পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जकाiखा 8ఫెస్ట్రి টাকাপৰ্য্যন্ত বুদ্ধি করিতে প্রস্তাব করিয়াছিলেন এইক্ষণে তাহা লইতে এবং অতিরিক্ত দাওয়া ত্যাগ করিতে স্বীকার করিয়াছেন । নৃনাধিক বার মাস হইল তিনি ঐ টাকা গ্রহণ করিতে অস্বীকৃত ছিলেন সংপ্রতি কহিতেছেন যে এইক্ষণে রামমোহন রায়ের লোকান্তরহওয়াতে আর অধিক প্রাপণের ভরসা নাই সুতরাং ঐ টাকাই লইতে হইল । ( ৪ জুন ১৮৩৬ । ২৩ জ্যৈষ্ঠ ১২৪৩ ) রাধাপ্রসাদ রায় –রাজ রামমোহন রায়ের পোষ্যপুত্র ষে কোম্পানি বাহাদুরের কেরাণী হইয়াছেন ইহাতে ঐ বাবুর ঐশ্বৰ্য্য বৃদ্ধি হইবে এই কথা বলিয়া ফ্রেণ্ড অফ ইণ্ডিয়া সম্পাদক মহাশয় কহেন পোষ্যপুত্রের ঐশ্বৰ্য্যবৃদ্ধি ও শ্ৰীযুত রাধাপ্রসাদ রায়ের দিল্লীতে নৈরাশ এই দুই বিষয় বিবেচনা করিতে অত্যন্ত অসদৃশ জ্ঞান হয় দিল্লীর শ্ৰীযুত বাদশাহ অলঙ্ঘ্য প্রতিজ্ঞ করিয়া বলিয়াছিলেন র্তাহার পেনসিয়নেতে যাহা বৃদ্ধি হইবে রাজা রামমোহন রায় পুত্র পৌত্ৰাদিক্রমে তাহার দশাংশের একাংশ পাইবেন এবং শ্ৰীযুত বাবু রাধাপ্রসাদ রায়ও তদৰ্থে অনেক দিবসপৰ্য্যস্ত দিল্লীতে উপাসনা করিতেছেন কিন্তু পরিশেষে যে সম্বাদ আসিয়াছে তাহাতে বোধ হয় তাহার আশা সফল হইবেক না ঐ বাদশাহ ব্যবস্থার বাহিরেই আছেন এবং বোধ হয় এইক্ষণে সন্ত্রমের বাহিরেও থাকিতে চাহেন রাজা রামমোহন রায়ের পরিবারেরা কেবল বাদশাহের সন্ত্রমের প্রতি নির্ভর করিয়াই টাকা প্রাপ্তির প্রত্যাশ করেন কিন্তু বাদশাহ জ্ঞান করেন রাজা রামমোহন রায়ের মরণেতেই তিনি খালাস পাইয়াছেন। শ্ৰীযুত রাধাপ্রসাদ রায় প্রতি মাসেতেই দিল্লীর দরবারে উপস্থিত থাকেন কিন্তু এপর্য্যস্ত র্তাহার প্রার্থনা সিদ্ধির কোন চিহ্নই দেখেন নাই এইক্ষণে বাদশাহের মরণাবস্থা হইয়াছে তিনি মরিলে রাজা রামমোহন রায়ের পরিবারেরা একেবারেই নিরকাজক্ষ হইবেন —জ্ঞানান্বেষণ । ( ৪ ফেব্রুয়ারি ১৮৩৭ । ২৩ মাঘ ১২৪৩ ) দিল্লীর শ্ৰীলশ্ৰীযুত বাদশাহের মুশাহের বৃদ্ধি —উক্ত শ্ৰীযুক্ত বাদশাহের উকীল হইয়া ৬/ প্রাপ্ত রামমোহন রায় ইগুলণ্ডে গমন করিয়াছিলেন তিনি ঐ বাদশাহের মুশাহের মাসে ২৫• • • অর্থাৎ বার্ষিক ৩ লক্ষ টাকাপৰ্য্যস্ত বৃদ্ধিকরণের চেষ্টা করিয়া তাহাতে কৃতকাৰ্য্য হইয়াছিলেন। অবগত হওয়া গেল যে উক্ত বাদশাহের মুশাহেরা বৃদ্ধিকরণের এই নিয়ম হইবে যে উত্তরকালে ঐ বাদশাহ বা তদীয় কোন পরিজন ইঙ্গলওঁীয় বাদশাহের প্রতি আর কোন দাওয়া না করেন। ইঙ্গলওঁীয় রাজকৰ্ম্মকারকের ৪ বৎসরঅবধি উক্ত প্রকার মুশাহেরা বৃদ্ধি স্থির করিয়াছেন কিন্তু অবগত হওয়া গেল যে কেবল বর্তমান বৎসরের প্রথমেই তাহার দান আরম্ভ হইবে। দিল্লীর শ্ৰীযুক্ত বাদশাহ রামমোহন রায়ের সঙ্গে এই বন্দোবস্ত করিয়াছিলেন যে রাজবংশের নিমিত্ত যত টাকা বৃদ্ধি করিতে পারিবেন তাহার দশমাংশ আপনাকে ও আপনার পুত্র পৌত্রাদিক্ৰমে পরিবারকে দেওয়া যাইবে। এইক্ষণে রামমোহন