পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ՓԳ:» করিয়া আরজীমধ্যে বিন্যাস করিয়াছেন এই আরজী সংশোধনার্থ কোন বিজ্ঞ ইঙ্গরেজের নিকট প্রেরিত হইয়াছিল তিনি দৃষ্টি করিয়া সন্তুষ্ট পূর্বক বাবুকে বহুতর প্রশংসা করিয়াছেন এবং উকীল ফ্রেন্সিস বেথি সাহেব এই আরজী দেখিয়া সাহস করিয়াছেন যে আমারদিগের প্রার্থনা পূর্ণ হইবেক ইহাতে দেব বাবুর ক্ষমতা ও পরিশ্রমের বাহুল্য বিবেচনা করিলেই অবশুই বিশেষ ধন্যবাদের যোগ্য হইবেন । শ্ৰীযুত বাবু উমানন্দন ঠাকুর বন্দ্যোপাধ্যায়ের কথার পোষকতা করিয়া কহিলেন আমরা দেব বাবুকে আশীৰ্ব্বাদ ও ধন্যবাদ করিলাম বরঞ্চ নিয়ত করিব এমত মানস হইতেছে। পরে শ্ৰীযুত রামকমল সেন কহিলেন দেব বাবুর ক্ষমতা বিষয়ের প্রশংসা করা ক্ষমতাপেক্ষ করে শ্ৰীযুত বাৰু ভগবতীচরণ গঙ্গোপাধ্যায় কহিলেন ইহা যথার্থ বটে ইহাতে তাবতেই দেব বাবুকে ধন্যবাদ করিবাতে দেব বাবু উঠিয়া মধুমৃদুস্বরে ধন্যবাদ নিমিত্তে সভ্যগণের নিকটে নম্রতা প্রকাশপূৰ্ব্বক তাবদধ্যক্ষকে প্রশংসা প্রদান করিলেন অপিচ শ্ৰীভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পুনরুত্থানপুৰ্ব্বক কহিলেন যে শ্ৰীশ্ৰীযুতের নিকট প্রথমতঃ যে ব্যবস্থাপত্র প্রদান করা গিয়াছিল এবং যাহা বিলাত এইক্ষণে প্রেরিত হইল এই ব্যবস্থার দ্বারা শ্ৰীযুত নিমাইচন্দ শিরোমণি ও শ্ৰীযুত শম্ভুচন্দ্র বাচস্পতি এবং শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য মহাশয়দিগের সাহায্যে এবং শ্ৰীযুত নীলমণি ন্যায়ালঙ্কার ভট্টাচাৰ্য্যের ও শ্ৰীযুত জয়নারায়ণ তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য্যদিগরের সম্মতিতে শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ ভট্টাচাৰ্য্য প্রস্তুত করিয়াছেন এই ব্যবস্থাপত্র অনেক২ সমাজে স্বাক্ষরার্থ প্রেরিত হইয়াছিল তাহাতে তাবৎ বুধগণ যথাশাস্ত্র ব্যবস্থা দেখিয়া তর্কভূষণ ভট্টাচার্য্যের পাণ্ডিত্যের প্রশংসা করিয়া স্বাক্ষর করিয়াছেন অতএব তর্কভূষণ ভট্টাচাৰ্য্যকে ধন্যবাদ করা উচিত এ কথায় শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব উঠিয়া কহিলেন তর্কভূষণ ভট্টাচাৰ্য্যকে বিশেষ ধন্যবাদপূর্বক সভাধ্যক্ষ তাবৎ বুধগণকে ধন্যবাদ করিলাম। তৎপরে সভার আরং কৰ্ম্মসম্পাদককে ভারাপণ করিয়া সকলে সন্ধ্যাকালে প্রস্থান করিলেন। সং চং ( ১ জানুয়ারি ১৮৩১। ১৮ পৌষ ১২৩৭ ) ১৮৩০—জানুআরি, ১৭ । সতীনিবারণের বিরুদ্ধে ইংগ্রগু দেশে আপীলকরণর্থে এবং হিন্দুদিগের ধৰ্ম্ম বজায় রাখিবার নিমিত্তে ধৰ্ম্মসভা স্থাপিত হয়। ( ২৬ ফেব্রুয়ারি ১৮৩১ । ১৬ ফাল্গুন ১২৩৭ ) ধৰ্ম্মসভা —গত ৩ ফালগুণ রবিবার ধৰ্ম্মসভার বৈঠক হইয়াছিল. । শ্ৰীযুত বেহারিলাল চৌবে সমাজে উপস্থিত হইয়া আপন অভিপ্রায় ব্যক্ত করিলেন তাহাতে অনুমতি হইল সম্পাদক ইহার প্রার্থনামত কাগজপত্র দিবেন এবং সমাজের নিয়ম ও রীতি অবগত করাইবেন অপর তাহার সংপ্রার্থনানিমিত্ত ধন্যবাদ করিলেন –সং চং ।