পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংখnদ শত্রে সেনকালের কথা م وبيا ( ৯ নবেম্বর ১৮৩৯ ৷ ২৪ কাত্তিক ১২৪৬ ) নূতন পাঠশালার অনুষ্ঠান –আগামি অগ্রহায়ণ মাসে যে পাঠশালার কার্য্য আরম্ভ হইবে ও যে২ নিয়মেতে চলিবে তাহার এক২ পাণ্ডুলেখ্য কলিকাতাস্থ এতদ্দেশীয় মহাশয়েরদের নিকটে প্রেরিত হইতেছে। সেই পাণ্ডুলেখ্যের প্রতিলিপি নীচে প্রকাশ করা যাইতেছে বিশেষতঃ ঐ পাঠশালায় তিন সম্প্রদায় ছাত্র থাকিবে তাহার প্রথম সম্প্রদায় অতি শিশু বালকেরা নীচে লিখিত বিদ্যা শিক্ষা পাইবে । বিশেষতঃ অক্ষর বানান হিতোপদেশক ইতিহাস ব্যাকরণের মূল বিষয় অঙ্ক শাস্থের মূল বিবরণ গোলাধ্যায়ের মূল প্রকরণ এবং ভারতবর্ষের সংক্ষেপ বিবরণ । দ্বিতীয় সম্প্রদায় ছাত্রের এই সকল বিষয় শিক্ষা প্রাপ্ত হইবে যথা ব্যাকরণ অঙ্ক বিদ্যা ক্ষেত্র পরিমাপক বিদ্য গোলাধ্যায় জ্যোতির্বিদ্যা এবং শুদ্ধরূপে ভাষা কথনের বিধি এবং ইঙ্গল ষ্ট্ৰীয় ও ভারতবর্ষীয় ইতিহাস এবং পত্র লিখনীয় রীতি । তৃতীয় সম্প্রদায় সুশিক্ষিত ছাত্রেরা এই সকল বিষয় শিক্ষণ করিবেন যথা শুদ্ধরূপে ভাষা কথনের নিয়ম ও জমীদারী ও বাণিজ্য সম্পৰ্কীয় ব্যবহার এবং অতি পূৰ্ব্বকালীন ও ইদানীন্তন ইতিহাস ও জ্যোতির্বিদ্যা বীজ গণিত বিদ্যা এবং রাজনীতি বিষয়ক বিদ্যা এবং নীতি বিদ্যা ও ক্ষেত্র পরিমাপক বিদ্যা ও গবর্ণমেণ্টের আইন ও আদালতের রীতি ব্যবহার এবং হিন্দু ও মোসলমানেরদের ব্যবস্থা । এই পাঠশালাতে দ্বাদশ বর্ষের অধিক বয়স্ক কোন ছাত্র গ্রাহ হইবে না এবং দশ বর্ষ বয়স্ক কোন ছাত্র যদি এমত সুশিক্ষিত হয় যে মধ্যম শ্রেণীর সঙ্গে শিক্ষণ করিতে পারেন তবে গ্রাহ হইবে । উক্ত পাঠশালায় শিক্ষার্থ ব্যয় । প্রথম বর্গ বার্ষিক ૨ টাকা ছয়মাসে * টীকা দ্বিতীয় বগ લે 8 & ર তৃতীয় বর্গ લે b. લૈ 8 ছাত্রেরদের পাঠ্য পুস্তক সকল পাঠশালার খরচে ক্রয় করা যাইবে বালকেরদের তদ্বিষয়ে কিছু খরচ লাগিবে না কিন্তু তাহারদের শিক্ষার্থ ব্যয় আগাম দিতে হইবে। যে পিত্রাদি বান্ধবের বালকেরদিগকে পাঠশালায় প্রেরণ করিতে ইচ্ছুক হন তদ্বিষয়ে তাহারদের অভিপ্রায় সিদ্ধ হওনার্থ তাহারা হিন্দু কলেজের শ্ৰীযুত সেক্রেটরি মহাশয়ের নিকটে অতি শীঘ্ৰ জ্ঞাপন করিবেন এবং সেক্রেটরী তাহারদের নাম লিখিয়া তাহারদের মধ্যে প্রধান্ত প্রধান্য বিবেচনা করিয়া সম্প্রদায় মধ্যে নিযুক্ত করিবেন। শ্ৰীলক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায় সেক্রেটরী । [ ক্যালকাটা কুরিয়ার, ৩১ অক্টোবর ]