পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& Shr সংবাদপত্রে মেকালেৰ কথা কহিতেছে দেপাক দেপাক তাহাতে প্রায় অৰ্দ্ধ ঘণ্টার পর ঐ চারি জন সন্ন্যাসিকে নামাইয়া দেখা গেল যে তাহারা সকলই মুমূর্যুপ্রায় বিশেষত উক্ত শিববেশ ধারী দীর্ঘ জটাজুটযুক্ত ফণিফণান্বিত ভাক্ত পরিব্রাজক অত্যস্ত রক্তাক্ত এবংচ তাহার যে স্থানে ঐ বাণ ভেদিত হইয়াছিল তথাকার মাংস প্রায় তাবৎ ছিড়িয়াছিল আর কিঞ্চিৎ কাল ঘূর্ণায়মান থাকিলে বোধ করি ঐ সন্ন্যাসী ছিড়িয়া পড়িয়া কতিপয় দিদৃক্ষুগণ সহিত নিধন হইত।.অন্মদাদির মানস যে ঐ প্ৰব্ৰজ্য এক কালীন প্রশমন না করিয়া তাহার আর২ তামাসা ও পূজা প্রভৃতি বজায় রাখিয়া কেবল বাণ ফোড়া ও চড়ক ঘোরা মাত্র রহিত আজ্ঞা করেন. ত্বদীয় শ্ৰীচু চূড়া নিবাসিনঃ। ( ৩০ মার্চ ১৮৩৯ । ১৮ চৈত্র ১২৪৫ ) চড়ক পূজা —আমরা পরমানন্দপূর্বক প্রকাশ করিতেছি যে নগরীয় শাস্তি রক্ষক মহোদয়ের আগমন এতদেশীয় চড়ক নামক পর্বোপলক্ষে এক অভিনব নিয়ম নির্দিষ্ট করিবেন কারণ আমরা শ্রত হইয়াছি যে শাস্তি রক্ষক মহোদয়ের গবর্ণমেণ্টহইতে এমত অনুমতি প্রাপ্ত হইয়াছেন যে র্তাহারা ঐ চড়কের কুনীতি সমূহ সংচ্ছেদনপূর্বক স্থনীতি সংস্থাপন করিবেন এই প্রযুক্ত র্তাহারা এই মানস প্রকাশ করিয়াছেন যে চড়কের সন্তাসিরা কালীঘাট হইতে কলুটোলা ও মেছোবাজারের রাজবক্স দিয়া আগমন করণের যে প্রথা আছে তাহার পরিবর্তে এমত আজ্ঞা করিবেন যে তাহারা উক্ত বত্ম দিয়া আগমন না করিয়া সারকিউলর রোড অর্থাৎ নূতন রাস্ত দিয়া আগমন করিবেক যেহেতুক ঐ রাস্তা অতিশয় সুদীর্ঘ ঐ পৰ্ব্ব আপ্রেল মাসের ১১ ও ১২ হইবেক এজন্য বোধ করি যে নগরীয় থানাসমূহের প্রতি এমত অনুমতি হইবেক যে তাহারা নগরের দক্ষিণাঞ্চলৈ না গমন করিয়া এই আজ্ঞানুসারে কার্য্য সমূহ ধাৰ্য্য করিবেক এই সংবাদের দ্বারা এমত বোধ হইতেছে যে উক্ত পর্বোপলক্ষে প্রজারদিগের পক্ষে অতিশয় সুখজনক হইয়াছে । কং মার্চ ২৫ [ কমার্শিয়াল অ্যাডভারটাইজার ] ( ৬ এপ্রিল ১৮৩৯ । ২৫ চৈত্র ১২৪৫ ) বিজ্ঞাপন —সম্বাদ দেওয়া যাইতেছে যে চড়কপূজা সময়ে ৮ কালী ঘাটহইতে যে সন্ন্যাসির শহরের মধ্যে দিয়া আসিত তাহারা পূৰ্ব্ব২ বৎসরের ন্যায় বর্তমান বৎসরে চৌরঙ্গী ও কসাই টোলার রাস্তা দিয়া আসিতে পারিবে না কিন্তু ভবানীপুর হইতে শহরের মধ্যে আইলে ভবানীপুরহইতে সরকিউলর বোর্ড অর্থাৎ বালির রাস্তা দিয়া নং ৯ সেদয়ার ফাড়ি অর্থাৎ মুনসির বাজার এবং নং ৮ অর্থাৎ রাজা রামলোচনের বাজার দিয়া গমন পূর্বক চিৎপুরপর্য্যস্ত পন্থছিবেক তথায় পহুছিয়া তাহারা উত্তর দিগে স্ব২ বাটতে চলিয়া যাইবে । কলিকাতা এফ ডবলিউ বট ৩ অাপ্রেল ১৮৩৯ ৷ পোলিসের সুপরিন্টেগুেণ্ট ।