পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬০২ ঠনংবাদ পত্রে মোকালের কথft ঐ মহাপুরুষের বয়ঃক্রম অনুমান ৪০ চল্লিশ বৎসরের মধ্যে অধিক কোন প্রকারেই বোধ হয় না এবং তিনি যে হিন্দু তাহাতে সন্দেহ নাই তৎপ্রমাণ কর্ণবেধ চিহ্ন আছে। পরস্তু দীর্ঘাকার গৌরবর্ণ অপূৰ্ব্বরূপ আশু দর্শনেই বোধ হয় শরীরের মুখ দুঃখাদির অনুভব শূন্ত বাহ জ্ঞান রহিত এবং নয়ন মুদ্রিত স্থপ্রকাশ আস্ত অথচ ওষ্ঠাধর সংলগ্ন ও চক্ষের নিমেষ আছে দিগম্বর তাবৎ শরীর দর্শন হয় কটিদেশে বস্ত্রাদির চিহ্নও বোধ হয় না মস্তকের এবং শ্মশ্রীর কেশ অত্যন্ত্র অর্থাৎ দুই তিন মাস ক্ষেীর হইয়া থাকিবেন এমত বোধ হয় শুনা গেল কোন ব্যক্তি মস্তকের জটা ও দাড়ি এবং হস্তের নখ ছেদন করিয়া দিয়াছে। বিশেষ মনোযোগে অবশুই বোধ হয় শরীরের স্পন্দ রহিত যেহেতু হস্তপদাদি যদি কেহ কোন দিগে রাখে তাহা তাবৎ কাল সেই দিগেই থাকে যাবৎ কেহ অন্য দিগে না রাখে । আহারের বিষয় শুনা গেল যদি কেহ বলপূর্বক মুখব্যাদান করাইয়া কিঞ্চিৎ পেয় দ্রব্য দেয় তবে তাহ কতক বাহিরে পতিত হয় কতক বা গলাধঃকরণ হয় যে স্থানে লইয়া গিয়া যদবস্থায় রাখে সেই স্থানে তদবস্থাতেই থাকেন। এই লক্ষণদ্বারা বোধ হয় এই সাধু সদাশয় যোগ নিদ্রায় আছেন চিত্ত স্থির হইয়াছে বাহ জ্ঞান রহিত হইয়া পরমজ্ঞানে পরমেশ্বরকে ধ্যান করিতেছেন কিন্তু ইহঁার এ কোন অবস্থা তাহা আমরা বিশেষ স্থির করিতে পারি নাই অর্থাৎ ইহঁাকে কি বলা যায় ইনি কি পরমহংস কি সমাধিলক্ষণাক্রাস্ত বা মৌনযোগী ইহার নিশ্চয় হয় নাই... । ...এক্ষণে উক্ত শ্ৰীযুত রাজা বাহাদুরের চতুর্থ পুত্ৰ শ্ৰীযুত বাবু সত্যচরণ ঘোষাল মহানুভব ঐ মহাশয়ের বিষয়ে বিশেষাস্থসন্ধান করিতেছেন অর্থাৎ ইনি কোন স্থানে ছিলেন কিপ্রকারে এখানে আইলেন ইহা তথ্য হইলে সকলেরি সন্দেহ ভঞ্জন হইবেক । এক্ষণে জনরব হইয়াছে সুন্দর বনে ছিলেন শান্তিপুরনিবাসী কোন ব্যক্তি আনিয়া ইচ্ছাপুরে গঙ্গাতীরে বাথিয়া যায় তথাহইতে হরি সিংহনামক এক ব্যক্তি শিবপুরে আনিয়াছিল। .সং চং ( ২২ ডিসেম্বর ১৮৩২ । ৯ পৌষ ১২৩৯ ) জাবা উপদ্বীপে হিন্দু লোক দর্শন —জাবাহইতে সংপ্রতি আগত এক পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে ঐ উপদ্বীপের এক প্রান্তে অর্থাৎ অতিঅস্তরিত স্থানে হিন্দুমতাবলম্বী নূ্যনাধিক তিন শত লোক দৃষ্ট হইয়াছে। পাঠক মহাশয়েরদিগকে ইহা জ্ঞাপন করা প্রায় অনাবশ্বক যে চারি শত বৎসর হইল ঐ উপদ্বীপস্থ তাবল্পোক হিন্দুমতাবলম্বী ছিল কিন্তু তাহার কিঞ্চিৎকাল পরেই তাহারা জাবনিক মতাবলম্বন করে। এই যে তিন শত হিন্দুধৰ্ম্মাবলম্বি লোক এককালীন দৃষ্ট হইয়াছে তাহারাও ঐ প্রাচীন হিন্দুমতাবলম্বিরদের অবশিষ্ট বংশু । (৩ অক্টোবর ১৮৩৫ । ১৮ আশ্বিন ১২৪২ ) বালি উপদ্বীপে হিন্দুধৰ্ম্ম –চারি শত বৎসর হইল জাব উপদ্বীপস্থ তাবল্পোক হিন্দুধৰ্ম্মাবলম্বী ছিল । এই বিষয় কেবল দেশদর্শক লোকের কথার দ্বারা প্রমাণ হয় এমত নহে