পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে সেনকালের কথা فتاوي \}) অঙ্গহীন হইলেই অমঙ্গল হয় নিবেদন ইতি ২৬ আশ্বিন । কস্যচিৎ কামরূপনিবাসিনঃ ॥ —চন্দ্রিক । ( ২৭ ফেব্রুয়ারি ১৮৩৩ । ১৭ ফাঙ্কন ১২৩৯ ) শ্ৰীবৃন্দাবন —শ্ৰীবৃন্দাবন ধামবিষয়ক নিম্নে লিখিত যে বিবরণ আমরা মফঃসল আকবরহইতে এতদ্দেশীয় পাঠক মহাশয়েরদের সন্তোষার্থ প্রকাশ করিতেছি ইহাতে অবশুই তাহারদের সন্তোষ জন্মিবে । o, শ্ৰীবৃন্দাবনধাম অতিপ্রসিদ্ধতীর্থ। এবং বঙ্গদেশীয় ধৰ্ম্ম নিরত হিন্দুগণ বিশেষতঃ বৈষ্ণবেরা ঐ তীর্থে গমন করেন । প্রায় বৎসরের সমুদায় মাসেই সেই স্থানে তাহারদিগকে দেখা যায় কিন্তু পুরুষাপেক্ষ স্ত্রী যাত্রিকাই অধিক তাহারা বঙ্গদেশ বিশেষতঃ দক্ষিণ দেশহইতে আগমন করেন ঐ উভয় দেশীয় যাত্রিকার হিন্দুস্থানীয় স্ত্রীলোকেরদের ন্যায় ঘাঘরা পরিধান না করিয়া পুরুষের ন্যায় ধুতি পরেন। তত্ৰত যমুনাতীরে ও নগরীয় রাজবত্মে এবং কখন২ বা শাখানগরে চঞ্চুৰ্য্যমাণ পাল২ বানর দৃষ্ট হয় । এবং ভরতপুর কোটা প্রভৃতির রাজারদের খরচে ঐ সকল পাবন পশুরদিগকে ভক্ষণার্থ অহরহঃ মোন২ মটর দেওয়া যায় ঐ পশুগণকে কেহই হিংসাদি করিতে পারে না । এবং কথিত আছে যে কএক বৎসর হইল দুই জন ইউরোপীয় সেনাপতিসাহেব ঐ পশুর উপর গুলি করাতে নগরস্থ লোকের অত্যন্ত রাগোন্মত্ত হইয়া সাহেবেরদের প্রতি ধাবমান হওয়াতে সাহেবের ঐ অতিসঙ্কটে পলায়ন করিতেই যমুনানদী সন্তরণসময়ে মগ্ন হইয়া লোকান্তরগত হইলেন। উক্ত যাত্ৰিগণ বৃন্দাবন তীর্থ যে অতিপরম মান্য করেন তাহার কারণ এই যে বৈষ্ণবের পরমোপাস্ত শ্ৰীকৃষ্ণ এগার বৎসরবয়ঃপৰ্য্যস্ত তথায় নিত্য বিরাজমান এমত কথিত আছে এবং তিনি সেই ধামে নানা নামে পূজ্য । সেই স্থানে তাহার নানা নামেতে নানা মন্দির গ্রথিত আছে কোন২ মন্দিরে অনেক ব্যয় হইয়াছে এবং সেই স্থানে তাহার উপাসক বৈষ্ণবগণ তাহার নানা নাম সঙ্কীৰ্ত্তনরূপ উচ্চস্বরে গান করিয়া থাকেন । বিদেশীয়ের সেই স্থানে উপস্থিত হইয়া যে সকল অট্টালিকা ও অনেক২ সুদৃশ্ব স্থান দেখিতে ইচ্ছুক হন সে সকল স্থান বর্ণনাতে যমুনাতীরস্থ অট্টালিকাদির যেমন শ্রেণী তদনুসারে পশ্চিম ধারঅবধি আরম্ভ করিয়া বর্ণনা করা যাইতেছে। নানা সুদৃশু বস্তুর মধ্যে প্রথমতঃ অতিস্থচারু কদম্ব বৃক্ষ নগরপ্রান্তে যমুনানদীর প্রতি শাখাতে নংনম্যমান আছে। কথিত আছে যে ঐ স্থানহইতে কালিয় নাগের মস্তকোপরি কৃষ্ণ ঝাপ দিয়াছেন এবং কহে অদ্যাপি শ্ৰীকৃষ্ণের পদচিহ্নেতে ঐ কদম্ব বৃক্ষ চিহ্নিত আছে ইহা স্মরণার্থই তাবৎ ব্রজ দেশ ব্যাপিয়া কদম্ববন রোপিত হয় ঐ বনের নাম কদম্বখণ্ডী । ঐ বিখ্যাত কদম্বতরুর কিঞ্চিল্লিম্বভাগে রক্তবর্ণ প্রস্তরনিৰ্ম্মিত অত্যুচ্চ এক মন্দির আছে এবং তাহার চতুৰ্দ্দিগেও তদ্রুপ প্রস্তরে নিৰ্ম্মিত অনেক ক্ষুদ্র২ কুঠরী আছে । ঐ মন্দিরের