পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 85% বাদশাহের ভাতৃপুত্র এবং মাতৃঘলীয় ও পিতৃম্বশ্ৰীয় ও অন্তান্ত বহিরঙ্গ কুটুম্বের তৈমুর বংশু হইয়াও এক জন মসালচির মাহিয়ানার তুল্য বেতন এবং বাদশাহের বাবুর্চিখানা হইতে কিঞ্চিং২ পোলাও পাইয়া কোনরূপে কালযাপন করিতেছেন। আরো কথিত আছে যে রাজা রামমোহন রায়কে ইঙ্গলও দেশে ওকালতী খরচ দেওনার্থ ঈদৃশ দুবিধ ব্যক্তিরদের উপরেও দাওয়া হইতেছে। এবং কথিত আছে যে রাজ রামমোহন রায়ের ওকালতী খরচ বাদশাহের মাসে অনূ্যন ২০০০ টাকা লাগিতেছে। রাজাজীর ইঙ্গলগু দেশে গমনের অভিপ্রায় এই ঐ বাদশাহের সঙ্গে যে প্রাচীন সন্ধিপত্র আছে তন্নিয়ম প্রতিপালন করা যায়। ঐ সন্ধিপত্রে লিখিত ছিল যে দিল্লী প্রদেশে যে রাজস্ব উৎপন্ন হইবে তাহ শ্ৰীযুত বাদশাহেরই থাকিবে । তথাপি অনেকে বোধ করেন যে রাজাজীর বহুকালবিধি ইঙ্গলগু দেশে থাকনের তাৎপৰ্য্য এই যে বাদশাহের রাজ সিংহাসনের উত্তরাধিকারিত্বের পরিবর্তন হইয়া ঐ উত্তরাধিকারী র্তাহার জ্যেষ্ঠপুত্র না হইয়া তৃতীয় পুত্র হন কিন্তু শুনিয়া অত্যস্ত আপ্যায়িত হইলাম যে হরকরা সম্পাদক অতিপ্রামাণিক ব্যক্তির দ্বারা নিশ্চয় করিয়াছেন যে রাজ রামমোহন রায় বাদশাহের সিংহাসনের উত্তরাধিকারিত্বের পরিবর্তৃক ব্যাপার বিষয়ে কোন প্রকারেই প্ৰবৰ্ত্ত নহেন তদ্বিষয় তাহার স্বপ্নেও চিস্তিত হয় নাই । ( ২৫ মে ১৮৩৩ । ১৩ জ্যৈষ্ঠ ১২৪০ ) শ্ৰীযুত দিল্লীর বাদশাহকতৃক উপাধি প্রদান –কএক সপ্তাহ হইল সম্বাদপত্র পাঠ করিয়া অবগত হইলাম যে ব্রিটিস গবর্ণমেণ্টের অনুমতিব্যতিরেকে শ্ৰীযুত দিল্লীর বাদশাহ উপাধি প্রদান করাতে গবৰ্ণমেণ্ট কিঞ্চিদ্বিরক্ত হইয়াছেন । এইক্ষণে মফঃসল আকবর পত্রে তাহার সবিশেষ কিঞ্চিং জ্ঞাত হওয়া গেল। . অপর ঐ পত্রে যে কথোপকথন প্রস্তাব লিখিত আছে তন্দ্বারা বোধ হয় যে শ্ৰীযুত রামমোহন রায়ের ইঙ্গলও দেশে গমনের উপরে শ্ৰীযুত দিল্লীর বাদশাহের অনেক নির্ভর আছে । তদ্বিষয় ঐ পত্রে লেখে যে ঐ রাজার প্রতিনিধিস্বরূপ এইক্ষণে লণ্ডন নগরে বর্তমান বাবু রামমোহন রায়ের বিষয়ে রাজদরবারে অনেক কথোপকথন উত্থাপিত হইল তাহাতে শ্ৰীযুত বাদশাহ কহিলেন যে রাজকর বৃদ্ধিবিষয়ক আজ্ঞা প্রকাশ হইলেই তাহাতে আমার দৃঢ় প্রত্যয় হইতে পারে পূৰ্ব্বে হইবে না। অতএব ইহাতে বোধ হইতেছে যে ব্রিটিস গবর্ণমেণ্টকতৃক বাদশাহ যে বৃত্তি ভোগ করিতেছেন এইক্ষণে বাবু রামমোহন রায়ের দ্বারা তাহার বৃদ্ধির প্রতীক্ষায় আছেন । 행 ( ১০ আগষ্ট ১৮৩৩ । ২৭ শ্রাবণ ১২৪০ ) শ্ৰীযুত দিল্লীর বাদশাহ —মফসল আকবরের দ্বারা অবগত হওয়া গেল যে দিল্লীর শ্ৰীযুত রেসিডেন্টসাহেব শ্ৰীযুত রাজা সোহনলালের সমভিব্যাহারে সংপ্ৰতি দিল্লীর শ্ৰীযুত বাদশাহের "స్క్రీ)