পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মকৃত্য ( ১৩ নবেম্বর ১৮৩০ । ২৯ কাৰ্ত্তিক ১২৩৭ ) রাসঘাত্রা —এই রাসযাত্রা উৎসব ইতস্ততে হইয়া থাকে বিশেষতঃ পানিহাটিতে শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ রায় চৌধুরী স্বীয়ভবনে প্রতিবৎসরে অবিচ্ছেদে ঐ মহোৎসব করিয়া থাকেন এবং তাহার গঙ্গাতীরের রাস্তাতে কি ইউরোপীয় কি এতদেশীয় লোকেরদিগকে লইয়া যথেষ্ট আমোদ করেন এবং চারি বৎসরাবধি আমি নিয়ত অতিথিরূপে সেইস্থানে গমন করিয়া অতিশয় সন্তুষ্ট হইয়া দেখিলাম যে তত্রস্থ তাবদ্বিষয় অতিমনোরঞ্জক যেহেতুক পূৰ্ব্বদিকৃস্থ কুঠরীতে নানাবিধ ভোজ্য সামগ্রী প্রস্তুত থাকে অতএব সেইস্থানে অনেক২ বিবি ও সাহেবলোকের গত মাত্রই সমাদৃত হন এবং সেই স্থানহইতে প্রস্থানকরণের পূৰ্ব্বে ঐ বাবু তাহারদিগকে কিঞ্চিৎ ভোজনাদি করিতে বিনয় করেন । তদ্ভিন্ন নীচের তলাহইতে বহুবাদ্যকরকৃত অতিস্বপ্রাব্য বাদ্যধ্বনি শ্রত হওয়া যায় এবং এতদেশীয় ইতর লোকেরদের সন্তোষার্থ বাঙ্গালা নাচ হইয়াছিল এইরূপে বাবু রায় চৌধুরী কি ইতর কি শিষ্ট কি ধনী কি দরিদ্র আপামর সাধারণ সকলকেই সমানরূপে সন্তুষ্ট করেন এবং যদ্যপি তাহার বাটী কলিকাতা ও বারাকপুরহইতে দূর না হইত অর্থাৎ অৰ্দ্ধ পথ মধ্যে তবে এইক্ষণে যত সাহেবলোকেরা তথায় উৎসব দর্শনার্থ গমন করেন এতদপেক্ষও অধিক তাদৃশ লোকের সমাগম হইত। কিন্তু যদ্যপিও অল্প সাহেবলোকেরা তথায় উৎসব দর্শনার্থ গমন করেন তথাপি তাহারা সকলেই বাবু রাজকৃষ্ণ রায়চৌধুরীর মিষ্টালাপেতে আনন্দিত হন। ঐ বাবু বিংশ কি একবিংশ বর্ষবয়স্ক ও ইঙ্গরেজী বিদ্যা অভ্যাস করিতেছেন এবং তিনি ইউরোপীয় ও এতদ্দেশীয় মান্ত লোকেরদিগকে সমাদরপূর্বক গ্রহণ করিতেছেন। প্রথম নাচ রবিবারের রাত্রিতে হওয়াতে কোন খ্ৰীষ্টীয়ান লোক সেইস্থানে উপস্থিত ছিলেন না এবং সোমবারেও নহে যেহেতুক অনবরত বৃষ্টি হইয়াছিল কেবল শ্রুতহওয়া যাইতেছে যে শ্ৰীযুত মহারাজ শিবকৃষ্ণ বাহাদুর ও র্তাহার ভ্রাতা শ্ৰীযুত রাজা দেবীকৃষ্ণ উপস্থিত ছিলেন কিন্তু মঙ্গলবার রাত্রিতে বৃষ্টি রহিতহওয়াতে অনেক২ সাহেব ও বিবি সাহেবেরা কেহ বা একাকী কেহ বা আপনার পরিজনসহিত তথায় উপস্থিত তন্মধ্যে তিন জন সৈন্তাধ্যক্ষ সাহেব ছিলেন এবং অনেক শিষ্ট বিশিষ্ট বাবুলোকেরা উপস্থিত তন্মধ্যে অতিগুণাকর শ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর এবং তদ্ধান্ধব শ্ৰীযুত বাবু কৃষ্ণসখী ঘোষ ও পরিচারক এক জন সমভিব্যাহারে উপস্থিত ছিলেন ঐ মহারাজ তথায় অবস্থিতিকরণসময়ে তাবন্নিমন্ত্রিত মান্ত লোকেরদের সহিত মিষ্টালাপ করিয়াছিলেন । কস্যচিজুবজনস্ত । ( ৩ আগষ্ট ১৮৩৩ । ২০ শ্রাবণ ১২৪০ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু। জিলা নবদ্বীপের মাজিস্ত্রেট স্ক্রযুত আর সি হলকট সাহেবের স্থবিচারকতা ও বিচক্ষণতাদর্শনে অত্যন্ত আনন্দিত হইয়া লিখিতেছি... ।