পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম । - 登8● পহুছাইয় দিলেন। দুই প্রহর দুই ঘণ্টাসময়ে তাবৎ কাঙ্গালি বিদায় সমাপন হইল । —হরকরা । (৩১ মার্চ ১৮৩৮ । ১৯ চৈত্র ১২৪৪ ) বাবু দ্বারকানাথ ঠাকুর —শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর মাতার অস্বাস্থ্য বাৰ্ত্তা শ্রবণ করিয়া বারাণসীহইতে কলিকাতার বাটীতে প্রত্যাগমন করিয়াছেন কিন্তু উত্তীর্ণ হওনের পূৰ্ব্বেই মাতার লোকাস্তর হয়। এইক্ষণে শুনা গেল বাৰু অতিসমৃদ্ধিপূর্বক মাতৃশ্ৰাদ্ধ সম্পন্ন করিয়াছেন। গত শুক্রবারে বহু সংখ্যক কাঙ্গালিরদিগকে বিতরণ করিয়াছেন কথিত আছে অনূ্যন ৫০ হাজার কাঙ্গালি আসিয়াছিল । তাহাতে প্রত্যেক ব্রাহ্মণকে ॥০ এবং অন্যান্য শূত্র ও মোসলমান ইত্যাদি কাঙ্গালিকে ০ করিয়া দিয়াছেন । ( ২০ অক্টোবর ১৮৩৭ । ৫ কাৰ্ত্তিক ১২৪৫ ) বাবু আশুতোষ দেবের মাতৃ শ্ৰাদ্ধ —গত সপ্তাহের শেষে শ্ৰীযুত বাৰু আশুতোষ দেব অতি সমারোহে মাতৃশ্ৰাদ্ধ সম্পন্ন করিয়াছেন । তদুপলক্ষে কলিকাতার চতুৰ্দ্দিক হইতে বহুতর কাঙ্গালি উপস্থিত হইয়াছিল এবং প্রত্যেক ব্যক্তি ২ টাকা করিয়া পাইবে এই জনরব রাষ্ট্র হওয়াতে দুই তিন দিনের পথ হইতেও অনেক ভিক্ষুক আসিয়াছিল। এইরূপ প্রত্যাশাতে মুগ্ধ হইয়া স্ত্রী পুরুষ বালক সাধারণ নূ্যনাধিক ২ লক্ষ লোক হইয়াছিল । এইরূপ জনতা একত্র হওয়াতে নিত্য যুদ্রপ অনেকের প্রাণ হানি হয় ইহাতেও তদ্রুপ হইয়াছে । এই ব্যাপারে অনেকের প্রাণ হানি এবং সকলের সময় হানিও হইয়াছে যেহেতুক তাহারা দুই টাকা প্রাপণাশায় আসিয়া কেবল - পাইল । তাহাও সকলে নহে একখান নৌকাতে অনেক কাঙ্গালি উঠিয়া হাবড়ার ঘাটে পার হইতেছিল ঐ নৌকা উণ্টিয় পড়াতে অনেক বালক ডুবে মরিল । কথিত আছে যে এই শ্রাদ্ধে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় হইয়াছে। ( ২০ অক্টোবর ১৮৩৮ । ৫ কাৰ্ত্তিক ১২৪৫ ) সম্প্রতি শ্ৰীযুক্ত বাৰু আশুতোষ দেবের বাটতে শ্রাদ্ধোপলক্ষে যে বৃহদ ব্যাপার হইয়াছে ইংলওঁীয় পাঠক বর্গের তচ্ছ বণে আহ্নাদ হইবে তন্নিমিত্ত আমরা তাহার স্তোকরূপে লিখি । গত শনিবারে প্রাতঃকালে উক্ত বাবুর বাটার সম্মুখে দানদ্রব্য সাজান হইয়াছিল নানা দ্রব্য ৪০ ০০০ টাকার হইবে এতদতিরিক্ত এক হস্তী দুই ব্রহ্মদিশীয় ঘোটক সহ এক শকট ও এক উত্তম পালকি এবং ভাউলা ও অন্য২ উত্তম অনেক সামগ্ৰী তাহা স্থানের অল্পতাপ্রযুক্ত লিখনে অসমর্থ হইলাম ঐ সকল দ্রব্য এতদেশীয় জ্ঞানি পণ্ডিত র্যাহারা নিমন্ত্রিত হইয়াছেন তাহারদিগকে সম্মান রূপে প্রদত্ত হইবে ঐ পণ্ডিতগণ ঐ সভায় ধৰ্ম্ম শাস্ত্র ও রাজনীতি নীতি স্থায় ও অলঙ্কারাদি নানা শাস্ত্রের বাদাতুবাদ হইয়াছিল ঐ সকল পণ্ডিতদিগকে যে কেবল শাস্ত্র