পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ২৭ যে বিদ্যাদানের সোপান করিতেছেন ইহা পরম সস্তোষের বিষয় । যখন গবর্ণমেণ্ট পারস্ত ভাষা উঠাইয়া তাবৎ সরকারী কাৰ্য্যে দেশীয় ভাষা ব্যবহার করিতে আজ্ঞা প্রদান করিলেন তখন আমারদের এমত নিশ্চয় বোধ হইয়াছিল যে দেশের হিতকারি সরকারী এই উদ্যোগে দেশীয় লোকেরা নিতান্ত সাহায্য করিবেন এইক্ষণে তাহার প্রত্যক্ষ প্রমাণ হইল । এই পাঠশালা নিৰ্ম্মাণেতে যতকাল হরণ হইবে সেই কালে কমিটির উচিত যে বঙ্গ ভাষাতে পাঠশালার ব্যবহারোপযুক্ত পুস্তক সকল তাহারা প্রস্তুত করেন তাহা হইলে পাঠশালা নিৰ্ম্মাণের পর উত্তমরূপে কাৰ্য্যারম্ভ হইতে পারিবে । ( ২২ জুন ১৮৩৯ । ৯.আষাঢ় ১২৪৬ ) পাঠশালার শিলান্যাসের ব্যাপার --কল্য সায়াহ্ন ছয় ঘণ্টা সময়ে শ্রযুক্ত ডেবিড হের সাহেবের দ্বারা শ্ৰীযুক্ত সর এড বার্ড রায়ন সাহেব ও শ্ৰীযুক্ত মিলেট সাহেব ও শ্ৰীযুক্ত কর্ণেল ইয়ং সাহেব ও শ্ৰীযুক্ত এফ যে হেলিডে সাহেব ও শ্ৰীযুত কাপ্তান বর্চ সাহেব ও শ্ৰীযুত ডাক্তর ওসাক্‌নেসি সাহেব ও শ্ৰীযুত ডাক্তর গুডিব সাহেব ও শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর শ্ৰীযুত বাবু মতিলাল শীল ও শ্রীযুক্ত রাজা রাধাকান্ত দেব ও অন্যান্য অনেক মহাশয় ব্যক্তিরদের সম্মুখে সম্পন্ন হষ্টল এবং ইঙ্গরেজী ও বঙ্গ ভাষাতে খোদিত পাঠশালা স্থাপন ইত্যাদি তাবদ্বিবরণ লিখিত এক পত্র এক বোতলের মধ্যে অপিত হইল এবং এই সময়ের সম্বাদ পত্র ও চলিত মুদ্রা ও হিন্দু কালেজ ও চিকিৎসালয়ের নকশা এবং উভয় কলেজের প্রধান শিক্ষকের নাম ইত্যাদি লিখিয়া তাহার মধ্যে অপিত হইল । পরে শ্ৰীযুত ডেবিড হের সাহেব সমাগত ব্যক্তিরদিগকে সম্বোধন করিয়া দেশীয় ভাষার সৌষ্ঠবকরণার্থ এই পাঠশালা সংস্থাপম করণোপলক্ষে হিন্দুবর্গকে ধন্যবাদ করিলেন এবং কহিলেন যে এইক্ষণে পারস্য ভাষা উঠিয়া যাওয়াতে বঙ্গ ভাষার আরো আবশ্যকতা হইয়াছে। পরে শ্ৰীযুত সর এড বার্ড রায়ন সাহেব বক্তৃতা করত এই পাঠশালার সংস্থাপন বিষয়ে শ্ৰীযুত হের সাহেব যাহা কহিলেন তাহাতে স্বীয় সম্মতি প্রকাশ করিলেন । সাহেব কহিলেন যে ভারতবর্ষে ইঙ্গলওঁীয় ভাষা শিক্ষা করণের অভিপ্রায় যে দেশীয় ভাষার শিক্ষা দেওয়া যায় এবং তাহা এতদ্দেশীয় লোকেরদের ইঙ্গলওঁীয়েরদের সঙ্গে সামীপ্য সম্বন্ধের এক উপায় এবং তস্থারা যে জ্ঞান ইঙ্গলওঁীয় অল্প লোকের মধ্যে আছে তাহ দেশীয় ভাষার দ্বারা দেশীয় বহুতর লোকের মধ্যে ব্যাপ্ত হইতে পারে এবং পরিশেষে ভারতবর্ষে ইঙ্গলওঁীয় বিদ্যাধ্যাপনের পিতা স্বরূপ শ্ৰীযুক্ত হের সাহেবের গুণ ও কীৰ্ত্তি বিষয়ক অনেক প্রশংস্তরূপে বর্ণনা করিলেন । তৎ পরে শ্ৰীযুক্ত বাৰু প্রসন্নকুমার ঠাকুর অতি সাধু ভাষাতে সকলের সম্মুখে এমত বক্তৃতা করিলেন যে তাহা যিনি শুনিলেন তিনিই অতি প্রশংসা করিলেন ।