পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম । - NVළුණූ ( ৪ ফেব্রুয়ারি ১৮৩৭ ৷৷ ২৩ মাঘ ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু।—কিয়ংকালাতীত হইল জ্ঞানান্বেষণ পত্ৰহইতে প্রায় সমুদায়িক প্রকাশু পত্রে প্রকাশ হইয়াছিল যে জিলা বৰ্দ্ধমানের শ্ৰীযুত প্রাণনাথ বাবুর কোন বিশেষ অভিপ্রায় সিদ্ধার্থে শ্ৰীযুত ব্ৰহ্মানন্দ গোস্বামী এক যজ্ঞ করিয়াছিলেন তাহাতে কএকটা দাড়কাক ও একটা ঘোটক বধ হইয়াছিল তথাপিও ঐ উক্ত বাবুর অভিলাষ সিদ্ধ ন হইয়৷ বরঞ্চ তাহার বিপরীত হইয়াছে কিন্তু এইক্ষণে আবার সম্বাদ প্রভাকর পত্ৰহইতে সমুদায়িক পত্রে প্রকাশ পাইতেছে যে বৰ্দ্ধমানে শ্ৰীশ্ৰীy রঙ্কিণীশ্বরী দেবী অর্থাৎ মৃত্তিকার কিম্বা পাষাণ খুদিত মূৰ্ত্তির নিকটে একটা নরবলি হইয়াছে কিন্তু তাহ কে করিয়াছে তাহার নির্ণয় এপর্য্যন্ত হয় নাই সে যাহা হউক অদ্যাবধি বৰ্দ্ধমাননিবাসি মহাশয়েরদিগের এমত দৃঢ় জ্ঞান আছে যে একটা প্রাণী বধ করিলে আর একটা প্রাণী বধ বা জীবৎ হইতে পারে । হায়২ কি থেদের বিষয় আমারদিগের বাঙ্গলার মকুন্ত্যগণের কত দিনে মনুষ্য হইবেন কিছু বলা যায় না । কস্তচিৎ ভবানীপুরনিবাসিনঃ । শ্ৰীকালীকৃষ্ণ দেবস্ত । ( ৪ ফেব্রুয়ারি ১৮৩৭ । ২৩ মাঘ ১২৪৩ ) আমরা গত সপ্তাহে জ্ঞানান্বেষণে বৰ্দ্ধমানের সন্নিহিত রঙ্কিনী দেবীর নিকট যে নরবলির সম্বাদ প্রভাকরহইতে প্রকাশ করিয়াছিলাম এইক্ষণে গবর্ণমেণ্ট তাহার সন্ধান আরম্ভ করিয়াছেন এবং মুরশিদাবাদের কমিস্তনর সাহেবের প্রতি হুকুম দিয়াছেন বিলক্ষণরূপে এবিষয়ের সন্ধান করিতে হইবেক এই সন্ধানের ফল জানিবার নিমিত্ত আমরা অত্যন্ত আশাযুক্ত হইয়াছি যেহেতু সাধারণ লোকেরদের মধ্যে এমত জনরব উপস্থিত হইয়াছে যে তথাকার কোন প্রধান লোক এই নরবলিতে লিপ্ত আছেন এবং আমরা আরো জানি এই রক্ষিনী দেবীর নিকট পূৰ্ব্বেও বিস্তর নরবলি হইয়াছে। এইক্ষণে জিজ্ঞাসা করি র্যাহারা বলিয়া থাকেন সমাচার পত্রে যে সকল সম্বাদ প্রকাশ হয় তাহাতে কোন উপকার নাই তাহারা বিবেচনা করুন এই এক সম্বাদ প্রকাশেতে অধিক উপকার হইবে কি না —জ্ঞানান্বেষণ । ( ২৩ ডিসেম্বর ১৮৩৭ । ১০ পৌষ ১২৪৪ ) বৰ্দ্ধমানে নরবলি —অতি নিকটবৰ্ত্তি বৰ্দ্ধমান জিলাতে মধ্যে২ নরবলি হওনবিষয়ক জনশ্রুতি দেশময় প্রচার হইয়াছে তৎপ্রস্তাবে যদি আর কিছুকাল মৌনী থাকা যায় তবে অামারদের কৰ্ত্তব্য কৰ্ম্মের ক্রটি হয়। কএক সপ্তাহ হইল এতদ্দেশীয় এক মহাশয়ব্যক্তির স্থানে এমত পত্র প্রাপ্ত হওয়া যায় তাহাতে উক্ত বিষয় অতি স্পষ্টরূপে লিখেন কিন্তু এমত অভূত ব্যাপার যে মুপ্রিম গবর্ণমেণ্টের চক্ষের গোড়ায় হইয়া থাকে ইহা অসম্ভব ভাবিয়া আমরা এই পৰ্য্যন্ত প্রকাশ করি নাই । কিন্তু এইক্ষণে দৃষ্ট হইতেছে যে ঐ বিষয়ের সত্যতার