পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

zDD BBBD BBDBBD DB LLL 8 سيا) রাজা বাহাদুর সভায় উপস্থিত ছিলেন ভট্টাচার্য্যের প্রার্থনীয় দোষ মার্জনা করিয়া সামাজিকতাকরণে স্বীকার করিলেন । দ্বিতীয় শ্ৰীযুত বাৰু ভগবতীচরণ মিত্রজ শ্ৰীযুত বাৰু মথুরানাথ মল্লিকের ভাগিনেয়ের সহিত কন্যার বিবাহ দিয়াছেন । ঐ বিবাহে তাহার বাটতে রামমোহন রায়ের কনিষ্ঠ শ্ৰীযুত রামতনু রায় ও বাবু কালীনাথ রায়ের কনিষ্ঠ শ্ৰীযুত বৈকুণ্ঠনাথ রায় এবং মথুর বাবুর কনিষ্ঠ শ্ৰীযুত শ্ৰীনাথ মল্লিক বরযাত্র আসিয়াছিলেন র্তাহারা সভাস্থ হইয়া কৰ্ম্ম সমাপনানস্তর যথা কৰ্ত্তব্য আহার ব্যবহার করিয়াছেন । এই বিষয় মিত্রবাবু সমাজের নিয়মাতিক্রম কৰ্ম্ম করিয়াছেন যেহেতুক সমাজের প্রতিজ্ঞ সতীদ্বেষিরদিগের সহিত আহার ব্যবহারাদি কেহ করিবেন না অতএব এবিষয়ে সমাজের মত কি তাহাতে উত্তর হইল সমাজের নিয়ম অতিরিক্ত কৰ্ম্ম যিনি করিবেন তাহার সহিত কাহার ব্যবহার থাকিবেক না ইহাতে সন্দেহ কি অতএব মিত্ৰজ বাৰু শ্ৰীযুত বাবু উদয়চাঁদ দত্তজ মহাশয়ের দলস্থ তাহাকে পত্র লেখা উচিত যদি তিনি এবিষয় জ্ঞাত থাকেন তবে ধারামত কৰ্ম্ম করিয়া থাকিবেন বিদিত না হইয়া থাকেন এই পত্রের দ্বারা অবগত হইয়া বিহিত করিবেন এবং পত্রের যে উত্তর প্রদান করেন তাহা তাবৎ দলপতি অধ্যক্ষদিগকে জ্ঞাত করাণ উচিত । তৃতীয় বহুবাজার নিবাসী শ্ৰীযুত রামতন্থ তর্কসিদ্ধান্ত ভট্টাচাৰ্য্য শ্ৰীযুত মথুরানাথ বাবুর বাটীতে দান গ্রহণ করিয়াছিলেন এজন্য দোষী হন । তাহার দোষ মার্জনা হইয়াছে কি না ইহা অবগত হইবার নিমিত্ত শ্ৰীযুত বাৰু কালীচরণ দত্তজ শ্ৰীযুত বাৰু রামমোহন দত্তজকে যে পত্র লিথিয়াছিলেন এবং তাহার যে উত্তর প্রাপ্ত হন সেই উভয় পত্র সমাজকে অবগত করাইবার নিমিত্ত তদুভয় পত্র শ্ৰীযুত বাবু উদয়ৰ্চাদ দত্তজ সমাজে প্রেরণ করিয়াছেন সে পত্র অবিকল এই ৷ শ্ৰীযুত বাবু রামমোহন দত্ত । - নমস্কার নিবেদনঞ্চ বিশেষঃ । আমার ৮পিতাঠাকুরের সাম্বৎসরিক শ্রাদ্ধ ১১ চৈত্র হইবেক মহাশয়দিগের দলস্থ শ্ৰীযুত রামতনু তর্কসিদ্ধান্ত ভট্টাচাৰ্য্য মহাশয় মোং রামকৃষ্ণপুর শ্ৰীযুত মথুরানাথ মল্লিকের বাটীতে ৮ দোলযাত্রায় সতীবিবাদি সংসর্গ সভাতে অধিষ্ঠান হইয়াছিলেন ঐ দোষ মার্জনা করিয়া তাহাকে সংগ্ৰহ করিয়াছেন কি না লিখিবেন ইতি সন ১২৩৮ সাল তারিখ ৯ চৈত্র । শ্ৰীকালীচরণ দত্ত । শ্ৰীযুত বাবু কালীচরণ দত্ত । - প্রত্যুত্তর নিবেদনমিদং মহাশয়ের পত্র পাইয়া সমাচার জ্ঞাত হইলাম ত্রযুত রামতন্থ তর্কসিদ্ধান্ত ভট্টাচাৰ্য্য মহাশয়ের সতীবিরোধি সংস্থষ্ট সভায় রামকৃষ্ণপুরের শ্ৰীযুত বাৰু মথুরানাথ মল্লিকের বাটীতে দোলযাত্রায় সভাস্থহওয়া সে বিষয় অজ্ঞাতসার হইয়াছিল এক্ষণে তৎস্থানে যাওনে বিরত হইয়াছেন এ বিধায় তাহকে অবিবাদে সংগ্ৰহ করিয়া লওয়া গিয়াছে কিমধিকমিতি । শ্রীরামমোহন দত্ত ।