পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(లిపి মংবাদপত্রে মেকালের কথা হয় তাহাতে মাজিস্ত্রেট প্রযুত শামিয়ল সাহেব হুকুম দিলেন অগ্রে বৈষ্ণবেরা পূজা করুক পরে শাক্তমতাবলম্বী শুড়ির বলিদান করিয়া পূজা করিতে পরিবে এই হুকুমানুসারে অগ্রে র্তাতিরা পূজা করিয়া তাহারদিগের ঘট বিসর্জন দিল পরে শুড়িরাও ছাগলমহিষাদি বলি দিয়া পূজা করিয়াছে এইক্ষণে বিসর্জনের বিষয়ে মহাগোল উপস্থিত হইয়াছে র্তাতিরা কহে তাহারা অগ্রে পূজা করিয়া ঘট বিসর্জন দিয়াছে এখন শুড়ির দেবীকে গঙ্গায় দিবে শুড়ির বলে সকলে মিলিয়া বারইয়ারি পূজা করিয়াছে তবে তাহার একদলে কেন বিসর্জনের খরচ দিবে এই বিষয়েতে বোধ হয় দুই দলে দাঙ্গা উপস্থিত হইবে কিন্তু লোকেরা যেমন বলিয়া থাকে ভাগের মা গঙ্গা পায় না ঐ দুর্গার অদৃষ্টেও সেই দশা হইয়াছে। কস্যচিৎ চুচুড়া নিবাসিনঃ। ( ২২ সেপ্টেম্বর ১৮৩৮ । ৭ আশ্বিন ১২৪৫, শনিবার ) ৮ শারদীয় পূজার বিদায় —আগামী / শারদীয় মহাপূজার বিদায়োপলক্ষে শনিবার অবধি আপিস বন্দ আরম্ভ হইয়া ৪ অকটোবর বৃহস্পতিবার পর্য্যন্ত থাকিবে । যে হেতুক ঐ পূজা সমাপনের পরেই চন্দ্র গ্রহণ পড়িয়াছে। ( ২১ জানুয়ারি ১৮৩৭ ৯ মাঘ ১২৪৩ ) এক দিবস দেবীর পূজক ব্রাহ্মণ যথা নিয়মে প্রাতঃস্নানাদি সমাধাপূর্বক মহামায়ার অর্চনার্থে মন্দিরের সন্নিকটে গমন করিয়া দেখিলেন যে খপরের স্থান রক্তে প্লাবিত চারি পাশ্বে ধূপ ও স্বতের গন্ধে আমোদ করিয়াছে ইহাতে পুরোহিত অত্যন্ত আশ্চৰ্য্য হইয়া কুঠরীর মধ্যে প্রবেশ করত আরো বিস্ময়াপন্ন হইলেন যেহেতুক ঘরের চারিদিগে দেবীকে বেষ্টিত করিয়া রুধির জমাট হইয়াছে। সম্মুখে এক প্রকাও চিনির নৈবেদ্য এবং তদুপযুক্ত আর২ সামগ্ৰী ও একখানা চেলির শাট তদুপরি এক স্বর্ণমুদ্রা দক্ষিণ এবং প্রায় ১০০০ রক্তজবা পুষ্প তন্মধ্যে নানাবিধ স্বর্ণালঙ্কার তাহাও প্রায় দুই সহস্র মুদ্রার অধিক হইবেক পরে পুরোহিত ঐ অদ্ভুত ব্যাপারদৃষ্টে স্তব্ধ হইয়া কিয়ংকাল বিলম্বে মন্দিরের নিকটস্থ দহ অর্থাৎ প্রাচীন নদহইতে জল আনয়নপূর্বক সেই সকল শোণিত ধৌতকরত বস্ত্রাভরণ দক্ষিণার মুদ্রা চেলির শাটী ও নৈবেদ্যপ্রভৃতি দ্রব্যসমূহ গ্রহণ করিয়া প্রকাশুরূপে আপন ভবনে আগমন করিলেন। পরন্তু তাহার দুই চারি দিবস পরে উক্ত নদহইতে এক মুণ্ডহীন শব ভাসিয়া উঠিল ইহাতে স্থতরাং তত্রস্থ বিচক্ষণগণের বিলক্ষণ রূপেই অনুমান করিলেন যে ঈশ্বরীর নিকটে ঐ শব বলি হইয়াছিল কিন্তু পূজার বাহুল্য দেখিয়া সকলে কহিলেন কোন রাজ্য আপনার সাধনার নিমিত্তই এপ্রকার ভয়ানক মহাকৰ্ম্ম সমাধা করিয়াছেন । - এই বিষয় সৰ্ব্বত্র রাষ্ট্র হইলে বৰ্দ্ধমান জিন্সার অধীন চারি থানার দারোগ আসিয়া অনেক অনুসন্ধান করিয়া কিছুই নির্ণয় করিতে পারিলেন না বরং নরবলির পক্ষেই বিলক্ষণ সপ্রমাণ হইল কেননা সে স্থান সিদ্ধ এবং পূৰ্ব্বে অনেকবার এরূপ ঘটিয়াছিল —জ্ঞানান্বেষণ ।