পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(:eе সংৱাদপত্রে মোকালের কথা নিমন্ত্রণপত্র আমারদিগের লিখ্যিমাণ কএক জনকে দিয়াছিলেন দত্তজ বাবু সতীৰেষি সংস্থষ্ট দোষে যদ্যপি ধৰ্ম্মসভায় মার্জনা না পান একারণ তাহার বাটীতে নিমন্ত্রণে যাওনে এবং প্রতিগ্রহকরণে আমরা কোনক্রমে স্বীকৃত নহি এবং ইহার বিদায় আমরা কেহ গ্রহণ করি নাই ঐ পত্র ১৪ খান আমরা আপনারদিগের দলপতি শ্ৰীযুত বাৰু কালাচাদ বস্থজর নিকট প্রেরণ করিলাম ঐ পত্র গ্রহণজন্য যদি কোনমতে আমারদিগের সংস্কষ্ট দোষ হইয়া থাকে তাহা ধৰ্ম্মসভা মার্জনা করিবেন ধৰ্ম্মসভায় স্থগোচরার্থে ইহা নিবেদন করিলাম ইতি ২৯ মাঘ । শ্রীরামধন শৰ্ম্মণাম ক্রশিবচন্দ্ৰ শৰ্ম্মণাম ক্রীত্রজমোহন শৰ্ম্মণাম ক্রপ্রাণকৃষ্ণ দেবশৰ্মণাম শ্ৰীগদাধর দেবশৰ্ম্মণাম শ্ৰীকাশীনাথ দেবশৰ্মণাম স্ত্রতারাচাদ শৰ্ম্মণাম শ্রীরামচন্দ্র দেবশৰ্ম্মণাম শ্ৰীকৃষ্ণানন্দ দেবশৰ্ম্মণাম শ্ৰীকবিচন্দ্র দেবশৰ্ম্মণাম শ্রখ্যামসুন্দর দেবশৰ্ম্মণাম শ্রীহরেকৃষ্ণ দেবশৰ্ম্মণাম শ্ৰীগোবিন্দচন্দ্র বিদ্যারত্বস্য শ্ৰীবেচারাম দেবশৰ্ম্মণাম । এই পত্র শ্রবণে সমাজ অবগত হইলেন ভট্টাচাৰ্য্যমহাশয়েরদিগের দলপতি বস্থঞ্জ বাবুর সম্মতিতেই পত্র লিখিয়াছেন ইহাতে পত্র সমাজে গ্রাহ হইয়া উত্তর হইল যে র্তাহারদিগের দোষলেশও হয় নাই তথাচ যে লিথিয়াছেন এজন্য ধন্যবাদ করা গেল । ৪ । শ্ৰীযুত বাবু অভয়াচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় গত ১৪ মাঘে স্বীয় দলকরণ ও দলস্থদিগের সংস্থষ্টদোষ মার্জনাবিষয়ক এক পুত্র সমাজের স্বগোচরার্থ প্রেরণ করিয়াছিলেন তাহা অদ্যকার বৈঠকে উত্থাপনের যোগ্য ছিল কিন্তু তিনি গত ৫ ফালগুণ এক পত্র লেখেন তাহা অবিকল এই ৷ পোষ্টবর শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় মহোদয়েষ্ণু। নমস্কারা নিবেদনমিদং । ১৪ মাঘ রাত্রে দলবিষয়ক যে লিপি আপনকার নিকট ধৰ্ম্মসভায় বিজ্ঞাপনার্থ প্রেরণ করিয়াছি তাহার কিয়দংশ পরিবর্তকরণের আবশ্যক হইয়াছে অতএব আপনি উক্ত পত্র শ্ৰীযুত বাৰু ব্ৰজমোহন সিংহের স্থানে দিবেন শ্ৰীশ্ৰী৮ সভার দিন অতিসংক্ষেপ ইতিমধ্যেই প্রস্তুত হইতে চাহে কিমধিকং নিবেদনমিতি তারিখ ৫ ফালগুণ ১২৩৯ সাল । শ্ৰীঅভয়াচরণ শৰ্ম্মণ: |

  • * * * * * ৭ । শ্ৰীযুত বৈদ্যনাথ শিরোমণি ভট্টাচাৰ্য্য এই পত্র লিখিয়াছেন । মহামহিম ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত বাৰু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় মহোদয়েষ্ণু। বিহিত সম্বোধনপূর্বক নিবেদনমিদং । সতীধৰ্ম্মদ্বেষি শ্ৰীকালীনাথ মুন্সী ও শ্রীরামচন্দ্র বিদ্যাবাগীশ ভট্টাচাৰ্য্য মহাশয়ের সহিত সংস্থষ্ট বলিয়া আমার যে দোষ জনরব হইয়াছে সে সকলি অলীক আমি ঐ ধৰ্ম্মস্কৃেষিরদিগের সহিত আহার ব্যবহারাদি কথন করি নাই এবং করিব না অতএব ধৰ্ম্মসভাধ্যক্ষ মহাশয়রা আমার যে জনাপবাদ হইয়াছে তাহাহইতে মুক্ত করুন আমি স্বীয় জনাপবাদজন্য দোষ ক্ষালনার্থ শ্ৰীশ্ৰীবিষ্ণু স্মরণ করিলাম নিবেদনমিতি ৩০ মাঘ ১৭৫৪ শক ।

ঐবৈদ্যনাথ শিরোমণি নিবাস হেদুয়ার পাড় চতুষ্পাঠী ।