পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মgৱাদ পত্রে সেকালের কথা فيينا) দর্শন করিতে ইচ্ছুক হন তাহারদিগকে বারণ করাতে আমি তাহার ভিতরে প্রবেশপূৰ্ব্বক দেখিতে পারিলাম না । শ্ৰীবৃন্দাবনে আরো অনেক ২ সুদৃগু ক্ষুদ্র ২ রাজবাটী ও মন্দির আছে। বিশেষতঃ ভরতপুরের লছমী রাণীর এবং কেরাউলির রাজার ও দতিয়ার রাজার এবং অতিবিখ্যাত হিম্মত বাহাদুরের অট্টালিকা আছে এবং বৃন্দাবনের ইতস্তত আম্র ও তিন্তিড়ীর অনেক উষ্ঠান আছে তদ্ব্যবধানতায় স্থলপথে আসিতে নগর তাদৃশ দুষ্ট হয় না কিন্তু যমুনানদীর তীরহইতে উক্ত নগরের ঘাট ও বাট মন্দির চূড়াদি দর্শনে কোন ব্যক্তির লালসা না জন্মে । ( ২৪ জুন ১৮৩৭ । ১২ আষাঢ় ১২৪৪ ) গোবৰ্দ্ধন –গোবৰ্দ্ধন হ্রদে প্রতিবৎসরে যাত্রি লোকেরা স্নান করিয়া থাকে তাহ! এই বৎসরে মথুরার মাজিষ্ট্রেট সাহেবের দ্বারা রহিত হইয়াছে । তাহার কারণ এই যে ঐ ੇਸ਼ জল অত্যন্ত অস্বাস্থ্যজনক তাহাতে স্নাত ব্যক্তিরদের অতিশয় জর হয় । ( ১৩ জুন ১৮৩৫ ৩১ জ্যৈষ্ঠ ১২৪২ ) শ্ৰীযুত দর্পণসম্পাদক মহাশয় মহোদয়েষ্ণু —আপনকার দর্পণে অনেকানেক বিষয় প্রকাশ হইয়া জনপদের বহুবিধ উপকার হইতেছে বিশেষতঃ যাহারা নিরুপায় তাহারদের সদুপায় দর্পণদ্বারা হয় এ বিষয়ে আমরা কএক পংক্তি লিখিয়া পাঠাইতেছি দর্পণে অর্পণ করিয়া মানদান করিবেন । জিলা হুগলির অন্তঃপাতি মোকাম গুপ্তিপাড়ায় শ্ৰীশ্ৰী৮ বৃন্দাবনচন্দ্র ঠাকুর প্রকাশ আছেন তাহার সেবাং গাদি নশীন শ্ৰীপদ কৃষ্ণানন্দ নামে এক জন দণ্ডী ছিলেন তিনি প্রজারদিগের উপর যে সকল অত্যাচার করিতেন তাহ লিথিয়া শেষ করা অসাধ্য । এবং তাহাতে প্রজাসকল যেরূপ কাতর ছিলেন তাহাও বর্ণনে বর্ণীভাব । যাহা হউক শ্ৰীযুত দাউদ স্মিথ সাহেব বাহাদুর অতিধাৰ্ম্মিক সদ্বিবেচক তৎকালীন জিলার জজ মাজিস্ত্রেট ছিলেন । দণ্ডীমজকুরের নানা দৌরাত্ম্য র্তাহার কর্ণগোচর হইবায় তিন চারি মিছিলে তাহার অপরাধ সাব্যস্থ করেন। প্রথমতঃ গৃহস্থের কন্যা বাহির করা । দ্বিতীয়তঃ দুষ্ট লোক সমভিব্যাহারে রাত্রিতে ভ্রমণ। তৃতীয়তঃ দুর্জনের সঙ্গে সহবাস । চতুর্থ নৌকারোহণে রাত্রিতে দস্থ্যবৃত্তি এই সকল অত্যাচার সপ্রমাণ হওয়াতে দণ্ডীমজকুরকে পদচ্যুত করিয়া তিন মাস কারাবদ্ধ রাখেন । তাহাতে ঐ সকল অত্যাচারের অনেক হ্রাস হইয়াছিল এবং লোকেরাও পরম স্থথে কালযাপন করিতেছিল । * \, সংপ্ৰতি শুনিতেছি দণ্ডীমজকুর সদরবোর্ডে দরখাস্ত করিয়াছিল তাহাতে বোর্ডের সাহেবের তজবিজ করিয়া ঐ গাদির উত্তরাধিকারী কোন বিজ্ঞ দণ্ডিকে সেবাত করিতে জিলায় কালেক্টরীতে অনুজ্ঞা করেন কিন্তু কালেক্টর সাহেব ঐ আজ্ঞাপ্রমাণ ইশতেহার জারী করাতে তিন জন দণ্ডী উপস্থিত হইলেন তাহার এক জন পরমানন্দনামে অতিজ্ঞানবান ।