পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ সংবাদ পত্রে মোকালের কথা এতদ্দেশীয় লোকেরদিগকে এতদ্দেশীয় ভাষা দ্বারা শিক্ষা দেওনের আবশ্যকতা এবং মেডিকেল কলেজের ছাত্রেরদিগের এই প্রকার শিক্ষা দেওনের আবশ্বকতা ঐ স্থানের ছাত্রগণ উদ্র ভারাদ্ধার চেমষ্টরি অভ্যাস করিয়াছেন । [ জ্ঞানান্বেষণ ] ডিরোজিও ( ৭ মে ১৮৩১ । ২৫ বৈশাখ ১২৩৮ ) হিন্দুকলেজের বিষয়ে আমরা অবগত হইলাম যে গত ১১ বৈশাখ ২৩ এপ্রিল শনিবার ডাইরেক্টর অর্থাৎ কৰ্ম্মাধ্যক্ষ দিগের কালেজের ভদ্রাভদ্র বিবেচনা নিমিত্ত বৈঠক হইয়াছিল তাহাতে যে যে বিষয় স্থির হইয়াছে তদ্বিবরণের প্রতি লিপি আমরা প্রাপ্ত হই নাই কিন্তু শুনিয়াছি শ্ৰীযুত ড্রোজু সাহেব নামক এক জন টিচর অর্থাৎ শিক্ষককে কৰ্ম্ম হইতে রহিত করিয়াছেন, [ সমাচার চন্দ্রিকা, ২৮ এপ্রিল ১৮৩১ ] ( ৫ নবেম্বর ১৮৩১ । ২১ কাৰ্ত্তিক ১২৩৮ ) পাঠকবর্গ অবগত আছেন মেং ড্রোজুনামক এক জন এতদ্দেশজাত ফিরিঙ্গি হিন্দুকালেজের শিক্ষক ছিলেন তিনি বালকদিগকে অসদুপদেশদ্বারা হিন্দু ধৰ্ম্ম পথে গমন রোধ করিতে ইচ্ছুক হইয়াছিলেন এ কথা রাষ্ট্র হওয়াতে কালেজাধ্যক্ষেরা তাহাকে তৎকৰ্ম্মচু্যত করেন এমত শুনা গিয়াছে । তিনি এইক্ষণে ইষ্টিণ্ডিয়াননামক এক ইঙ্গরেজী সমাচারপত্র প্রচার করিতেছেন ।. ( ৭ জানুয়ারি ১৮৩২ । ১৪ পৌষ ১২৩৮ ) ড্রোজু সাহেবের মরণ —আমরা খেদপূৰ্ব্বক প্রকাশ করিতেছি গত ২৬ ডিসেম্বর সোমবার বেলা দশ ঘণ্টাতীত সময়ে ড্রোজ সাহেবের মরণ হইয়াছে ইহাতে আমরা দুঃখিত হইয়াছি যেহেতুক । তাহার অত্যন্স বয়স অর্থাৎ চব্বিশ পচিশ বৎসরের অধিক নহে ইহার মধ্যে তিনি অনেক কীৰ্ত্তি করিয়াছিলেন তাহার-বিশেষ কিঞ্চিৎ লিখি । ড্রোজু সাহেব ইঙ্গরেজী বিদ্যায় বিলক্ষণ পারগ হইয়াছিলেন যদ্যপিও ইঙ্গরেজী তাহার : জাতিবিষ্ঠা নহে এবং তিনি এতদেশীয় ফিরিঙ্গি বটেন তথাপি তাহার লেখাপড়া শ্রবণাবলো কনে অনেকে ইঙ্গরেজ জ্ঞান করিতেন এবং বিলাতের ইডকেটেড অর্থাৎ বিদ্যাভ্যাস হইয়াছে বোধ হইত তাহার কৃত ফকিরাজঙ্গিরানামক ইঙ্গরেজী ভাষায় গ্রন্থ প্রকাশিত আছে এবং তিনি পয়েট অর্থাৎ উক্ত ভাষায় কবি ছিলেন । অপর তাহার বিদ্যার নিপুণতা জানিয়া হিন্দুকালেজের অধ্যক্ষ মহাশয়ের তাহাকে উক্ত কলেজে শিক্ষক রাখিয়াছিলেন কিন্তু বালকতা