পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रं ©☾ জন্য ধন্যবাদ করিয়াছিলেন মাত্র। যদি বল রাজার আচার ব্যবহার বিদ্যা ধৰ্ম্ম প্রচারে তাহারা যত্নবান আছেন ইহাতে কি রাজপ্রিয় হয় না। উত্তর কদাচ নহে তৎপ্রমাণ এতদ্দেশে মিসনরি মহাশয়েরদিগের আগমন হইয়াছে বিশ বৎসরাবধি হইবেক ইহাতে প্রায় দুই শতাধিক লোক খ্ৰীষ্টিয়ান হইয়া থাকিবেক তাহারা তদাচার ব্যবহার ধৰ্ম্মযাজন করিতেছে তন্মধ্যে কেহ রাজার প্রিয় পাত্র এমত প্রকাশ পায় নাই অতএব প্রজা সকল স্ব২ ধৰ্ম্ম যাজন করিয়া স্বথে থাকে ইহাতেই রাজার তুষ্টি আছে। তবে যদি ধৰ্ম্মদ্বেষি মহাশয়র এতদ্দেশীয়েরদিগের ধৰ্ম্ম কৰ্ম্ম আচার ব্যবহার পরিবর্তনকরণে নিতান্তই ইচ্ছুক হন তবে গবর্ণমেণ্টকে ক্লেশ না দিয়া আমারদের পরামর্শে প্রবৃত্ত হউন তাহাতে অভিলাষ পূর্ণ হইতে পারিবেক ধৰ্ম্ম নাশেজুক দলের প্রধান মহাশয়েরদিগের অভিলাষ অনেক প্রকাশ পাইয়াছে যে দুর্গোৎসবাদি প্রতিমা পূজা না হয় পিতৃ মাতৃ শ্ৰাদ্ধ তৰ্পণাদি তাবৎ লোক রহিত করে সজ্ঞানপূর্বক কাহার গঙ্গায় মৃত্যু না হয় ব্রাহ্মণের কৌলীন্য মৰ্য্যাদা উঠিয়া যায় সস্ত্রীক হইয়া সভায় গমনাগমন হয় আর বিধবা স্ত্রীর পুনৰ্ব্বার বিবাহ হইতে পারে এই এক ভারি অভিলাষ ইহাতে আমরা বলি তাহারা প্রথমতঃ আপনারাই সাহসিক হইয়া এই সকল কৰ্ম্মে প্রবৃত্ত হউন কেন না কিম্বদন্তী আছে “মহাজনোযেন গত: স পন্থাঃ” যেমন শ্ৰীযুত রামমোহন রায় অগ্ৰে বিলাত গমন করিলেন ইহার পরে কি আর কেহ যাইবে না এবং অন্য২ ব্যক্তির গমনোদযোগ কি শ্রুত হইতেছে না অতএব ইত্যবধানে আপনার নিজ২ ভবনের বিধবাদিগের বিবাহ দেউন এবং স্ত্রী লইয়া সভায় গমনাগমন করুন তদৃষ্টে অনেকেই তৎপশ্চাদগামী হইবেক । যদি বল সন্ধ্যাবন্দনাদি ও পিতৃ মাতৃ শ্ৰাদ্ধাদি র্তাহারা বহু দিবস ত্যাগ করিয়াছেন কিন্তু অদ্যাপি কেহ তদ্ধারাবাহিক কৰ্ম্ম করে না। উত্তর তাহারা সম্পূর্ণরূপে করেন না কেন না মুখে বলেন পুত্তলিকা পূজা করা গৰ্হিত কৰ্ম্ম কিন্তু আপন বাটতে প্রতিমা পূজা ও শ্রাদ্ধাদি করিয়া থাকেন তবে যদি মন্ত্র গুলি না পড়েন তাহ কে বিশ্বাস করে অতএব প্রতারণা পরিত্যাগপূর্বক সহসা সাহসী হইয়া এই অসমসাহসিক কৰ্ম্মে প্রবৃত্ত হইলে অভিলাষ পূর্ণ হইতে পরিবেক অতএব এমত সদুপায় সত্ত্বে সমাচার পত্রে লিথিয় রাজা প্রজাকে বিরক্ত করিবার আবশ্বক কি ...চন্দ্রিক । ( ২২ এপ্রিল ১৮৩৭ । ১১ বৈশাখ ১২৪৪ ) চরকপূজা –চরকপূজার অতিবৃণ্য ব্যবহার ১২ তারিখে দৃষ্ট হইল। ঐ দিবসীয় অপরাহ্ন সাড়ে পাঁচ ঘণ্টাসময়ে দক্ষিণ ইটালির রাস্তার পশ্চিম দিগবৰ্ত্তি প্রথম গলির মধ্যে রাধাকান্ত মুন্সীনামক এক ব্যক্তির ভূমিতে চরকগাছ প্রোথিত হইয়াছিল তৎসময়ে ঐ স্থানসমূহ সৰ্ব্বজাতীয় দিদৃক্ষু লোকেতে পরিপূর্ণ হইয়া অতিযুব এক ব্যক্তিকে পাক খাইতে দেখিতেছিল এবং তৎকালে ঐ মুনীর চাকরবাকর ও অন্যান্য অত্যন্ত কলরব করিতেছিল কিন্তু যে রজ্জতে সন্ন্যাসী ঘুরিতেছিল তাহা দৈবাৎ ছিড়ে যাওয়াতে ঐ ব্যক্তি বেগে গিয়া ৬০ হাত দূরে পড়িল পরে উঠাইয়া দেখা গেল যে শরীরটা একেবারে চুর্ণ হুইয়া গিয়াছে মুখখান পিণ্ডাকার প্রায়