পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8 BDD TYY BBB BCCC ষষ্ঠ বেণীশদেশীয় সদাগরের যাত্রা । ডিউক । রাজেন্দ্রনাথ সেন । সায়লাক । উমাচরণ মিত্র । এণ্টেণনীয় । গোবিন্দচন্দ্র দত্ত । পসীয়া । অভয়াচরণ বসু । গ্রেসীএন । রাজনারায়ণ দত্ত । বেশেনীয় রাজেন্দ্র বস্থ । নেরিস রাজেন্দ্র মিত্র । সেলিরিণ গোপাল মুখুয্যে । সপ্তম নেলিগ্রে । গোবিন্দচন্দ্র দত্ত তাহার বক্তৃতা করিবেন । অষ্টম তামাসাকরণেচ্ছু । পেটণ্ট । কালীক্লষ্ণ ঘোষ । ডাউলাস । গিরীশ ঘোষ । নবম ইতিহাস । ভূবনমোহন ঠাকুর তাহা করিবেন । আমরা বোধ করি কলেজের পরীক্ষার প্রসঙ্গ লিখনকালীন অদ্য রাত্রিতে যে কলেজের পুরোবৰ্ত্তি পুষ্করিণীর চতুদিগে বাজী দাহসময়ে আলোকেতে দক্ষিণ দিগ প্রকাশ করিবে এ বিষয় লেখা অসঙ্গত হয় না পাঠকবর্গ জানিতে পারেন কলেজের বর্তমান ছাত্র এবং পূৰ্ব্বকার ছাত্র ও শিক্ষক অধ্যক্ষ এবং কালেজ সম্পৰ্কীয় ব্যক্তিরা চাদার দ্বারা এই বা জীদাহের ব্যয় নিৰ্বাহ করেন এবং শুনিতেছি এবংসর চাদতে পুৰ্ব্ববৎসরাপেক্ষা প্রায় দ্বিগুণ সাত শত টাকা সংগ্ৰহ করিয়াছেন অতএব বোধ করি আদ্য রাত্রিতে বাজীর তামাসা ভারি হইবে কিন্তু যাহাতে নিকটস্থ গৃহাদিতে অগ্নি সংযোগ না হয় এতদৰ্থে পোলীসের লোকেরদের উচিত হয় তৎকালীন সাবধান থাকিবেন —জ্ঞানান্বেষণ । ( ৫ মে ১৮৩৮ ৷৷ ২৪ বৈশাখ ১২৪৫ ) ( কোন পত্রপ্রেরক নিকটহইতে ) হিন্দুকালেজ —উক্ত বিদ্যাগারের বার্ষিকী পরীক্ষণ এবং পারিতোষিক পুস্তক বিতরণ কাৰ্য্য গত ২৮ তারিখে বেলা প্রায় ১১ ঘণ্টা সময় টৌনহালের উপরিস্থ প্রধান প্রকোষ্ঠে সমাধা হইয়াছিল । তৎকালে কতিপয় সম্রাস্ত ইঙ্গরেজ ও ভাগ্যবন্ত বাঙ্গালি মহাশয় উপস্থিত হন বিশেষতঃ শ্ৰীশ্ৰীযুত রাইট রিবেরেগু লার্ড বিসোপ সাহেব ও শ্ৰীযুত আনরবল সর এডবার্ড রৈয়ন সাহেব ও ত্রযুত আর ডি মাঙ্গল সাহেব ও শ্ৰীযুত ডি মাকফালন সাহেব ওঁ শ্ৰীযুত জে সি সি সদরলণ্ড সাহেব ও শ্ৰীযুত ডি হ্যার সাহেব ৮০২৩ গেং ২) ৮৬? *: