পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাস্তাঘাট ( ২২ মে ১৮৩০ । ১০ জ্যৈষ্ঠ ১২৩৭ ) কলিকাতার নূতন রাস্তা —গঙ্গাতীরে কলিকাতাবধি কোম্পানির বাগানের আড়পারপৰ্য্যস্ত যে নুতন রাস্ত হইতেছে তাহা সম্পন্ন করিবার নিমিত্তে খিদিরপুরের খালের উপরে যে জিঞ্জিরময় সাকো হইতেছে তাহার থামের বুনিয়াদ প্রস্তুত হইয়াছে। সেই এমারতের এক দিগে যেপৰ্য্যন্ত জোআর উঠে প্রায় সেইপৰ্য্যন্ত উঠিয়াছে এবং তিন চারি মাসের মধ্যে তাবৎ ব্যাপারের শেষ হইবে এমত ভরসা হইতেছে । ( ১৬ জানুয়ারি ১৮৩৩ । ৫ মাঘ ১২৩৯ ) চিৎপুরের রাজপথে জলসেচনার্থ চাদায় স্বাক্ষরকারিদের সভা –চিৎপুরের রাজপথে জল সেচনার্থ র্যাহারা চাদীয় স্বাক্ষর করিয়াছিলেন তাহারা গত ১০ জাহু আরিতে প্রধান মাজিস্ত্রেট শ্ৰীযুত মাকফালন সাহেবের দপ্তরখানায় সমাগত হন। ঐ সাহেব সভাপতি হইয়া রিপোর্ট পাঠ করিলেন তাহার মৰ্ম্ম এই । চাদায় যত টাকা সংগ্ৰহ হইয়াছে তাহার সংখ্যা ৩২০ ০০ তাহা সমুদায় কোম্পানির ভাণ্ডারে ন্যস্ত আছে । তদতিরিক্ত বাৰু কুঙার বনমালীলাল ২০ ০০ ০ টাকা প্রদান করিতে স্বীকৃত হইয়াছেন তদ্ভিন্ন চাদীয় স্বাক্ষরকারিরদের স্থানে দত্তাবশিষ্ট আরো দশ বার হাজার টাকা প্রাপ্তি সম্ভাবনা অতএব সৰ্ব্বস্থদ্ধ ৬৫০ ০০ টাকা সংগৃহীতহওনের হিসাব করা যাইতে পারে। পূৰ্ব্বে এই কাৰ্য্যসম্পাদনার্থ এইরূপ প্রস্তাব হইয়াছিল যে এক বাষ্পীয় কল বসান যায়ু ও প্রণালী গাথা যায় কিন্তু নিম্নে লিখিত তিন কারণেতে কমিটী মহাশয়েরা ঐ কল্প হেয় করিতে পরামর্শ দিতেছেন । প্রথম কারণ এই যে টাকা এইক্ষণে সংগ্ৰহ হইয়াছে তাহাতে তাহার খরচ কুলায় না । দ্বিতীয় প্রকারাস্তরে অল্পব্যয়ে ঐ কাৰ্য্যসাধন হইতে পারে । তৃতীয় স্থানে২ চিৎপুরের রাস্ত এমত সঙ্কীর্ণ আছে যে প্রণালীকরণোপযুক্ত স্থান নাই । অপর নিকটবর্তি পুষ্করিণীহইতে জলসেচনের কাৰ্য্যে ষেপর্য্যস্ত স্থসার হইয়াছে তাহ ঐ রিপোর্টে ব্যক্ত হয় । ঐ তৎকৰ্ম্মসম্পাদনে গত বৎসরে কেবল ৮৮৩৮৯ টাকা ব্যয় হয় । ঐ রিপোর্টে কাৰ্য্যসাধন বিষয়ে এই২ পরামর্শ লিখিত ছিল প্রথম পরামর্শ এক বা দুই অধিক পুষ্করিণী খনন করা যায় । দ্বিতীয় এই যে শ্ৰীযুত চীফ মাজিস্ত্রেটসাহেব উপরি উক্তমতে এই কাৰ্য্যে যে টাকা ব্যয় করিয়াছেন তাহা তাহাকে ফিরিয়া দেওয়া যায়। তৃতীয় পরামর্শ যে এই কাৰ্য্যের তত্ত্বাবধারক শ্ৰীযুত মকালক সাহেবকে এই কাৰ্য্যসাধনের পরিশ্রমার্থ ৫০ টাকা পারিতোষিক দেওয়া যায় । এতদ্রুপ রিপোর্ট পঠিত হইলে নিম্নে লিখিত বিষয়ে সকলের সম্মতি হইল । শ্ৰীযুত মাকফালন সাহেব যে রিপোর্ট পাঠ করিলেন তাহ আমারদিগের গ্রাহ এবং যে টাকা কোম্পানির কোষে ন্যস্ত আছে তাহার স্থদহইতে মাকফালন সাহেবকে ৬৭৮y৯ টাকা দেওয়া যায় । ዓ ጓ