পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম । - ৫২১ হইয়াছিল তৎসংখ্যা ৫ লক্ষের নূ্যন নহে এবং এই তীর্থ যাত্রাতে ব্ৰহ্মদেশহইতেও অধিকতর লোক আসিয়াছিল। ভারতবর্ষের চতুর্দিকহইতে বাণিজ্যকারি সওদাগর ও ক্ষুদ্র২ দোকানদারের যে ভূরি২ বিক্রেয় দ্রব্য আনয়ন করিয়াছিল তাহা লক্ষ টাকারো অধিক হইবে । ঐ মাসের ১৫ তারিখে যাত্রি লোকের স্বানপূজা ও দানাদি স্থান সঙ্কীর্ণতাপ্রযুক্ত অতিকষ্টে সম্পন্ন করিয়া প্রস্থান আরম্ভ করিল। এত জনতাতেও কোন প্রকার উৎপাত ও দাঙ্গণ হঙ্গম হয় নাই। যাত্রিরা সকলই বোধ করিলেন যে অতিদুপ্রাপ্য ধৰ্ম্ম লাভ করিয়া এইক্ষণে আমরা স্ব২ গৃহে প্রত্যাগমন করি । কিন্তু ঐ মাসের ১৬ তারিখে ঐ দেবালয়ে প্রাণিমাত্র রহিল না তাহার একাকী পড়িয়া থাকিতে হইল ।—হরকরা । ( ১০ ফেব্রুয়ারি ১৮৩৮ । ২৯ মাঘ ১২৪৪ ) গঙ্গাসাগরের মেলা –প্রতিবৎসরে গঙ্গাসাগরের যেমন মেলা হইয়া থাকে তদপেক্ষ এই বৎসরে অতি হইয়াছিল। ঐ স্থানে নুনাধিক ৭০ হাজার নৌকা জমা হয় এবং কথিত আছে ৬ লক্ষ লোক হইয়াছিল কিন্তু আমরা বোধ করি ইহা প্রকৃত না হইবে । তদ্বিষয়ে আমারদের এতদ্দেশীয় এক জন পত্রপ্রেরকের এক পত্র আমরা এই সপ্তাহে প্রকাশ করিলাম তিনি লেখেন ঐ মেলাতে প্রায় ২ লক্ষ লোক হইয়াছিল ইহা সম্ভব বটে । এবং এমত কথিত আছে যে ঐ স্থানে এতদ্দেশীয় বাণিজ্যদ্রব্য ১২ লক্ষ টাকার নূ্যন নহে বিক্রয় হইয়াছে। নানা দুৱ২ দেশ অর্থাৎ বোম্বাই অযোধ্য। শ্রীরমপটম লাহোর দিল্লী ও বঙ্গাদিপ্রদেশ এবং নেপাল ও ব্রহ্মদেশহইতে বহুতর লোক আসিয়াছিল । ( ১৫ ফেব্রুয়ারি ১৮৪০ । ৪ ফাল্গুন ১২৪৬ ) গঙ্গাসাগরের মেলা –গত জানুআরি মাসের ১২ তারিখে গঙ্গাসাগরের বার্ষিক মেলা হইয়াছিল তাহাতে যাত্রির সংখ্যা প্রায় গত বৎসরের তুল্য । যাত্রিরা ভারতবর্ষের চতুর্দিক হইতে কতক বা অতি দূর সীমা হইতে আগত হইয়াছিলেন তাহারা স্বানের কএক দিবস পূর্বাবধি একত্র হইয়া আপনারদের মুখ্যোদেশু স্নান পূৰ্ব্বাহ্নে সম্পন্ন করিয়া স্বং স্থানে প্রত্যাগমন করিলেন । - অপর তৎ সময়ে এতদেশীয় লোকেরদের মধ্যে ব্যবহার্য্য নানা দ্রব্য ক্রয় বিক্রয়ার্থ বহুতর ক্ষুদ্র২ দোকানঘর বাধা গিয়াছিল এবং কথিত আছে ঐ স্থানে বহুসংখ্যক টাকার দ্রব্য বিক্রয় হইয়াছে। কেহ কেহ কহেন ৬০.৭০ হাজার টাকার দ্রব্য কেহ কহেন তদধিকও হইবেক । পরন্তু ঐ মেলাতে বিশেষ ব্যাপার এই হয় যে বঙ্গভাষাতে মুদ্রাঙ্কিত অধিকসংখ্যক পুস্তক বিক্রয় হইয়াছে এবং যে২ দোকানে পুস্তক ছিল প্রত্যেক দোকান হইতেই প্রায় সমুদায় পুস্তক উঠিয়াছে । ჯyჯ,