পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

62ου" মংবাদপত্রে মোকাক্রেনল্প কথা স্পষ্টরূপে ব্রহ্মসভার মধ্যে প্রবিষ্ট হইলে ভাল হয় তাহা হইলে নগরের তাবৎ গণ্ডগোল নিবারণ হইতে পারে এবং যে ব্যক্তির যুগল তরিতে পাদক্ষেপ করিয়াছে তাহারদের নিকটে ধন্যবাদের পাত্র হইতে পারেন ইতি । কস্যচিত কলিকাতা নিবাসি জনানাং । ( ১৪ এপ্রিল ১৮৩৮ । ৩ বৈশাখ ১২৪৫ ) নূতন ধৰ্ম্ম সভা —আমরা শুনিলাম যে কলিকাতায় নূতন এক ধৰ্ম্ম সভা স্থাপনের কল্প হইতেছে । সংপ্রতি ধৰ্ম্ম সভান্তর্গত কোন২ ধনাঢ্য ব্যক্তির সভার নিয়ম উল্লঙ্ঘন করিয়াছিলেন তদ্বিষয়ে তাহারদের মুখাপেক্ষা করিয়া যথার্থ বিচার হইল না ইহাতে কলিকাতা ও তন্নিকটস্থ কতিপয় সম্ৰান্ত মহাশয় অত্যন্ত বিরক্ত হইয়া নূতন ধৰ্ম্ম সভা স্থাপন করিতে নিশ্চয় করিয়াছেন। ফলতঃ প্রভাকর সম্বাদপত্রের দ্বারা বোধ হয় যে এতদ্দেশীয় কোন ধনাঢ্য ব্যক্তি জাতীয় বিষয়ে মহা দোষ করিলেও তাহার কোন উচ্চ বাচ্য হয় না কিন্তু নিস্ব ব্যক্তিরা যদি ক্ষুদ্র অপরাধও করেন তথাপি তিনি ধৰ্ম্ম সভাতে অব্যবহার্য্য হন । ( ৪ এপ্রিল ১৮৪০ । ২৩ চৈত্র ১২৪৬ ) ব্রিটিস গবর্ণমেণ্টের বহু কাল মানস ছিল হিন্দু জাতির প্রাচীন ধৰ্ম্ম সহমরণ রহিত করিবেন সেই তাৎপৰ্য্যাকুসারে লার্ড উলিএম বেন্টাঙ্ক সাহেব এতদ্দেশীয় কতিপয় প্রধান লোকের সম্মতি লইয়া ১২৩৬ সালে সহমরণ রহিত করেন কিন্তু ঐ আজ্ঞা প্রকাশ হইলে পর এতদেশীয় বহু সংখ্যক সন্ত্রাস্ত লোক বিপক্ষ হইলেন এবং সংস্কৃত কলেজে সভা করিয়া স্থির করিলেন ঐ আজ্ঞার বিরুদ্ধে আবেদন করিবেন তাহাতে বোধ হয় সম্পাদক মহাশয় উপস্থিত করিয়াছিলেন এই বৃহদ্ব্যাপারে অনেক টাকা চাই এবং দেশের হিতাহিত বিবেচনাজন্ত সহমরণ পক্ষীয়েরদের অবস্থান যোগ্য অট্টালিকা | নাই ] এই সুযোগে প্রস্তুত বাট কিম্বা স্থান ক্রয় করিয়া তথায় বাট প্রস্তুত করিলে ভাল হয় কিন্তু এসকল অধিক টাকার কৰ্ম্ম অতএব চাদার দ্বারা টাকা সংগ্ৰহ করিতে হইবেক এই প্রস্তাবের পর চাদাপত্রে সকলে স্বাক্ষর করিলেন এবং তৎপরে ধৰ্ম্ম সভা নামে এক সভা স্থাপন হয় উক্ত সভার অভিপ্রায় ছিল হিন্দু জাতির ধৰ্ম্ম রক্ষা করিবেন এবং উপস্থিত বিষয় সহমরণ রক্ষার্থে বেথি সাহেবকেও বিলাতে প্রেরণ করিয়াছিলেন কিন্তু বিলাতবাসি বিচারকর্তারা ধৰ্ম্ম সভার ঐ প্রার্থনা অগ্রাহ করিলেন তাহতে সুতরাং ধৰ্ম্ম সভার মনস্তাপ হইয়াছিল কিন্তু তথাপি চাদার টাকা সংগ্রহ করিতে ক্রটি করেন নাই এবং শেষ স্থির করিলেন ঐ টাকার দ্বারা স্থান ক্রয় করিয়া আপনারদিগের সভার নিমিত্ত বাট প্রস্তুত করিবেন পরে সম্পাদক মহাশয় বিজ্ঞাপন করিলেন ভূমি স্থির হইয়াছে এক দিবস তাবৎ সভ্যেরা একত্র হইয়া দেখিলেই ক্রয় করা যায় । আমারদিগের স্মরণ হয় সভ্য মহাশয়রা ভূমি দেখিয়াছিলেন এবং ক্রয়ার্থে চাদার টাকাও সংগ্রহ করা গিয়াছিল কিন্তু কিজষ্ঠ ভূমি ক্রয় হইল না বলিতে পারি না ।