পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՓՏ8 মংবাদ পত্রে মেকালেনর কথা বাহাদুর ও শ্ৰীশ্ৰীযুত নওয়াব সোঁলত জঙ্গ বাহাদুর ও আন্দুলের রাজা শ্ৰীযুত রাজনারায়ণ রায় ও শ্ৰীশ্ৰীযুত নাগপুরের রাজার উকীল ও অন্য২ প্রধান২ বাবুর। বুধবার রজনীতে ঐ সভায় সমাগত হইলেন এবং ইউরোপীয় সাহেবেরদের মধ্যে কোম্পানি বাহাদুরের সিবিল ও নেবাল ও মিলেটারিসম্পৰ্কীয় এত কৰ্ম্মকারক ও র্তাহারদের বিবি সাহেবের সমাগত হইলেন যে র্তাহারদের তাবতের নাম লেখা অসাধ্য... । - ( ২৫ ফেব্রুয়ারি ১৮৩২ । ১৪ ফাল্গুন ১২৩৮ ) শুভবিবাহ —আমরা লোকপরম্পরাবগত হইলাম গত ৩ ফালগুণ সোমবার রাত্রিতে শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুরের কন্যার শুভবিবাহ হইয়াছে শুনা গেল এই বিবাহে ঘটক কুলীনের বড় সমারোহ হইয়াছিল প্রসন্নকুমার বাবু বহুযত্নে এক জন নৈক্য কুলীনের সস্তান আনিয়া বিবাহ দিয়াছেন তাহারদিগের পৈতৃক ধারার কিছুই অন্যথা করেন নাই....। সং চং। ( ২৫ ফেব্রুয়ারি ১৮৩২ । ১৪ ফাল্গুন ১২৩৮ ) শুভবিবাহ —এতন্নগরের শ্ৰীযুত বাবু রূপলাল মল্লিকের প্রধান পুত্ৰ শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ মল্লিকের বিবাহ গত ৬ ফালগুণ শুক্রবার সম্পন্ন হইয়াছে ঐ বিবাহ মহাসমারোহপূর্বক নির্বাহ হয় যদ্যপিও রূপলাল বাবু আপন বিষয় বিভবানুসারে ব্যয় বাহুল্য করেন নাই তথাপি কল্লিকাতার বর্তমানাবস্থার সমৃদ্ধ ব্যাপার বলিতে হইবেক যেহেতু বিবাহোপলক্ষে যে যে বিষয়ে ব্যয়াবগুক তাহা তাবৎ করিয়াছেন অর্থাৎ লোকলৌকিকতানিমিত্ত পিতলের তৈজস বস্ত্র তৈল হরিদ্রাদি দ্রব্য বহুজনের ভবনে প্রেরণ করিয়াছেন এবং ২ ফাল্গুণঅবধি ৫ পৰ্য্যন্ত চারি রাত্রি মজলিস করিয়াছিলেন ইহাতে আহূত হইয় এতদ্দেশীয় এতন্নগরস্থ প্রায় সমস্ত প্রধান লোক এবং ইঙ্গলওঁীয় ও মুসলমানাদি অনেকের আগমন হইয়াছিল শুনিয়াছি বৈস প্রিসীডেন্ট শ্ৰীযুত সি মিডকেপ সাহেবেরও আগমন হইয়াছিল। অপর নর্তকীও উত্তমা২ ছিল বিবাহরাত্রে কন্যাকৰ্ত্তার ভবনে গমনকালে বরের সমভিব্যাহারে যে সকল রেশালার আবশ্যক তাহাও মন্দ হয় নাই কেননা মল্লিক বাবুর বাটঅবধি শ্ৰীযুত বাবু গোবিন্দচন্দ্র ধরের বাটপর্য্যন্ত বান্ধা রোসনাক্ট এবং নানাপ্রকার পাহাড় পৰ্ব্বত দালান নহবৎ নৰ্ত্তক নৰ্ত্তকীপ্রভৃতির বিবিধপ্রকার সং করিয়াছিলেন ইত্যাদি অতএব এই কৰ্ম্ম সামান্ত বলা যায় না তবে পূৰ্ব্বে২ যে কএক বিবাহ দেখা গিয়াছে তত্ত্ব ল্য নহে ইহা সত্য বটে কিন্তু শ্ৰীশ্ৰীপরমেশ্বরের নিকট প্রার্থনা করা যায় রূপলাল বাবু যে প্রকার করিয়া পুত্রের বিবাহ দিলেন ইহার মৃন কাহার না হয় কেননা, সময় বড় শক্ত উপস্থিত ইহার পর আর যে কেহ কোন কৰ্ম্ম বাহুল্যরূপে করিবেন এমত বুঝিতে পারি না। সং চং ।