পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদ পত্রে সেকালের কথft ও ধৰ্ম্মার্থে ব্যয় করণ এমত নহে গুণ বিবেচনানুসারে দান হইবে এবং যে ব্যক্তির পাণ্ডিত্য ও অধিক শিষ্য র্তাহারা অধিক পাইবেন এত ব্যয়ের পর উক্ত বাৰু কাঙ্গালিদিগকে টাকা দিয়াছেন কিন্তু পোলীশের নিবারণ থাকিলেও ২০০ ০০ ০ লক্ষ কাঙ্গালি হইয়াছিল আমরা শুনিলাম যে ২ লক্ষ মধ্যে ২০ হাজার কাঙ্গালি কিছুই পায় নাই ইহার প্রতি কারণ এই যে র্যাহার কাঙ্গালি বিদায় করণে নিযুক্ত হইয়াছিলেন র্তাহারা ভদ্র সস্তান ৰটেন কিন্তু তাহারা ইহার অংশ গ্রহণ করাতে উক্ত সংখ্যক কাঙ্গালিরা বিমুখ হইয়াছে। [ জ্ঞানান্বেষণ ] , ( ২৮ সেপ্টেম্বর ১৮৩৯ । ১৩ আশ্বিন ১২৪৬ ) অবগত হওয়া গেল যে শ্ৰীযুত বাবু আশুতোষ দেব ৬ প্রাপ্ত বিমাতার শ্রাদ্ধ বর্তমান মাসের ২৯ তারিখে সম্পন্ন করিবেন । এবং ঐ শ্রাদ্ধে আহারীয় এবং কিঞ্চিৎ২ পয়সা প্রাপণের অমূলক প্রত্যাশায় কলিকাতায় লক্ষ২ কাঙ্গালির আগমন মাজিষ্ট্রেট সাহেবের নিবারণ করেন এতদৰ্থ পূর্বেই আমরা তদ্বিষয়ক সম্বাদ প্রকাশ করিতেছি । যদ্যপিও উক্ত বাৰু তদুপলক্ষে উক্ত কাঙ্গালিরদিগকে কিঞ্চিৎ২ দান করণ স্থির করিতেন তথাপি নগরে তাহারদের উপস্থিত হওন অত্যন্ত অপকারক বোধ হওয়াতে তন্নিবারণার্থ মাজিস্ত্রেট সাহেবেরদের কোন উপায় করা উচিত হয় । কিন্তু শুনা গিয়াছে যে উক্ত বাবু ঐ সকল লক্ষ্মীছাড়ারদিগকে কিছু দিবেন না অতএব নগরে তাহারদের উপস্থান নিবারণার্থে মাজিস্ত্রেট সাহেবেরদের নিতান্ত উচিত হইতেছে । [ইংলিশম্যান, ২৫ সেপ্টেম্বর] ( ৫ অক্টোবর ১৮৩৯ । ২০ আশ্বিন ১২৪৬ ) বাবু, আশুতোষ দেব —শ্ৰীযুত বাবু আশুতোষ দেবের বিমাতৃ শ্ৰাদ্ধ অতি সমারোহপূর্বক সম্পন্ন হইয়াছে । বিশেষতঃ ব্রাহ্মণেরদিগকে অধিক দান করিয়াছেন কিন্তু আমরা ইহা শুনিয়া আহলাদিত হইলাম যে তৎসময়ে কাঙ্গালির সমারোহ হয় নাই । ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহীর শ্রাদ্ধ –আমরা অবগত হইলাম যে অদ্য পূৰ্ব্বাহ্নে শ্ৰীলশ্ৰীযুত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের পিতামহী মহারাণীর শ্রাদ্ধ সমারোহপূর্বক শোভাবাজারস্থ নৃপনিকেতনে মহারাজ এবং তদভ্ৰাতৃবর্গ কতৃক হইয়াছিল তদুপলক্ষে ব্রাহ্মণ পণ্ডিতসমূহ ও হিন্দুবংশু "ভদ্রলোক ও মহাজনগণ এবং নানা রাজ্যের উক্তিকারচয় অর্থাৎ নেপালের ও যোধপুরের ও জয়পুরের এবঞ্চ নাগপুরের মহারাজদিগের প্রতিনিধি প্রভৃতি সমাগমন করেন । বহুমূল্য দানাদি প্রস্তুত ভূরি২ স্বর্ণ ও রৌপ্য বিনিৰ্ম্মিত থাল ও ঘড়া ও আতরদান ও ফুলদান ও ছত্র ও আড়ানী ও চামর ও পর্য্যঙ্ক ও সুবর্ণশোভিত মছলন্দ ও হস্তী ও অশ্বদ্বয়