পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e মংবাজ গাত্রে মোকালের কথাضي6xt ( ৩ মার্চ ১৮৩২ ৷৷ ২১ ফাঙ্কন ১২৩৮ ) ধৰ্ম্মসভা —গত ৮ ফালগুণ ররিবার ধৰ্ম্মসভার মাসিক বৈঠক হইয়াছিল ৮নাথুরাম শান্ত্রির মৃত্যু সম্বাদ উপস্থিত হইবাতে সভ্যগণ মহাখেদিত হইলেন অপর তিনি ধৰ্ম্মসভাধ্যক্ষৈক পাণ্ডিত্যে নিযুক্ত ছিলেন তৎপদে শ্ৰীযুত রামতনু তর্কসরস্বতী ভট্টাচাৰ্য্য অভিষিক্ত হইলেন. । সং চং । ( ২৩ জুন ১৮৩২ । ১১ আষাঢ় ১২৩৯ ) ...শ্ৰীযুত বাবু রাধাকান্ত দেব ইনি ইঙ্গরেজী বিদ্যায় কেমন পারগ তাহার প্রমাণ লিখি বিবেচনা করিবেন। সতীপক্ষীয় যে আরজী বিলাতে গিয়াছে যাহা পাঠ করিয়া ত্রযুত ডাক্তর লসিংটন সাহেব মুক্তকণ্ঠে ব্যক্ত করিয়াছেন যে That the petition is one of the cleverest thing I ever heard. stoffs ans fãs størrf-f-e strawa-tm যদি আমি কখন শুনিয়া থাকি । এই আরজীর পাণ্ডুলেখ্য উক্ত বাবুকতৃক প্রস্তুত হয়।. ( ১৫ ডিসেম্বর ১৮৩২ । ২ পৌষ ১২৩৯ ) ধৰ্ম্মসভা —গত ১৮ অগ্রহায়ণ রবিবার ধৰ্ম্মসভার মাসিক বৈঠক হইয়াছিল ঐ সভায় সভ্যগণ আগমনানন্তর পূর্ব বৈঠকের অনুমতি মত যে সকল কৰ্ম্ম হইয়াছে তাহ সমাজের বিদিত করা গেল. । তৎপরে [ হাটখোলার ] শ্ৰীযুত বাবু উদয়চাদ দত্তের প্রেরিত পত্র পাঠ করা গেল তাহার তাৎপৰ্য্য ঐ দত্ত বাবুর দলস্থ শ্ৰীযুত রামনারায়ণ তর্কপঞ্চানন ও শ্ৰীযুত অভয়াচরণ ভট্টাচাৰ্য্য ও শ্ৰীযুত কালীপ্রসাদ ন্যায়পঞ্চানন ভট্টাচাৰ্য্য ইহঁারদিগের উপর সতীদ্বেষির সংস্কষ্ট দোষ জনরব হইয়াছিল বিবেচনায় তদোষ পরিহার হইয়া দত্ত বাবুর দলে র্তাহারদিগের নিমন্ত্রণ চলিত হইয়াছে ইহাই বাহুল্যরূপে লিথিয়া সমাজকে জ্ঞাত করাইয়াছেন । --চন্দ্রিক । ( ২২ ডিসেম্বর ১৮৩২ । ৯ পৌষ ১২৩৯ ) ধৰ্ম্মসভার দলে ভঙ্গদশ —শ্রবণে অনুমান হয় যে এইক্ষণে ধৰ্ম্মসভার দল ভঙ্গদশা প্রাপ্ত হইতেছে কেননা শ্ৰীযুত বাবু ভগবতীচরণ মিত্রজ যিনি সহমরণ সংস্থাপনার্থ অশেষ যত্ব করিয়াছেন অদ্যাপি সহদাহ বারণের কথা শুনিলে তিনি মহাখেদিত হন কিন্তু এইক্ষণে শুনিতেছি জাদুল নিবাসি শ্ৰীযুত বাৰু মথুরানাথ মল্লিকের ভাগিনেয় শ্ৰীযুত বাবু গোবিন্দচন্দ্র রায়ের সহিত পূৰ্ব্বোক্ত মিত্র বাবুর কন্যার বিবাহ হইয়াছে শ্ৰীযুত মল্পিক বাবু যে সহদাহকে অতিবৃণিত কহেন ইহা অবিদিত নাই এবং সহমরণ বারণের প্রধানাগ্রগণ্য শ্ৰীযুত রাজা রামমোহন রায় যে জন্যে স্ত্রীদাহিরা তাহাকে সতীদ্বেষী কহিয়া থাকেন তাহার ভ্রাতা শ্ৰীযুত দেওয়ান রামতনু রায় বরযাত্র হইয়া ঐ বিবাহের সভায় উপস্থিত ছিলেন ঐ সকল সতীদ্বেষী