পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હરર চনংবাদ পত্রে লোকানের কথা ( ২৪ জানুয়ারি ১৮৩৮ । ৮ মাঘ ১২৪৪ ) বৰ্দ্ধমানে মেল! —প্রতিবৎসর উত্তরায়ণ সংক্রাস্তির পর দিবস দামোদর নদের ধারে যেরূপ মেলা হইয়া থাকে এবারে গত শনিবারেও সেই রূপ হইয়াছিল চতুর্দিগে চারি পাচ ক্রোশ ব্যবহিত বাসি লোকেরা আসিয়া এই মেলাতে একত্র হয় এবং অনেকে ধৰ্ম্মজ্ঞানে দামোদরে অবগাহন করত জলপান করিয়া স্ব২ স্থানে প্রস্থান করে। এতদ্ভিন্ন বহু লোক মেলা দর্শনার্থই আসিয়া থাকেন। গত দিবস বেলা চারি ঘন্টার পরে ঐযুত যুবরাজ অমাত্যগণ সহিত গাড়ি আরোহণ পূর্বক মেলা স্থলে সমাগত হইয়া নদের ধারে২ ভ্রমণ করিতে লাগিলেন। এবং র্তাহার আহলাদার্থ অনেক টাকার সোলার পক্ষীইত্যাদি ক্রীত হইল । অনন্তর শ্ৰীযুত পাদরি সাহেবও সুযোগ বুঝিয়া ঐ লোকারণ্যের মধ্যে খ্রীষ্টের মঙ্গল সম্বাদ প্রকাশ করিতে লাগিলেন । মেলাতে আশ্চৰ্য্য এই যে বলদাকৃষ্ট গাড়ির উপর অনেক পান্ধী বসান গিয়াছিল এবং প্রত্যেক পান্ধীতে হিন্দু মোছলমান সাধারণ পাচ ছয় জন স্ত্রীলোক বসিয়া খড় খড়ীয়ার ছিদ্ৰ দিয়া কৌতুক দেখিতেছিলেন । কিন্তু খেদের বিষয় এই যে চোরের গোলের মধ্যে স্ত্রীলোক ও বান্সকদিগের আভরণ কাটিয়া নিয়া বহু প্রাণিকে রোদন করায় –কস্তচিৎ পাঠকস্ত । ( ১৭ জুলাই ১৮৩০ । ৩ শ্রাবণ ১২৩৭ ) মহাঘটাপূর্বক কন্যাদান –চু চূড়ানিবাসি শ্ৰীযুত বাৰু বিশ্বম্ভর হালদার কলিকাতানিবাসি ত্রযুত কালীকিঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্রকে গত ১৭ আষাঢ় বুধবার রাত্রিতে কন্যাদান করিয়াছেন ঐ বিবাহ উদ্ধাহতত্ত্বোক্ত বিধিবোধিত কৰ্ম্ম নিৰ্ব্বাহ হইয়াছে অর্থাৎ সংকুলীনে কন্যাদান করিয়া কন্যাকে তৎক্ষণাৎ এক তালুক দান করিয়াছেন ঐ তালুকের নাম লাট মুকুন্দপুর মতালকে জিলা হুগলি ২৩ মৌজার কাত সদর জমা ১৩৬৪-w১২। মুনাফা সালিয়ানা ৪• • • চারি হাজার টাকা এ প্রকারে বহুমূল্যের ভূমিদান করাতে দাতার অধিক বিচক্ষণত প্রকাশ হইয়াছে যেহেতুক ইহাতে কন্যা ও জামাতা একেবারে সংসার নির্বাহ নিমিত্ত অর্থ চিন্তায় নিশ্চিন্তু হইবেন । ধনি গোষ্ঠীপতির কৰ্ত্তব্য যে কুলভঙ্গ করিতে হইলে এপ্রকার সংস্থান করিয়া দিয়া সৎকুলীনে কন্যাদান করেন অপর কন্যাদান বিষয়ে সাধারণ জনশ্রুতি আছে পূৰ্ব্বে রাজার সংকুলীনে অৰ্দ্ধেক রাজ্য ও এক রাজকন্যা দান করিতেন এ বিষয়ও তাদৃশ জ্ঞান করিতে পারি যেহেতুক পাত্র চৈতল চন্দ্রশেখর বিদ্যালঙ্কারের সন্তান নৈকোষাভাবাপন্ন সংকুলীন বটেন হালদার বাবুর কন্যা যেপ্রেকার সুন্দরী ও মণিমুক্তাদি নানাভরণে ভূষিত হুইয়া সভায় আনীত হইয়াছিলেন তাহাকে দর্শন করিয়া কে না রাজকন্যার তুল্য। জ্ঞান করিয়াছিলেন পরস্তু চারি হাজার টাকার মুনাফার তালুকের মূল্য প্রায় লক্ষ টাকা হইবেক ইহা ভিন্ন স্বর্ণ রৌপ্যনিৰ্ম্মিত তৈজস ও বিবিধ প্রকার বসনভূষণ শয্যাদির মূল্য অল্প নহে অতএব ইহার সমুদ্ৰায়ের মূল্য অৰ্দ্ধেক রাজ্যের মূল্য তুল্য হইতে পারে . সমাচার চন্দ্রিক ]