পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম &\o যেমন স্বচ্ছন্দে স্নানাদি কৰ্ম্ম করিয়া ফিরিয়া আগত হইল তেমনি শত উপরিউক্ত ধন্যবাদ করিতে লাগিল । ঐ অলঙ্কার হারকের ইহার পূর্বে যাত্রিকেরদের নাসিক ও কর্ণহইতে অলঙ্কার আকর্ষণ করিয়া সেই স্থানে একেবারে রক্তময় করিত কিন্তু এইক্ষণে যাত্রিকের তাবৎ কৰ্ম্মকরত নির্বিবঘ্নে গমনাগমন করিয়াছে। অপর নিরঞ্জনি নাগা ও গোস্বামিগণ যেরূপ সমারোহে ব্ৰহ্মকুণ্ডে যাত্রা করিলেন সে অতিস্থদৃশু বিশেষতঃ আড়াই শত বা তিন শত এককালে যাত্রা করে এবং তাহারদের অগ্ৰে দুই জন কৃত্রিম যোদ্ধা তলবার ভাজিতে২ চলিল এবং তৎপরে দুই জন লাঠিয়ারা এবং তদনম্বর জরীকা নিশান অর্থাৎ সোণার ফুলযুক্ত পতাকাধারী তৎপরে দুই জন উচ্চীকরণপূৰ্ব্বক অতিস্থশোভিত দুইট বর্শাধারণ করিয়া চলিল অনুমান হয় যে ঐ বর্শ| তাহারদের আরাধনীয় হইবে । বর্শাধারিরদের পরে তাহারদের দলের মহান্ত চলিলেন পরে তুরীওয়ালার এবং অশ্বোপরি নানা ঢোল এবং হস্ত্যপরি করতালসকল ও বৃহৎ ঢকা তদনন্তর নাগাগণ পাচ ছয় হস্তারোহণে চলিলেন এবং মধ্যে২ রেশমের অতিবৃহৎ পতাকা দৃষ্ট হইতে লাগিল । ঘাটে পন্থছিলে জন পঞ্চাশেক স্নানার্থ জলে অবতরিত হইয়া আরাধনীয় ঐ বশীর শোভক আভরণ বস্ত্রাদি খুলিয়া তাহা স্বান করাইল অনস্তর ঐ বর্শ পূৰ্ব্ববৎ আভরণ বস্থাদি পরিধান করিয়া পূর্বের ন্যায় জাকজমকপূৰ্ব্বক প্রত্যাগমন করিল। এই বৎসরে গোস্বামিরদের স্বৰ্ব্বনাথনামক এক জন একটা মন্দির গ্রথিত করিয়া উংসর্গ করিয়াছেন কথিত আছে যে তাহাতে দুই লক্ষ টাকা তাহার ব্যয় হইয়াছে । মেলার সময়ে প্রতিদিনই কএক সপ্তাহপৰ্য্যন্ত একট। সদাব্রত ছিল তাহাতে প্রত্যহ বিংশতি মোন স্থজির নূ্যন ব্যয় হইত না । ১৬ মে ১৮৩২ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৯ ) হরিদ্বারের ঘাট —গত সপ্তাহে হরিদ্বারের মেলাবিষয়ে আমরা এক জন পত্রপ্রেরকের পত্র প্রকাশ করিয়াছি । তিনি লিখেন ষে সেখানকার নূতন ঘাট এবং উত্তম রাস্ত শ্ৰীশ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টাঙ্ক সাহেবের আজ্ঞাতে নিৰ্ম্মিত কিন্তু ইণ্ডিয়া গেজেটে লেখে ষে তাহ শ্ৰীশ্ৰীযুত লার্ড আমহাষ্টের আজ্ঞাতে এবং কলিকাতা কুড়িয়র পত্রে লেখে যে শ্ৰীশ্ৰীযুত লার্ড হেষ্টিংশ সাহেবের অনুমতিতে হয় । অতএব আমরা বোধ করি যে প্রথমতঃ শ্ৰীশ্ৰীযুত লার্ড হেষ্টিংশ সাহেবকতৃক এই সকল কৰ্ম্ম আরম্ভ হয় পরে শ্ৰীশ্ৰীযুত লার্ড আমহাষ্ট সাহেব তাহ চালান অনস্তর বর্তমান দেশাধিপতিকতৃক তাহার সমাপ্তি হইয়াছে । ( ১৬ মে ১৮৩২ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৯ ) হরিদ্বারের বিবরণ – আমারদের নিজ পত্রপ্রেরকের স্থানে ইহা প্রাপ্ত । ] হরিদ্বার দিল্লীর উত্তর পূর্ব অনুমান চল্লিশ ক্রোশ এবং হিন্দুরদের তীর্থ স্থানের মধ্যে অতিপ্রসিদ্ধ তীর্থ। যে দেশে হিন্দুর ধৰ্ম্ম অতিপ্রবল অথবা যে দেশে হিন্দু শাস্ত্রের ጓ›