পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ¢¢ማ ঐ দ্বীপের স্বামিকে ৫ টাকা কর প্রদান করে । তাহার পর দেবতাকে কোন উত্তম বস্ত্র দান করে এবং তাহাকে উত্তম বস্ত্ৰালঙ্কারাদির দ্বারা ভূষিত করে। সেই দ্বীপস্বামী ব্রাহ্মণ তিনি সেই নিবেদিত দ্রব্যসামগ্ৰী লইয়া যৎকিঞ্চিৎ টাকা গ্রহণপূর্বক সেই বস্তু অন্য২ যাত্রিরদিগকে নিবেদনকরণার্থে প্রদান করেন এইরূপে একজনের হস্তহইতে অন্তের হস্তে যায় কিন্তু যত বার হস্তাস্তর হয় তাহতে পুরোহিতেরি লাভ । ( ১৫ মে ১৮৩০ । ৩ জ্যৈষ্ঠ ১২৩৭ ) বৈদ্যনাথ —বীরভূম জিলায় স্থাপিত দেবালয় অর্থাৎ বৈদ্যনাথমন্দির এক নিবিড় বনের মধ্যে গ্রথিত ছিল কিন্তু সেই বনে এক্ষণে বসতি হইয়াছে ঐ সকল মন্দিরবাটীর পরিসর প্রায় এক পাদ পরিমিত হইবে এবং যাত্রিরদের উপকারার্থে তৎসন্নিহিত স্থানে তিনটা পুষ্করিণী খনন হইয়াছে ঐ সকল পুষ্করিণীর জল পদ্মপুষ্পাচ্ছন্ন আছে । ঐ বাটীতে গয়াধামের মত ১৬ মঠ আছে তাহার প্রত্যেক মঠ ৫১ হস্তপরিমিত উচ্চ এবং প্রস্থ ২৬ হস্ত পরিমিত এবং ঐ সকল মন্দিরের চূড়াতে ত্রিশূল অর্পিত আছে ও ঐ সকল মন্দিরের চত্বর প্রস্তর নিৰ্ম্মিত ও তাহা ইষ্টকনিৰ্ম্মিত প্রাচীরেতে বেষ্টিত । প্রত্যেক মঠের দরজাগুলি অতিশয় খৰ্ব্ব তন্মধ্যে যে প্রধান মূৰ্ত্তি সে মহাদেবের এবং ঐ মন্দিরে দিব রাত্রিতে একটা আলোক অতিদূরহইতে সন্দর্শন হয় ও ঐ দেবালয়সকলের দেয়াল ও মেজে ধুম ও তৈলেতে কৃষ্ণবর্ণ হইয়াছে। অপর যে সকল যাত্রিরা ঐ দেবালয়ে গমন করে তাহার হরিদ্বার এবং অন্য২ পবিত্রস্থানহইতে গঙ্গাজল আনয়নপূর্বক যেমন ঐ শিবলিঙ্গ প্রদক্ষিণ করে তেমন তদ্বারা ঐ শিবলিঙ্গের মস্তকে অভিষেক করে। এইস্থানের মন্দিরের মাহাত্ম্য ভারতবর্ষের মধ্যে অন্য২ সকল অতিপবিত্রস্থানের মাহায্যের তুল্য এবং কাশী ও প্রয়াগ ও কর্ণাটদেশের চিলম্বারম্ ও তৃণমালি স্থান যদ্রপ পাবনত্বরূপে খ্যাত তদ্রুপ ঐ বৈদ্যনাথ স্থান পাবন তদপেক্ষ কেবল উড়িষ্যার জগন্নাথ স্থান শ্রেষ্ঠ । অপর হিসাব করিয়া দেখা গেল যে সেই স্থানে প্রতিবৎসরে কেবল জিলা বীরভূমহইতে প্রায় ৬০০০ যাত্রি উপস্থিত হয়। ক্লবেলও সাহেব ও কর্ণেল ব্রোন সাহেব যে সময়ে জঙ্গলতেরি জিলার বন্দোবস্ত করেন তৎসময়ে শ্ৰীযুত গবৰ্ণমেণ্ট ঐ মন্দিরের প্রধান অধিকারির বৃত্তার্থে দেবঘড় পরগণায় ৩২ গ্রাম প্রদান করেন। ঐ সকল মন্দির অত্যন্ত প্রাচীন এমত বোধ হয় না যেহেতুক মহাদেব মগুলি নামক মঠের বহিদ্বর্ণরের উপরিস্থ এক প্রস্তরে খুদিতাক্ষরদ্বারা বোধ হয় যে ঐ সকল মন্দির শালিবাহন রাজার ১৫১৭ সালে প্রস্তুত হয় অর্থাৎ তাহা ২৬৬ বৎসর হইল । দেবালয়ের সন্নিহিত চতুক্ষোশের মধ্যে আরো কএক মন্দির আছে সে সকলি বৈদ্যনাথের মন্দিরের ব্যাপ্য। বিশেষতঃ প্রথম হরলি জুরি অর্থাৎ দুই বৃক্ষের সংযোগ স্থানে স্থাপিত এক মন্দির। সেই মন্দিরের পূজকেরা কহেন যে শিব যে সময়ে সিংহলদ্বীপহইতে আনীত হন সেই সময়ে এই স্থানে বিষ্ণুর সঙ্গে তাহার সাক্ষাৎ হয়। অতএব তাহারা ঐ মন্দিরের নিকটে প্রাচীন দুই