পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢:bሙ মংবাদপত্রে মেনকালের কথা নক্ষত্ৰসকল দেদীপ্যমান হইয়াছে কিম্বা সপের পদদর্শন করা গেল অথবা পশ্চিমদিগে সুৰ্য্যোদয় হইল কিম্বা বহি শীতল হইলেন বা পৰ্ব্বতে পদ্ম বিকসিত দেখিয়াছেন ইত্যাদি অসম্ভব দর্শনে যেপ্রেকার লোক চমৎকৃত হইয়া থাকে উক্ত সম্পাদকের প্রায় সেইমত আশ্চৰ্য্য বোধ করিয়া মহাগোলযোগ উপস্থিত করিয়াছেন হায় কি ঘৃণার কথা প্রসন্নকুমার বাৰু অতি স্ববুদ্ধি বিদ্বান বিচক্ষণ বিখ্যাত বংশোদ্ভব বৈকুণ্ঠবাসি ৮ বাবু গোপীমোহন ঠাকুরের পুত্র যিনি ধাৰ্ম্মিকাগ্রগণ্য ধন্ত মান্য দেবদেবীপূজাদিবিষয়ে পক্ষপাতশূন্ত অর্থাৎ হিন্দুরদিগের উপাসনাকাওবিষয়ে যে ধারা আছে তন্মধ্যে পঞ্চদেবতার উপাসনা প্রধানরূপে চলিত আছে ইহাতে কেহ শাক্ত কেহ শৈব কেহ গাণপত্য কেহ সৌর কেহবা বৈষ্ণবরূপে খ্যাত হইয়া আপন২ গুৰ্ব্বদিষ্ট ধৰ্ম্ম রক্ষা করিতে অন্য ব্যক্তি র্তাহাকে পক্ষপাতি জ্ঞান করেন । বিশেষতঃ শাক্ত ও বৈষ্ণবের মধ্যে কাহার২ অত্যন্ত অনৈক্য দেখা যাইতেছে কিন্তু ইহার মধ্যে অপক্ষপাতি ব্যক্তি প্রশংসনীয় যেহেতুক তাহারা গুরূপদিষ্ট ইষ্ট দেবতার উপাসনা যথাবিহিত করিয়া থাকেন অন্য দেবতাও তাহাঁর নিকট তত্ত ল্য মান্য যেমন একেই পাচ পাচেই এক এতাদৃশ ব্যক্তির মধ্যে উক্ত বাবু গণ্য ছিলেন তৎপ্রমাণ দেখুন শ্ৰীশ্ৰীy বিষ্ণুবিগ্রহ নিজবাটীতে স্থাপনা করিয়াছেন এবং মূলাজোড়ে ৮ গঙ্গাতীরে ৮ কালীমূৰ্ত্তি ও শিবলিঙ্গ স্থাপন করিয়া কিবা অপূৰ্ব্ব মন্দির নির্মাণপূর্বক অপূৰ্ব্ব সেবার পরিপাট করিয়া গিয়াছেন তাহার কীৰ্ত্তিদর্শনে লোকসকল চমৎকৃত হয় এই মহামহিমাপন্ন মহাশয় আপন সস্তানদিগকে বিলক্ষণরূপে ধৰ্ম্মকৰ্ম্মাদির উপদেশ করিয়া গিয়াছেন এবং তাহারাও পৈতৃক ধারাবাহিক ঐহিক পারত্রিকের কৰ্ম্ম যথাসাধ্য সম্পন্ন করিতেছেন ইহাতে আশ্চৰ্য্য ব্যাপার কি হইয়াছে । অবোধ বালক কএক জন যাহারা কিঞ্চিৎ ইঙ্গরেজী পড়িয়া পৈতৃক যে ধৰ্ম্ম দেবদেবীপূজা পিতৃশ্ৰাদ্ধাদি ত্যাগ করিয়াছে বা করিতে চাহে তাহারদিগের প্রবোধার্থ প্রসন্নকুমার বাবুপ্রভৃতি কএক জনের নাম দৃষ্টাস্তার্থে লিখিয়াছিলাম । অপর র্তাহার এবং তাহার সহোদরেরদিগের ব্রাহ্মণ্যামুষ্ঠান অর্থাৎ নিত্যকৰ্ম্ম ত্রিসন্ধ্যা করা ও স্থাপিত প্রতিমার সেবায় যত্ন ও নিয়মিতসময়ে দর্শন পূজন জপ যজ্ঞাদিতে কিপ্রকার রত ও পিত্রাদির শ্রাদ্ধে কেমত ব্যাকুলচিত্ত এবং তত্তংকৰ্ম্মোপলক্ষে ব্রাহ্মণ পণ্ডিতাদিকে দান করিতে কেমন সম্মত আর তাহাতে পিত্রাদির অক্ষয় স্বর্গের প্রতি কিপ্রকার বিশ্বাস এতাবৎ শ্রবণাবলোকন করিলে উক্ত সম্বাদপত্র প্রকাশকেরা বুঝি তাহাকে একেবারে হেয়জ্ঞান করেন যে ইহার তুল্য অবিবেচক আর নাই।.. ' অপর উক্ত সম্পাদক মহাশয়ের যদ্যপি এমত কহেন যে দেবদেবীর পূজাদি কৰ্ম্ম পরমার্থবিষয় ইহা লইয়া কি কৌতুক করা উচিত। উত্তর অন্মদাদির নাটক গ্রন্থ যদি উক্ত সম্পাদক মহাশয়েরা জ্ঞাত থাকেন অথবা ডাক্তর উইলসন সাহেবপ্রভৃতি র্যাহারা জ্ঞাত আছেন তাহারদিগকে জিজ্ঞাসা করেন যে পরমার্থ চর্চাঘটিত কিপ্রকার কাব্য কৌশল পূর্বের রাজার করিয়াছিলেন এক্ষণেও কালীয়দমনযাত্র চণ্ডীযাত্রা রামযাত্রাপ্রভৃতি দর্শন করিলেও জানিতে