পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম {{ఫీ পোলীসের আমলারা পূৰ্ব্বাবধিই সতর্ক ছিলেন এবং পোলীসের সাহায্যার্থে সৈন্যেরা রীতিক্রমে তথায় সমাগমন করিয়া কেহ২ নিজ হরিদ্ধারে কেহ বা তাহার দুই ক্রোশ অস্তরে কংগালে ছাউনি করিয়া রহিলেন । তথায় স্নানকরণ সময়ে কি জানি লোকের রহটে চাপা পড়ে এই ভয়ে অনেক যাত্রী ফেব্রুঅারি মাসে আসিয়া স্নান করিল এবং হোলির সময়ে অর্থাৎ মহাসংক্রান্তির এক মাস পূৰ্ব্বে প্রায় লক্ষ সংখ্যক যাত্রী স্নান করিয়া স্ব২ স্থানে প্রস্থান করিল বস্তুতঃ তৎপরদিবসঅবধি করিয়া প্রতিদিনই অপমৃত্যু ভয়ে হাজার দুই হাজার করিয়া যাত্রী স্বান করিয়া স্বস্বাবাসে যাইতে লাগিল। এই সকল যাত্রিকেরা স্নান করিয়া এতদ্রুপে প্রত্যহ প্রস্থানকরাতে সংক্রাস্তির দিনে মেলার সময়ে অথবা তৎপরদিবসে তাদৃশ জনতা দৃষ্ট হইল না পূৰ্ব্ব২ বৎসরে আমি যেমন দেখিয়াছি তাহা স্মরণে এবং ঐ সকল স্থানভূমি শূন্ত দৃষ্টে বোধ হয় যে তৎসময়ে লক্ষ লোকের অধিক ছিল না বরং তাহারে নূ্যন হইবে । অপর নানা দেশহইতে যাত্রিরদের তথায় সমাগম সময়ে অতিস্থশোভিত দর্শন হইতে লাগিল । কোম্পানি বাহাদুরের প্রদেশহইতে যাত্ৰিগণ যানবাহনে এবং সামান্ত বসনভূষণ পরিধান করিয়া আগমন করিতে লাগিল । মাড়য়ারপ্রভৃতি অন্যান্য বিদেশাগত ব্যক্তিরদের যানবাহনাদি রেলের দ্বারা চতুর্দিগে বেষ্টিত ছিল এবং মরুভূমিহইতে আগত ব্যক্তিরদের শকট চক্রের বহিস্থ হাড়ি সংজ্ঞক কাষ্ঠসকল দিগুণীকৃত ছিল এবং ঐ চক্রসকল পাখি রহিত । শীকেরা অশ্বারোহণে এবং তাহারদের সরদারের হস্ত্যারোহণে সমাগত হইলেন । এবং শত উষ্ঠারোহণে মাড়য়ার দেশীয়েরদের পরিজনেরা আগত হইল এবং শত২ যোগির দল কেহ পদব্রজে কেহ বা অশ্বারোহণে এবং তাহারদের মহাস্ত হস্তারোহণে উপস্থিত হইলেন। পরে মহারাজ রণজিংসিংহের মোখতারকার রাজা ধ্যায়ন সিংহ ও রাজা যশঃসিংহ ও সদাসিংহ মহারাজের দরবারের পরিচ্ছদ পরিহিত হইয়া সৈন্যের বেশ ভূষা ও অস্ত্ৰধারণপূর্বক আগত হইলেন। অপর বিকানীর রাজা ও তাহার ভ্রাতা অতিশয় বীৰ্য্যবস্ত রজপুত সওয়ারের সমভিব্যাহারে তথায় সমাগত হইয়া ব্ৰহ্মকুণ্ডে গমনপূৰ্ব্বক আপনারদের পিতৃ অস্থি গঙ্গায় সমর্পণ করিলেন । এতদ্ব্যতিরিক্ত এক গুপ্ত দান বিশেষতঃ এক বৰ্ত্ত লাকার ধাতুময় বস্তু অষ্টাঙ্গপ্ৰণিপাতপূৰ্ব্বক রাজা গঙ্গাজিকে সমপণ করিলেন । কথিত আছে যে ঐ মহারাজ কতিপয় অশ্ব এবং বহুসংখ্যক মুদ্রা ব্রাহ্মণেরদিগকে বিতরণ করিলেন । এবং রাজা ধ্যায়ন সিংহও বদান্তত প্রকাশ করিয়া জনতার মধ্যে বহু মুদ্রা ছড়াইলেন এবং হস্তী অশ্ব শাল ও হরিপয়রির নিকটে তাহার যে এক বৃহদগুহ ছিল তাহাও ব্রাহ্মণেরদিগকে দান করিলেন । এতদ্বৎসরে ঐ স্থানে দান বিতরণ দশ লক্ষ টাকার নূ্যন নহে বরং প্রায় পঞ্চদশ লক্ষপৰ্য্যস্ত বোধ হয় ঐ দত্ত বস্তুপ্রভৃতি যে ব্যক্তির হস্তে পড়ে তাহারি থাকে সাধারণ পাণ্ডারদের মধ্যে অংশ হয় না প্রত্যেক পাণ্ডা আপন২ যজমানেরদের উপর নির্ভর রাখেন কিন্তু মধ্যে২ কোন মহা ধনি ব্যক্তি তাবৎ পাণ্ডারদিগকে ভোজনে নিমন্ত্ৰণ করিয়া র্তাহারদিগকে সাধারণে ২৩৪ শত টাকাপৰ্য্যন্ত দান করেন। অপর আচাৰ্য্য উপাধিতে