আমরা কোন সময়ে রামমোহন রায়ের নামাদিতে কেবল শ্ৰীযুত প্রয়োগ করাতে তিনি বোধ করিয়াছেন যে রাজা রামমোহন রায়ের প্রতি আমারদের বিরাগ জন্মিয়াছে। কিন্তু আমরা তাহাকে নিতান্ত কহিতেছি যে তন্নামান্তে রাজা পদ না লেখা কেবল অনবধানতাপ্রযুক্তই হইয়াছে । আমরা তাহাকে রাজা বলিয়া যে লিখিয়া থাকি তাহার কারণ এই যে দিল্লীর শ্ৰীযুত বাদশাহ রামমোহন রায়কে রাজোপাধি প্রদান করিয়াছেন এবং ইঙ্গলগু দেশের রাজদরবারেও তিনি তদুপাধিক নামে গৃহীত হন। রাজা রামমোহন রায় উকীলস্বরূপে বাদশাহের দরবারহইতে যে ৭০,০০০ টাকা প্রাপ্ত হইয়াছেন এই সম্বাদ আমরা আগরা আকবরহইতে গ্রহণ করিয়াছিলাম। যদ্যপি চন্দ্রিকাসম্পাদক মহাশয় ঐ প্রকরণ মনোযোগপূর্বক পাঠ করিতেন তবে দৃষ্ট হইত যে দিল্লীর দরবারের খোজা ঐ দরবারের মন্ত্রির প্রতি অভিযোগ করিয়া কহিলেন যে তুমি রাজা রামমোহন রায়কে উক্ত সংখ্যক টাকা দিয়াছ । যদ্যপি ঐ টাকা রাজাজী লইয়াও থাকেন তথাপি ইঙ্গলগু দেশে যাত্রা করাতে র্তাহার যে পরিশ্রম ও ব্যয় হইয়াছে কেবল তদুপযুক্ত মাত্রই পাইয়াছেন অতএব এতদ্বিষয়ে রাজাজীকতৃক যে কিছু ফলোদয় হয় নাই আমারদের এই উক্তিতে চন্দ্রিকাসম্পাদক মহাশয় উল্লসিত আছেন কিন্তু তাহার ইহাও স্মৰ্ত্তব্য ষে ঐ উক্তিও খোজার । অস্মদাদির বোধ হয় যে রায়জী ইঙ্গলগুদেশগত হইয়া উক্ত বাদশাহের ও স্বদেশীয়েরদের অনেক মঙ্গল করিয়াছেন । ( ২১ ডিসেম্বর ১৮৩৩ । ৮ পৌষ ১২৪০ ) রাজা রামমোহন রায় —ইঙ্গলগু দেশে রাজ রামমোহন রায়ের গমন বিষয়ে এবং দিল্লীর রাজবাটীর ব্যাপার বিষয়ে দিল্লী গেজেটে কএক প্রস্তাব উল্লিখিত হইয়াছে তাহাতে অবশ্য পাঠক মহাশয়েরদের শুশ্রীষা হইবে । তাহাতে বোধ হইল যে দিল্লীর দরবার নানা দলাদলিতে বিভক্ত আছে এবং বাদশাহের অতিপ্রিয় তৃতীয় পুত্র যুবরাজ শ্ৰীযুত সিলিম ও শ্ৰীমতী রাণীর প্রিয়তম পুত্র যুবরাজ শ্ৰীযুত বাবর ইহঁারাই মোঙ্গলের সাম্রাজ্যে এইক্ষণে যাহা আছে তাহার কাৰ্য্য চালাইতেছেন কথিত আছে যে র্তাহারা আপনারদের নিজ ব্যয়ার্থ প্রতি মাসে ১০ • • • টাকা করিয়া লইতেছেন অথচ সিংহাসনের প্রকৃতোত্তরাধিকারী আলি আহেদ ঐ বংশের সৰ্ব্বাপেক্ষ মান্য অথচ সুশিক্ষিত ব্যক্তি বহুকালাবধি পিতার নিকটে অত্যপমানিত হইয়া আছেন তিনি উক্ত সংখ্যক টাকার অৰ্দ্ধেকও পান না যাহা পান তাহাও কোম্পানিবাহাদুর তাহার প্রতি নিযুক্ত করিয়া দিয়াছেন। ঐ পত্রের লেখক আরো লেখেন যে বৰ্ত্তমান বাদশাহের পৌত্রেরদের মধ্যে কেহ২ মাসিক এক শত টাকার অধিক প্রাপ্ত হন না এবং