পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծa8 • মgবাদপত্রে মেনকালের কথা ( ২ জুলাই ১৮৩৬ । ২০ আষাঢ় ১২৪৩ ) রামমোহন রায়ের পুত্ৰ –শ্ৰীযুত সর জন হবহোঁস সাহেবকতৃক সংপ্ৰতি যে হিন্দু যুব ব্যক্তি ইঙ্গলগুদেশে সিবিলসম্পৰ্কীয় কর্ঘ্যে নিযুক্ত হইয়াছেন তাহার নাম রাজা তিনি ভরামমোহন রায়ের পোষ্যপুত্র এইক্ষণে র্তাহার বয়ঃক্রম বিংশবর্ষ হইতে পারে যেহেতু তিনি ঐ পালক পিতার সমভিব্যাহারে ৬ বৎসর হইল বিলাতে গমন করিয়াছেন গমনসময়ে তাহার চতুর্দশবর্ষ বয়ঃক্রম ছিল। প্রথমে ঐ বেচার পিতৃমাতৃ বিহীনহওয়াতে সিবিলসম্পৰ্কীয় শ্ৰীযুত ডিক সাহেবকতৃক প্রতিপালিত হইয়াছিলেন ঐ সাহেবের সহিত রামমোহন রায়ের অতিপ্রণয়প্রযুক্ত সাহেবের লোকান্তর পরে তাহাকে রায়জী পোষ্যপুত্র স্বীকার করিয়াছিলেন । —আগ্রী আকবর ! ( ১৭ ডিসেম্বর ১৮৩৬ । ৪ পৌষ ১২৪৩ ) # ৮রামমোহন রায়ের পুত্ৰ –গত ১০ আগস্ত তারিখের ইঙ্গলওঁীয় এক সম্বাদপত্রে লেখে রামমোহন রায়ের যে পুত্র এতদেশে সিবিলসম্পৰ্কীয় কাৰ্য্যে নিযুক্ত হইয়াছেন তিনি এইক্ষণে স্কটলণ্ডে পরিভ্রমণ করিতেছেন এবং ১ আগস্ত তারিখে শ্ৰীযুত লার্ড লিনডাক [Tword Lyndock) সাহেবের সঙ্গে সাক্ষাৎকরাতে শ্ৰীযুত সাহেব তাহাকে অতিসমাদরপূর্বক গ্রহণ করিয়া স্বীয় বাটীর নিকটবর্তি আশ্চৰ্য্য বিষয়সকল দেখাইলেন । ঐ সম্বাদপত্রে লেখে রায়জীর পুত্রের বয়ঃক্রম অষ্টাদশ বা বিংশ বর্ষ হইবেক এবং বিলক্ষণ বুদ্ধিমান কএক বৎসরাবধি ইঙ্গলণ্ডে বিদ্যোপার্জন করিয়াছেন । ( ২৬ মে ১৮৩৮ । ১৪ জ্যৈষ্ঠ ১২৪৫ ) শেষাগত ইউরোপীয় সম্বাদ ।.vপ্রাপ্ত রামমোহন রায়ের পুত্র ভারতবর্ষে প্রত্যাগমন করিবেন এমত কল্প আছে। পূৰ্ব্বে একবার তাহাকে ভারতবর্ষের মধ্যে সিবিল সম্পৰ্কীয় কৰ্ম্ম দেওনার্থ অঙ্গীকার হইয়াছিল কিন্তু নিযুক্ত করা যায় নাই পরে শ্ৰীযুত সর জন হবহোঁস সাহেবের অর্থাৎ বোর্ড কান্দ্রোলের আফীসে র্তাহাকে কেরাণিগিরি কৰ্ম্ম দেওনার্থ প্রস্তাব হইয়াছিল ফলে তাহাও বিফল হইয়াছে। * ( ১৮ আগষ্ট ১৮৩৮ । ৩ ভাদ্র ১২৪৫ ) রাজা রামমোহন রায়ের পুত্র –এই সপ্তাহে জাবানামক জাহাজ ইঙ্গলগু দেশহইতে পহুছিয়াছে রাজা রামমোহন রায়ের যে পুত্র পিতার সঙ্গে বিলাতে গমন করিয়াছিলেন তিনি এই জাবা জাহাজে এতদ্দেশে প্রত্যাগত হইয়াছেন । এই যুব ব্যক্তিকে শ্ৰীযুত সর জন হবহোঁস সাহেব এতদেশীয় সিবিল সম্পৰ্কীয় কৰ্ম্মে নিযুক্ত করিতে ইচ্ছুক হইয়াছিলেন কিন্তু তদ্বিষয়ে শ্ৰীযুত কোর্ট অফ ভৈরেক্তস সাহেবের নিতান্ত অসম্মত হইলেন ।